ETV Bharat / sports

কাঁধে হতে পারে অস্ত্রোপচার, আইপিএল-এ অনিশ্চিত শ্রেয়স

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান’ডে-তে কাঁধে চোট পেয়ে পুরো সিরিজ় থেকেই ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার ৷ তাঁর বাঁ কাঁধে অস্ত্রোপচার হতে পারে ৷ আর এমনটা হলে, আইপিএল থেকেও ছিটকে যাবেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ৷

injured-shreyas-iyer-likely-to-miss-ipl-2021
কাঁধে হতে পারে অস্ত্রোপচার, আইপিএল থেকেও ছিটকে যাওয়ার সম্ভাবনা শ্রেয়সের
author img

By

Published : Mar 24, 2021, 9:39 PM IST

পুণে, 24 মার্চ : ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজ়ের বাকি ম্যাচ থেকে ছিটকে গেলেন ভারতীয় মিডিল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার ৷ মঙ্গলবার প্রথম ওয়ান’ডে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাঁ কাঁধে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় তাঁকে ৷ বিসিসিআই-র তরফে জানানো হয়েছে, শ্রেয়সের বাঁ কাঁধে অস্ত্রোপচার করাতে হতে পারে ৷ ফলে এই সিরিজ় তো বটেই, এমনকি 9 এপ্রিল থেকে শুরু হতে চলা আইপিএল থেকেও ছিটকে যেতে পারেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ৷

বিসিসিআই-র একটি সূত্রের তরফে জানানো হয়েছে, গতকাল মাঠেই শ্রেয়স যন্ত্রণায় ছটফট করছিলেন ৷ এর পর তাঁর কাঁধের স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয় ৷ সেই স্ক্যান রিপোর্ট দেখে চিকিৎসকরা জানিয়েছেন, সম্ভবত অস্ত্রোপচার করতে হতে পারে ৷ তবে, এনিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ আরও কিছুদিন অপেক্ষা করে দেখা হতে পারে বলেই জানা যাচ্ছে ৷ তবে, অস্ত্রোপচারের সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে ৷ এ নিয়ে বিসিসিআই-র ওই সূত্র জানিয়েছে, ‘‘সাধারণভাবে দেখে অস্ত্রোপচার করাতে হবে বলেই ধরে নেওয়া হচ্ছে ৷ তবে, তার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে ৷ তারপর যদি অস্ত্রোপচার করতেই হয়, তবে, শ্রেয়স আইপিএল থেকেও ছিটকে যাবেন ৷’’

  • UPDATE - Shreyas Iyer subluxated his left shoulder in the 8th over while fielding. He has been taken for further scans and won't take any further part in the game.

    Rohit Sharma was hit on the right elbow while batting and felt some pain later. He won't take the field.#INDvENG pic.twitter.com/s8KINKvCl4

    — BCCI (@BCCI) March 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : অভিষেকেই অর্ধ শতরান, দাদা ক্রুণালের সাফল্যে চোখে জল ভাই হার্দিকের

প্রসঙ্গত, রোহিত শর্মাও গতকাল ব্যাট করতে গিয়ে চোট পান ৷ তাঁর ডান হাতের কনুইয়ে বল এসে লাগে ৷ তবে, তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যাননি ৷ আউট হওয়ার আগে পর্যন্ত ব্যাট করেছেন ৷ তবে, ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় তিনি ফিল্ডিংও করেননি ৷ এ নিয়ে বিসিসিআই-র তরফে বলা হয়েছিল, রোহিত তাঁর হাতে ব্যথা অনুভব করছিলেন ৷

পুণে, 24 মার্চ : ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজ়ের বাকি ম্যাচ থেকে ছিটকে গেলেন ভারতীয় মিডিল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার ৷ মঙ্গলবার প্রথম ওয়ান’ডে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাঁ কাঁধে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় তাঁকে ৷ বিসিসিআই-র তরফে জানানো হয়েছে, শ্রেয়সের বাঁ কাঁধে অস্ত্রোপচার করাতে হতে পারে ৷ ফলে এই সিরিজ় তো বটেই, এমনকি 9 এপ্রিল থেকে শুরু হতে চলা আইপিএল থেকেও ছিটকে যেতে পারেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ৷

বিসিসিআই-র একটি সূত্রের তরফে জানানো হয়েছে, গতকাল মাঠেই শ্রেয়স যন্ত্রণায় ছটফট করছিলেন ৷ এর পর তাঁর কাঁধের স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয় ৷ সেই স্ক্যান রিপোর্ট দেখে চিকিৎসকরা জানিয়েছেন, সম্ভবত অস্ত্রোপচার করতে হতে পারে ৷ তবে, এনিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ আরও কিছুদিন অপেক্ষা করে দেখা হতে পারে বলেই জানা যাচ্ছে ৷ তবে, অস্ত্রোপচারের সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে ৷ এ নিয়ে বিসিসিআই-র ওই সূত্র জানিয়েছে, ‘‘সাধারণভাবে দেখে অস্ত্রোপচার করাতে হবে বলেই ধরে নেওয়া হচ্ছে ৷ তবে, তার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে ৷ তারপর যদি অস্ত্রোপচার করতেই হয়, তবে, শ্রেয়স আইপিএল থেকেও ছিটকে যাবেন ৷’’

  • UPDATE - Shreyas Iyer subluxated his left shoulder in the 8th over while fielding. He has been taken for further scans and won't take any further part in the game.

    Rohit Sharma was hit on the right elbow while batting and felt some pain later. He won't take the field.#INDvENG pic.twitter.com/s8KINKvCl4

    — BCCI (@BCCI) March 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : অভিষেকেই অর্ধ শতরান, দাদা ক্রুণালের সাফল্যে চোখে জল ভাই হার্দিকের

প্রসঙ্গত, রোহিত শর্মাও গতকাল ব্যাট করতে গিয়ে চোট পান ৷ তাঁর ডান হাতের কনুইয়ে বল এসে লাগে ৷ তবে, তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যাননি ৷ আউট হওয়ার আগে পর্যন্ত ব্যাট করেছেন ৷ তবে, ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় তিনি ফিল্ডিংও করেননি ৷ এ নিয়ে বিসিসিআই-র তরফে বলা হয়েছিল, রোহিত তাঁর হাতে ব্যথা অনুভব করছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.