ETV Bharat / sports

100তম টেস্ট, ইশান্তকে সংবর্ধনা রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর - সংবর্ধনা দিলেন রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী

গোলাপি বলে দিন রাতের টেস্ট শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট টিমের সদস্যরাও তাঁকে গার্ড অফ অনার দেন ৷ ইংল্যান্ডের ভারত সফরের তৃতীয় টেস্ট ম্যাচ শুরুর আগে নবনির্মিত মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

ইশান্তকে সংবর্ধনা
ইশান্তকে সংবর্ধনা
author img

By

Published : Feb 24, 2021, 7:55 PM IST

আমেদাবাদ, 24 ফেব্রুয়ারি : নিজের কেরিয়ারের 100 তম টেস্ট খেলতে মোতেরায় মাঠে নামলেন ইশান্ত শর্মা ৷ তাঁর এই কৃতিত্বের জন্য তাঁকে সংবর্ধনা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

ভারতের দশম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার নজির গড়লেন ইশান্ত ৷ একইসঙ্গে তিনি কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে শততম টেস্টে মাঠে নামলেন ৷ গোলাপি বলে দিন রাতের টেস্ট শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট টিমের সদস্যরাও তাঁকে গার্ড অফ অনার দেন ৷ ইংল্যান্ডের ভারত সফরের তৃতীয় টেস্ট ম্যাচ শুরুর আগে নবনির্মিত মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বিশ্বের সবথেকে বড় স্টেডিয়ামের উদ্বোধনে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু ৷

আরও পড়ুন : না থাকার হতাশা নিয়েও ভরা মোতেরা দেখতে টুইট দাদার

সম্প্রতি টেস্টে 300 উইকেট তুলে নেওয়ার নজির গড়েছেন ইশান্ত শর্মা ৷ তিনি জাহির খানের থেকে আর মাত্র 9টি উইকেট দূরে ৷ 2007 সালে বাংলাদেশের বিরুদ্ধে ঢাকাতে তাঁর অভিষেক হয় ৷ এখনও পর্যন্ত 302টি উইকেট তুলে নিয়েছেন তিনি ৷ প্রসঙ্গত, আজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড ৷

আমেদাবাদ, 24 ফেব্রুয়ারি : নিজের কেরিয়ারের 100 তম টেস্ট খেলতে মোতেরায় মাঠে নামলেন ইশান্ত শর্মা ৷ তাঁর এই কৃতিত্বের জন্য তাঁকে সংবর্ধনা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

ভারতের দশম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার নজির গড়লেন ইশান্ত ৷ একইসঙ্গে তিনি কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে শততম টেস্টে মাঠে নামলেন ৷ গোলাপি বলে দিন রাতের টেস্ট শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট টিমের সদস্যরাও তাঁকে গার্ড অফ অনার দেন ৷ ইংল্যান্ডের ভারত সফরের তৃতীয় টেস্ট ম্যাচ শুরুর আগে নবনির্মিত মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বিশ্বের সবথেকে বড় স্টেডিয়ামের উদ্বোধনে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু ৷

আরও পড়ুন : না থাকার হতাশা নিয়েও ভরা মোতেরা দেখতে টুইট দাদার

সম্প্রতি টেস্টে 300 উইকেট তুলে নেওয়ার নজির গড়েছেন ইশান্ত শর্মা ৷ তিনি জাহির খানের থেকে আর মাত্র 9টি উইকেট দূরে ৷ 2007 সালে বাংলাদেশের বিরুদ্ধে ঢাকাতে তাঁর অভিষেক হয় ৷ এখনও পর্যন্ত 302টি উইকেট তুলে নিয়েছেন তিনি ৷ প্রসঙ্গত, আজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.