ETV Bharat / sports

ম্যাচ প্রতি উইকেট নেওয়ায় কুম্বলে এবং হরভজনের থেকে এগিয়ে অশ্বিন - অনিল কুম্বলে

ভারতীয় বোলারদের মধ্যে উইকেট নেওয়ার তালিকায় সর্বকালের সেরা হওয়ার পথে রবিচন্দ্রন অশ্বিন ৷ এমনটাই বলছে তাঁর পরিসংখ্যান ৷ যেখানে হরভজন সিং তো আছেই, এমনকি অনিল কুম্বলের সর্বোচ্চ উইকেট শিকারীর শিরোপাও ছিনিয়ে নিতে পারেন ভারতীয় অফ স্পিনার ৷

ravichandran ashwins-wickets-per-test-higher-than-anil Kumble-harbhajan singh
ম্যাচ প্রতি উইকেট নেওয়ায় কুম্বলে এবং হরভজনের থেকে এগিয়ে অশ্বিন
author img

By

Published : Feb 16, 2021, 5:07 PM IST

চেন্নাই, 16 ফেব্রুয়ারি : একশো টেস্ট খেলে অবসর নিলে টেস্ট ক্রিকেটে 500-র বেশি উইকেট নেবেন রবিচন্দ্রন অশ্বিন ৷ ম্যাচ প্রতি অশ্বিনের উইকেট নেওয়ার পরিসংখ্যান সেই সম্ভাবনাই ব্যক্ত করছে ৷ বর্তমানে রবিচন্দ্রন অশ্বিন যে হারে প্রতি ম্যাচে উইকেট নিচ্ছেন তা প্রাক্তন ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলে এবং প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং-র গড়ের থেকে অনেক বেশি ৷ প্রসঙ্গত, অনিল কুম্বলে 132টি টেস্ট ম্যাচ খেলেছিলেন ৷ 34 বছরের অশ্বিন যদি সমসংখ্যক টেস্ট খেলতে পারেন তবে, বর্তমান গড় বলছে তাহলে তিনি ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী হবেন ৷

ravichandran ashwins-wickets-per-test-higher-than-anil Kumble-harbhajan singh
অনিল কুম্বলে

এই মুহূর্তে টেস্টে উইকেট নেওয়ার তালিকায় ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিন 4 নম্বরে রয়েছেন ৷ তাঁর আগে রয়েছেন, অনিল কুম্বলে 619 উইকেট, কপিল দেব 434 উইকেট এবং হরভজন সিং 417 উইকেট ৷ পরিসংখ্যান বলছে অশ্বিন ম্যাচ প্রতি 5টির বেশি উইকেট নেন ৷ সেখানে অনিল কুম্বলে ম্যাচ প্রতি নিয়েছেন 4.68 উইকেট এবং হরভজন নিয়েছেন 3.95 উইকেট ৷ বর্তমানে অনিল কুম্বলে ভারতীয় বোলারদের মধ্যে উইকেট নেওয়ার তালিকায় সবার আগে রয়েছেন ৷

ravichandran ashwins-wickets-per-test-higher-than-anil Kumble-harbhajan singh
হরভজন সিং

আরও পড়ুন : 317 রানে জয়, সিরিজে সমতা ফেরাল ভারত

এমনকি স্ট্রাইক রেটের তুলনাতেও অশ্বিন কুম্বলে এবং হরভজনের থেকে অনেক এগিয়ে ৷ বর্তমানে রবিচন্দ্রন অশ্বিনের টেস্টে বোলিং স্ট্রাইক রেট 53.6 এবং গড় 25.27 ৷ অন্যদিকে, কুম্বলে 65.9 স্ট্রাইক রেট এবং 29.65 গড়ে কেরিয়ার শেষ করেন ৷ সেখানে হরভজন সিং 68.5 স্ট্রাইক রেট এবং 32.46 গড়ে টেস্ট কেরিয়ার শেষ করেছেন ৷ তবে, এক্ষেত্রে বর্তমানে ব্যাটসম্যানদের গুণমান নিয়ে প্রশ্ন উঠতে পারে ৷ অনিল কুম্বলে, হরভজন সিং-রা যে সময়ে ক্রিকেট খেলেছিলেন, সে সময় পাকিস্তান, শ্রীলঙ্কার মত এশিয়ার দেশে ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মত দলের ব্যাটম্যানদের স্পিন খেলার দুর্দান্ত কৌশল ছিল ৷ তবে, সেই তর্কের উর্ধ্বে এটা সত্যি যে রবিচন্দ্রন অশ্বিন যে গতিতে আন্তর্জাতিক ক্রিকেটে এগিয়ে চলেছেন, তাতে খুব দ্রুত ভারতের সর্বকালের সেরা বোলার হয়ে উঠতে পারেন ৷ বর্তমানে অশ্বিন 394 উইকেট নিয়েছেন ৷

চেন্নাই, 16 ফেব্রুয়ারি : একশো টেস্ট খেলে অবসর নিলে টেস্ট ক্রিকেটে 500-র বেশি উইকেট নেবেন রবিচন্দ্রন অশ্বিন ৷ ম্যাচ প্রতি অশ্বিনের উইকেট নেওয়ার পরিসংখ্যান সেই সম্ভাবনাই ব্যক্ত করছে ৷ বর্তমানে রবিচন্দ্রন অশ্বিন যে হারে প্রতি ম্যাচে উইকেট নিচ্ছেন তা প্রাক্তন ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলে এবং প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং-র গড়ের থেকে অনেক বেশি ৷ প্রসঙ্গত, অনিল কুম্বলে 132টি টেস্ট ম্যাচ খেলেছিলেন ৷ 34 বছরের অশ্বিন যদি সমসংখ্যক টেস্ট খেলতে পারেন তবে, বর্তমান গড় বলছে তাহলে তিনি ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী হবেন ৷

ravichandran ashwins-wickets-per-test-higher-than-anil Kumble-harbhajan singh
অনিল কুম্বলে

এই মুহূর্তে টেস্টে উইকেট নেওয়ার তালিকায় ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিন 4 নম্বরে রয়েছেন ৷ তাঁর আগে রয়েছেন, অনিল কুম্বলে 619 উইকেট, কপিল দেব 434 উইকেট এবং হরভজন সিং 417 উইকেট ৷ পরিসংখ্যান বলছে অশ্বিন ম্যাচ প্রতি 5টির বেশি উইকেট নেন ৷ সেখানে অনিল কুম্বলে ম্যাচ প্রতি নিয়েছেন 4.68 উইকেট এবং হরভজন নিয়েছেন 3.95 উইকেট ৷ বর্তমানে অনিল কুম্বলে ভারতীয় বোলারদের মধ্যে উইকেট নেওয়ার তালিকায় সবার আগে রয়েছেন ৷

ravichandran ashwins-wickets-per-test-higher-than-anil Kumble-harbhajan singh
হরভজন সিং

আরও পড়ুন : 317 রানে জয়, সিরিজে সমতা ফেরাল ভারত

এমনকি স্ট্রাইক রেটের তুলনাতেও অশ্বিন কুম্বলে এবং হরভজনের থেকে অনেক এগিয়ে ৷ বর্তমানে রবিচন্দ্রন অশ্বিনের টেস্টে বোলিং স্ট্রাইক রেট 53.6 এবং গড় 25.27 ৷ অন্যদিকে, কুম্বলে 65.9 স্ট্রাইক রেট এবং 29.65 গড়ে কেরিয়ার শেষ করেন ৷ সেখানে হরভজন সিং 68.5 স্ট্রাইক রেট এবং 32.46 গড়ে টেস্ট কেরিয়ার শেষ করেছেন ৷ তবে, এক্ষেত্রে বর্তমানে ব্যাটসম্যানদের গুণমান নিয়ে প্রশ্ন উঠতে পারে ৷ অনিল কুম্বলে, হরভজন সিং-রা যে সময়ে ক্রিকেট খেলেছিলেন, সে সময় পাকিস্তান, শ্রীলঙ্কার মত এশিয়ার দেশে ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মত দলের ব্যাটম্যানদের স্পিন খেলার দুর্দান্ত কৌশল ছিল ৷ তবে, সেই তর্কের উর্ধ্বে এটা সত্যি যে রবিচন্দ্রন অশ্বিন যে গতিতে আন্তর্জাতিক ক্রিকেটে এগিয়ে চলেছেন, তাতে খুব দ্রুত ভারতের সর্বকালের সেরা বোলার হয়ে উঠতে পারেন ৷ বর্তমানে অশ্বিন 394 উইকেট নিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.