আমেদাবাদ, 25 ফেব্রুয়ারি : নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের পর ব্যাটিং বিপর্যয় ভারতের ৷ প্রথম দিনে অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে 112 রানেই শেষ হয়ে গিয়েছিল ব্রিটিশদের ইনিংস ৷ আর দ্বিতীয় দিনে মাত্র 145 রানে শেষ ভারতের প্রথম ইনিংস ৷ একমাত্র সফল রোহিত শর্মা ৷
অস্ট্রেলিয়াতে সাড়া জাগিয়ে শুরু করলেও, দেশের মাটিতে এখনও পর্যন্ত ব্যর্থ শুভমন গিল ৷ তৃতীয় টেস্টেও ফিরলেন মাত্র 11 রানে ৷ এছাড়া রানের খাতা না খুলেই ফিরলেন পূজারা ৷ রোহিতের 66 রানের পর, দলের হয়ে সর্বোচ্চ রান অধিনায়ক বিরাট কোহলির 27 রান ৷ এছাড়া অশ্বিন করলেন 17 ও ইশান্তের সংগ্রহ 10 রান ৷ বাকি ভারতীয় ব্যাটসম্যানরা রানের খাতাই খুলতে পারলেন না ৷
প্রথম টেস্টে দ্বিশতরান করে দলকে টেনে নিয়ে গিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট ৷ কিন্তু পররে ম্যাচগুলিতে আর ব্যাটে বড় রান করতে পারেননি রুট ৷ সেই ক্ষত এবার বোলিংয়ে পুষিয়ে নিলেন ৷ বল হাতে 5টি উইকেট তুলে নিলেন ইংলিশ অধিনায়ক ৷ ভারতের লোয়ার ব্যাটিং অর্ডারের পাঁচটি উইকেট তুলে নিলেন রুট ৷ জ্যাক লিচ নিলেন 4টি উইকেট ৷