ETV Bharat / sports

কুলদীপের পরিবর্তে বুমরাকে গোলাপি বল টেস্টে দেখতে চান গাভাসকর - Former indian cricketer Sunil Gavaskar

প্রসঙ্গত 2 বছরের বেশি সময় পর ফের টেস্ট ম্যাচ খেলতে নামেন কুলদীপ ৷ চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে জায়গা পান চায়নাম্যান স্পিনার কুলদীপ ৷

গাভাসকর
গাভাসকর
author img

By

Published : Feb 17, 2021, 3:08 PM IST

দিল্লি, 17 ফেব্রুয়ারি : চায়নাম্যান বোলার কুলদীপ যাদব আমেদাবাদের প্রথম গোলাপি বলের টেস্টে জায়গা নাও পেতে পারেন ৷ এমনই মত ভারতের প্রাক্তন ওপেনার ও অধিনায়ক সুনীল গাভাসকরের ৷ কুলদীপের পরিবর্তে মোতেরা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেন জসপ্রীত বুমরা ৷ আগামী 24 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম গোলাপি বলের দিন রাতের টেস্ট ৷

তাঁর যুক্তি বোঝাতে সুনীল গাভাসকর বলেন, ভারত সম্ভবত তিন পেসারে নামতে পারে ৷ সেক্ষেত্রে সিরাজ ও ইশান্তের সঙ্গে খেলতে পারেন বুমরা ৷ তাই ডাগআউটে বসতে হবে কুলদীপকে ৷ এবং এটাই ভারতীয় দলে একমাত্র পরিবর্তন হতে পারে বলে মনে করেন গাভাসকর ৷

তবে সুনীল গাভাসকর মনে করেন হার্দিক পাণ্ডিয়াও দলে জায়গা পেতে পারেন ৷ তবে সেক্ষেত্রে তাঁর ফিটনেস একটি বড় ইশু হতে পারে ৷ একটি স্পোর্টস চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় গাভাসকর বলেন, ‘‘আমি নিশ্চিত নই, পাণ্ডিয়া বল করার মতো ফিট আছে কিনা ৷ যদি তিনি ফিট থাকেন তাহলে, তিনি দলে জায়গা করে নিতে পারেন ৷ তবে আমার মতে ভারতকে তিন সিমার ও দুই স্পিনারে খেলা উচিত ৷

তিনি আরও বলেন, ‘‘ আমি নিশ্চিত বুমরা প্রথম একাদশে ফিরবেন ৷ বুমরা, সিরাজ ও ইশান্তকে দিয়ে আমি গোলাপি বলের ম্যাচ শুরু করতে চাইব ৷ সন্ধ্যার দিকে বলের মুভমেন্ট দেখা যাবে ৷ এবং ফ্ল্যাড লাইটে সিমাররা বেশি ফলপ্রসূ হবে ৷’’

আরও পড়ুন : লাল বলকে বিদায় ফাফের

প্রসঙ্গত 2 বছরের বেশি সময় পর ফের টেস্ট ম্যাচ খেলতে নামেন কুলদীপ ৷ চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে জায়গা পান চায়নাম্যান স্পিনার কুলদীপ ৷

দিল্লি, 17 ফেব্রুয়ারি : চায়নাম্যান বোলার কুলদীপ যাদব আমেদাবাদের প্রথম গোলাপি বলের টেস্টে জায়গা নাও পেতে পারেন ৷ এমনই মত ভারতের প্রাক্তন ওপেনার ও অধিনায়ক সুনীল গাভাসকরের ৷ কুলদীপের পরিবর্তে মোতেরা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেন জসপ্রীত বুমরা ৷ আগামী 24 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম গোলাপি বলের দিন রাতের টেস্ট ৷

তাঁর যুক্তি বোঝাতে সুনীল গাভাসকর বলেন, ভারত সম্ভবত তিন পেসারে নামতে পারে ৷ সেক্ষেত্রে সিরাজ ও ইশান্তের সঙ্গে খেলতে পারেন বুমরা ৷ তাই ডাগআউটে বসতে হবে কুলদীপকে ৷ এবং এটাই ভারতীয় দলে একমাত্র পরিবর্তন হতে পারে বলে মনে করেন গাভাসকর ৷

তবে সুনীল গাভাসকর মনে করেন হার্দিক পাণ্ডিয়াও দলে জায়গা পেতে পারেন ৷ তবে সেক্ষেত্রে তাঁর ফিটনেস একটি বড় ইশু হতে পারে ৷ একটি স্পোর্টস চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় গাভাসকর বলেন, ‘‘আমি নিশ্চিত নই, পাণ্ডিয়া বল করার মতো ফিট আছে কিনা ৷ যদি তিনি ফিট থাকেন তাহলে, তিনি দলে জায়গা করে নিতে পারেন ৷ তবে আমার মতে ভারতকে তিন সিমার ও দুই স্পিনারে খেলা উচিত ৷

তিনি আরও বলেন, ‘‘ আমি নিশ্চিত বুমরা প্রথম একাদশে ফিরবেন ৷ বুমরা, সিরাজ ও ইশান্তকে দিয়ে আমি গোলাপি বলের ম্যাচ শুরু করতে চাইব ৷ সন্ধ্যার দিকে বলের মুভমেন্ট দেখা যাবে ৷ এবং ফ্ল্যাড লাইটে সিমাররা বেশি ফলপ্রসূ হবে ৷’’

আরও পড়ুন : লাল বলকে বিদায় ফাফের

প্রসঙ্গত 2 বছরের বেশি সময় পর ফের টেস্ট ম্যাচ খেলতে নামেন কুলদীপ ৷ চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে জায়গা পান চায়নাম্যান স্পিনার কুলদীপ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.