আমেদাবাদ, 15 মার্চ : একেই বোধ হয় বলে স্বপ্নের অভিষেক ৷ প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্য়াচেই 50 রান ৷ ইতিহাসে জায়গা করে নিলেন ভারতীয় ক্রিকেট দলের নতুন সদস্য ঈশান কিষাণ ৷ গত রবিবার ভারত-ইংল্য়ান্ডের মধ্যে চলা পাঁচ ম্য়াচের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র 32 বলে 56 রান করেন তিনি ৷ তথ্য বলছে, ঈশান দ্বিতীয় ভারতীয় ব্য়াটসম্য়ান, যিনি অভিষেক টি-টোয়েন্টি ম্য়াচেই এভাবে হাফ সেঞ্চুরি হাঁকালেন ৷
ঈশানের এই সাফল্যে উচ্ছ্বসিত ক্রিকেটমহল ৷ তাঁর উদ্দেশ্যে শুভেচ্ছা আর অভিনন্দনের বার্তা দিয়ে সোশাল মিডিয়া ভরিয়ে দিলেন প্রাক্তনীরাও ৷ ঈশানের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মিল খুঁজে পাচ্ছেন আর এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘ঝাড়খণ্ড থেকে এক তরুণ উইকেট কিপার-ব্য়াটসম্য়ান উঠে এসেছেন এবং তিনি তাঁর যোগ্যতার প্রমাণ দিয়েছেন ৷ এই ঘটনা আগেও ঘটেছে ৷ ঈশান কিষাণের অকুতোভয় এবং আক্রমণাত্মক ব্য়াটিং দারুণ লেগেছে ৷’’
-
A young keeper batsman from Jharkhand promoted up the batting order and proving his caliber. This has happened before.
— Virender Sehwag (@virendersehwag) March 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Loved the fearlessness and attacking batting of Ishan Kishan. pic.twitter.com/874tXa0uoz
">A young keeper batsman from Jharkhand promoted up the batting order and proving his caliber. This has happened before.
— Virender Sehwag (@virendersehwag) March 14, 2021
Loved the fearlessness and attacking batting of Ishan Kishan. pic.twitter.com/874tXa0uozA young keeper batsman from Jharkhand promoted up the batting order and proving his caliber. This has happened before.
— Virender Sehwag (@virendersehwag) March 14, 2021
Loved the fearlessness and attacking batting of Ishan Kishan. pic.twitter.com/874tXa0uoz
শেহবাগ ছাড়া ভারতীয় ক্রিকেট দলের অন্য প্রাক্তনীরাও ঈশানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন টুইটারে ৷ প্রসঙ্গত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শুরুটা মন্দ করেননি ভারতীয় বোলাররা ৷ ব্রিটিশদের 164 রানেই বেঁধে ফেলেন তাঁরা ৷ সঙ্গে ঝুলিতে আসে ছ’টি উইকেট ৷ দু’টি করে উইকেট নেন শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর ৷ একটি করে উইকেট পকেটে পোরেন যুজবেন্দ্র চহাল এবং ভুবনেশ্বর কুমারও ৷
আরও পড়ুন : সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, ছুটিতে পাঠানো হল আইসিসি’র সিইও মনু সোহনিকে
জবাবে ব্য়াট করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে ভারত ৷ শূন্য রানেই আউট হয়ে যান কেএল রাহুল ৷ মিড্ল অর্ডারে ঈশান কিষাণের সঙ্গে ব্য়াট করতে নামেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তাঁদের জুটি তোলে 94 রান ৷ যা ভারতের জন্য জয়ের ভিত গড়ে দেয় ৷ এদিন শুরু থেকেই আগ্রাসী ব্য়াটিং করেন বিরাট ৷ দিন শেষে তিনি ছিলেন অপরাজিত ৷ দলের জন্য তোলেন 73 রান ৷ ম্য়াচ শেষ করেন ছয় মেরে ৷ এদিনের ম্যাচ জিতে সমতায় (1-1) ফেরে ভারত ৷