ETV Bharat / sports

আন্তর্জাতিক সূচি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা জরুরি, মত বিরাটের - ভারত অধিনায়ক

আন্তর্জাতিক ক্রিকেট সূচি তৈরির ক্ষেত্রে ক্রিকেটারদের সঙ্গে সংশ্লিষ্ট বোর্ডের সদস্যদের কথা বলা উচিত বলে মনে করেন বিরাট কোহলি ৷ করোনা পরিস্থিতিতে ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখতেই, এই প্রস্তাবের কথা বলেন ভারত অধিনায়ক ৷

players should be consulted over the cricket calender as the coronavirus pandemic has strengthened fears of burnout Virat Kohli
আন্তর্জাতিক সূচি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা জরুরি, মত বিরাটের
author img

By

Published : Mar 22, 2021, 10:28 PM IST

পুণে (মহারাষ্ট্র), 22 মার্চ : আন্তর্জাতিক ক্রিকেট সূচি ঠিক করার ক্ষেত্রে খেলোয়াড়দের সঙ্গে কথা বলা উচিত বলে মনে করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ করোনা পরিস্থিতির মধ্যে সব ক্রিকেটারদের জৈব বলয়ের মধ্যে থেকে ক্রিকেট খেলত হচ্ছে ৷ সেই কারণেই ক্রিকেটারদের মানসিকভাবে সুস্থ রাখতে এই পরামর্শ দিয়েছেন তিনি ৷ পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ়ের আগে সাংবাদিক বৈঠকে এসে একথা বলেন বিরাট ৷

ভারত অধিনায়ক তাঁর কথার যুক্তিতে এও জানান, ‘‘জৈব বলয়ের মধ্যে থেকে ক্রিকেটাররা ঠাসা সফর করে গেলে, দীর্ঘ সময় ধরে ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বজায় রাখা কঠিন হয়ে পড়বে ৷ এতে একটা জিনিসই হতে পারে ৷ যেখানে খেলোয়াড়কে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে হবে ৷ আর তা না পারলে, তাঁকে সরে গিয়ে অন্য ক্রিকেটারকে দলে জায়গা করে দিতে হবে ৷’’ যা ক্রিকেটের ভবিষ্যতের জন্য খুবই খারাপ বিজ্ঞাপন হিসেবে উঠে আসবে বলে মনে করেন বিরাট ৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি না এটা ক্রিকেটের ভবিষ্যতের জন্য স্বাস্থ্যকর ৷ যেখানে আমরা ক্রিকেট সংস্কৃতিকে ভবিষ্যতে আরও শক্তিশালী করতে চাইছি ৷’’

পাশাপাশি, এবছর টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং টি-20 বিশ্বকাপের জন্য ওয়ান’ডে ক্রিকেটের সূচিতে অনেক কাটছাট করা হয়েছে ৷ এ নিয়ে ভারত অধিনায়ক জানান, ‘‘আইসিসি টুর্নামেন্টের সফর সূচি খেলোয়াড়দের নিয়ন্ত্রণে থাকে না ৷ তবে, কোন ক্রিকেটার বছরে কতগুলি ম্যাচ খেলবেন, তা ঠিক করার অধিকার সেই ক্রিকেটারকে দেওয়া উচিত ৷ এটা শুধু শারীরিক দিক থেকে নয়, এখানে মানসিক দিকটিও সমানভাবে জড়িত ৷’’

আরও পড়ুন : ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ইনিংস শুরুর দায়িত্বে কারা, জানালেন কোহলি

বিরাট জানান, বর্তমানে প্রতিটি ক্রিকেটারকে ক্রিকেট সূচি এবং সেই সঙ্গে তাঁর ওয়ার্কলোড নিয়ে যথেষ্ট সচেতন হতে হবে ৷ তাঁর এই মন্তব্যের অন্যতম কারণ করোনা পরিস্থিতিতে জৈব বলয়ের মধ্যে লাগাতার ক্রিকেট খেলে যাওয়া ৷ যেখানে কোহলির মতে, বর্তমান পরিস্থিতিতে কোনও ক্রিকেটারই জানেন না কোথায়, কখন, কোন বাধার সামনে পড়তে হবে ৷

পুণে (মহারাষ্ট্র), 22 মার্চ : আন্তর্জাতিক ক্রিকেট সূচি ঠিক করার ক্ষেত্রে খেলোয়াড়দের সঙ্গে কথা বলা উচিত বলে মনে করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ করোনা পরিস্থিতির মধ্যে সব ক্রিকেটারদের জৈব বলয়ের মধ্যে থেকে ক্রিকেট খেলত হচ্ছে ৷ সেই কারণেই ক্রিকেটারদের মানসিকভাবে সুস্থ রাখতে এই পরামর্শ দিয়েছেন তিনি ৷ পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ়ের আগে সাংবাদিক বৈঠকে এসে একথা বলেন বিরাট ৷

ভারত অধিনায়ক তাঁর কথার যুক্তিতে এও জানান, ‘‘জৈব বলয়ের মধ্যে থেকে ক্রিকেটাররা ঠাসা সফর করে গেলে, দীর্ঘ সময় ধরে ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বজায় রাখা কঠিন হয়ে পড়বে ৷ এতে একটা জিনিসই হতে পারে ৷ যেখানে খেলোয়াড়কে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে হবে ৷ আর তা না পারলে, তাঁকে সরে গিয়ে অন্য ক্রিকেটারকে দলে জায়গা করে দিতে হবে ৷’’ যা ক্রিকেটের ভবিষ্যতের জন্য খুবই খারাপ বিজ্ঞাপন হিসেবে উঠে আসবে বলে মনে করেন বিরাট ৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি না এটা ক্রিকেটের ভবিষ্যতের জন্য স্বাস্থ্যকর ৷ যেখানে আমরা ক্রিকেট সংস্কৃতিকে ভবিষ্যতে আরও শক্তিশালী করতে চাইছি ৷’’

পাশাপাশি, এবছর টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং টি-20 বিশ্বকাপের জন্য ওয়ান’ডে ক্রিকেটের সূচিতে অনেক কাটছাট করা হয়েছে ৷ এ নিয়ে ভারত অধিনায়ক জানান, ‘‘আইসিসি টুর্নামেন্টের সফর সূচি খেলোয়াড়দের নিয়ন্ত্রণে থাকে না ৷ তবে, কোন ক্রিকেটার বছরে কতগুলি ম্যাচ খেলবেন, তা ঠিক করার অধিকার সেই ক্রিকেটারকে দেওয়া উচিত ৷ এটা শুধু শারীরিক দিক থেকে নয়, এখানে মানসিক দিকটিও সমানভাবে জড়িত ৷’’

আরও পড়ুন : ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ইনিংস শুরুর দায়িত্বে কারা, জানালেন কোহলি

বিরাট জানান, বর্তমানে প্রতিটি ক্রিকেটারকে ক্রিকেট সূচি এবং সেই সঙ্গে তাঁর ওয়ার্কলোড নিয়ে যথেষ্ট সচেতন হতে হবে ৷ তাঁর এই মন্তব্যের অন্যতম কারণ করোনা পরিস্থিতিতে জৈব বলয়ের মধ্যে লাগাতার ক্রিকেট খেলে যাওয়া ৷ যেখানে কোহলির মতে, বর্তমান পরিস্থিতিতে কোনও ক্রিকেটারই জানেন না কোথায়, কখন, কোন বাধার সামনে পড়তে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.