চেন্নাই, 13 ফেব্রুয়ারি : ঘরের মাঠে ফিরতেই যেন ফর্ম ফিরে আসে হিটম্যানের । শতরান করে দলের ভার কার্যত নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি । মাত্র 130 বলে শতরান পূর্ণ করেন রোহিত । টেস্ট জার্সি জাতীয় দলের 7 নম্বর শতরান আসে তাঁর ব্যাট থেকে । 15 মাস এবং 9 ইনিংসের অপেক্ষার পর ভারতের মাটিতে সপ্তম শতরান এল ।
খেলার শুরুতেই স্কোরের খাতায় একটি রানও যোগ না করেই ফিরতে হয় ভালো টাচ-এ থাকা শুভমনকে । এই তরুণ ব্যাটসম্যানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ইংরেজ পেসার ওলে স্টোন । এরপর প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে 85 রান যোগ করেন রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা । 8টি চার এবং 1টি ছয়ের সাহায্যে 47 বলে অর্ধশতরান পূ্র্ণ করেন রোহিত । এরপর জ্যাক লিচের বলে 21 রান করে প্যাভিলিয়নে ফেরেন পূজারা । কিং কোহলিও নিজের রানের খাতা খোলার আগেই মইন আলির বলে বোল্ড হন । এরপর রোহিত এবং রাহানে দলের দায়িত্ব নেন । ক্রিজে রয়েছেন রোহিত ও রাহানে ।
-
A solid 50-run partnership comes up between @ImRo45 & @ajinkyarahane88 💪💪
— BCCI (@BCCI) February 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Live - https://t.co/Hr7Zk2kjNC #INDvENG @Paytm pic.twitter.com/TvWRyPg60Y
">A solid 50-run partnership comes up between @ImRo45 & @ajinkyarahane88 💪💪
— BCCI (@BCCI) February 13, 2021
Live - https://t.co/Hr7Zk2kjNC #INDvENG @Paytm pic.twitter.com/TvWRyPg60YA solid 50-run partnership comes up between @ImRo45 & @ajinkyarahane88 💪💪
— BCCI (@BCCI) February 13, 2021
Live - https://t.co/Hr7Zk2kjNC #INDvENG @Paytm pic.twitter.com/TvWRyPg60Y
প্রসঙ্গত চেন্নাইয়ে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি । প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর, দ্বিতীয় টেস্টে কামব্যাক করতে মরিয়া ভারত । পাশাপাশি লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে আর একটিও ম্যাচ হারা চলবে না ।
আরও পড়ুন : চোট পেলেও বনের রাজা সিংহ, পাঁচ সেটের লড়াইয়ে বোঝালেন জোকোভিচ
এই অবস্থায় দলে একাধিক পরিবর্তন করে ভারত । জসপ্রীত বুমরার পরিবর্তে দলে এসেছেন মহম্মদ সিরাজ । এছাড়াও শাহবাজ নাদিম এবং ওয়াশিংটন সুন্দরেরে পরিবর্তে প্রথম একাদশে স্থান করে নিয়েছেন, অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং চায়নাম্যান কুলদীপ যাদব । দীর্ঘ দুবছরের অপেক্ষার পর জাতীয় দলে সাদা জার্সিতে প্রত্যাবর্তন ঘটল কুলদীপের ।