ETV Bharat / sports

Mithali Raj : সচিন ও গাভাসকরের সঙ্গে মিতালীর তুলনা চলে : শান্থা রাঙ্গাস্বামী - Mithali Raj's records

মহিলাদের ওয়ান-ডে ক্রিকেটে সর্বোচ্চ রানশিকারী তো ছিলেনই মিতালী ৷ শনিবার দলকে জেতানোর পাশাপাশি আরও একটি রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক ৷ মহিলা ক্রিকেটের সমস্ত ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক রানের বিচারে সবার উপরে চলে এলেন মিতালী ৷ ভাঙলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক চার্ললোত্তে এডুয়ার্ডের 10 হাজার 273 রানের রেকর্ড ৷

Mithali Raj's records
Mithali Raj's records
author img

By

Published : Jul 4, 2021, 7:23 PM IST

নয়াদিল্লি, 4 জুলাই : মহিলা ক্রিকেটের সচিন তেন্ডুলকর মিতালী রাজ ৷ এভাবেই ভারতেতর মহিলা দলের বর্তমান অধিনায়কের স্তুতি করলেন আরেক প্রাক্তন অধিনায়ক শান্থা রাঙ্গাস্বামী ৷ তিনি বলেন, মহিলা ক্রিকেটে মিতালীর সর্বোচ্চ রান করার রেকর্ডই একথা বলে ৷

মহিলাদের ওয়ান-ডে ক্রিকেটে সর্বোচ্চ রানশিকারী তো ছিলেনই মিতালী ৷ শনিবার দলকে জেতানোর পাশাপাশি আরও একটি রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক ৷ মহিলা ক্রিকেটের সমস্ত ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক রানের বিচারে সবার উপরে চলে এলেন মিতালী ৷ ভাঙলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক চার্ললোত্তে এডুয়ার্ডের 10 হাজার 273 রানের রেকর্ড ৷ বর্তমানে মিতালী ও এডুয়ার্ড মাত্র এই দু’জন মহিলা ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে 10 হাজারের বেশি রান আছে ৷ 50 ওভারের ক্রিকেটে ভারত অধিনায়কের গড়ও ঈর্ষণীয় ৷ ওয়ান-ডে ফরম্যাটে তাঁর ব্যাটিং গড় 51.80 ৷

বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সদস্য ও দলের প্রাক্তন অধিনায়ক শান্থা বলেন, ‘‘ মিতালীর রেকর্ড ওর হয়ে কথা বলছে ৷ ও যা অর্জন করেছে, তাতে সুনীল গাভাসকর ও সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করা যেতে পারে ৷ এটা বলা নিরাপদ যে এখন অনেকদিন সবার উপরে থাকবে মিতালী ৷ আমি সম্প্রতি তাঁর রেকর্ড ভাঙার লোক দেখতে পাচ্ছি না ৷’’

পরপর চারটি ওয়ান-ডে ম্যাচে অর্ধশতরান করলেন মিতালী ৷ তৃতীয় ম্যাচে দলকে জেতালেন ৷ তবে তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠছে ৷ যদিও পুরো ভারতীয় দলেরই স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক প্রাক্তন ক্রিকেটাররা ৷

মিতালীর রেকর্ড
মিতালীর রেকর্ড

আরও পড়ুন : Dutee Chand : রিও অলিম্পিকসে পারিনি, টোকিয়োতে করে দেখাব ; আত্মবিশ্বাসী দ্যুতি

প্রশ্ন উঠছে দলের সহ-অধিনায়ক হরমনপ্রীত কাউরের ব্যাটিং নিয়েও ৷ 2017 সালের বিশ্বকাপের পর সেভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি হরমনপ্রীত ৷ তাঁকে নিয়ে শান্থার প্রতিক্রিয়া, ‘‘ নিজের ক্ষমতা বুঝতে হবে হরমনপ্রীতকে ৷ এবং শট নির্বাচনের দিকেও নজর রাখতে হবে ৷ ও ভাল ব্যাটসম্যান, 20-25 ওভার পিচে টিকে থাকতে পারলে শতরান করতে পারেন ৷ তবে অনেকদিন ধরে ওর খারাপ সময় যাচ্ছে ৷’’

নয়াদিল্লি, 4 জুলাই : মহিলা ক্রিকেটের সচিন তেন্ডুলকর মিতালী রাজ ৷ এভাবেই ভারতেতর মহিলা দলের বর্তমান অধিনায়কের স্তুতি করলেন আরেক প্রাক্তন অধিনায়ক শান্থা রাঙ্গাস্বামী ৷ তিনি বলেন, মহিলা ক্রিকেটে মিতালীর সর্বোচ্চ রান করার রেকর্ডই একথা বলে ৷

মহিলাদের ওয়ান-ডে ক্রিকেটে সর্বোচ্চ রানশিকারী তো ছিলেনই মিতালী ৷ শনিবার দলকে জেতানোর পাশাপাশি আরও একটি রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক ৷ মহিলা ক্রিকেটের সমস্ত ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক রানের বিচারে সবার উপরে চলে এলেন মিতালী ৷ ভাঙলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক চার্ললোত্তে এডুয়ার্ডের 10 হাজার 273 রানের রেকর্ড ৷ বর্তমানে মিতালী ও এডুয়ার্ড মাত্র এই দু’জন মহিলা ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে 10 হাজারের বেশি রান আছে ৷ 50 ওভারের ক্রিকেটে ভারত অধিনায়কের গড়ও ঈর্ষণীয় ৷ ওয়ান-ডে ফরম্যাটে তাঁর ব্যাটিং গড় 51.80 ৷

বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সদস্য ও দলের প্রাক্তন অধিনায়ক শান্থা বলেন, ‘‘ মিতালীর রেকর্ড ওর হয়ে কথা বলছে ৷ ও যা অর্জন করেছে, তাতে সুনীল গাভাসকর ও সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করা যেতে পারে ৷ এটা বলা নিরাপদ যে এখন অনেকদিন সবার উপরে থাকবে মিতালী ৷ আমি সম্প্রতি তাঁর রেকর্ড ভাঙার লোক দেখতে পাচ্ছি না ৷’’

পরপর চারটি ওয়ান-ডে ম্যাচে অর্ধশতরান করলেন মিতালী ৷ তৃতীয় ম্যাচে দলকে জেতালেন ৷ তবে তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠছে ৷ যদিও পুরো ভারতীয় দলেরই স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক প্রাক্তন ক্রিকেটাররা ৷

মিতালীর রেকর্ড
মিতালীর রেকর্ড

আরও পড়ুন : Dutee Chand : রিও অলিম্পিকসে পারিনি, টোকিয়োতে করে দেখাব ; আত্মবিশ্বাসী দ্যুতি

প্রশ্ন উঠছে দলের সহ-অধিনায়ক হরমনপ্রীত কাউরের ব্যাটিং নিয়েও ৷ 2017 সালের বিশ্বকাপের পর সেভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি হরমনপ্রীত ৷ তাঁকে নিয়ে শান্থার প্রতিক্রিয়া, ‘‘ নিজের ক্ষমতা বুঝতে হবে হরমনপ্রীতকে ৷ এবং শট নির্বাচনের দিকেও নজর রাখতে হবে ৷ ও ভাল ব্যাটসম্যান, 20-25 ওভার পিচে টিকে থাকতে পারলে শতরান করতে পারেন ৷ তবে অনেকদিন ধরে ওর খারাপ সময় যাচ্ছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.