চেন্নাই, 13 ফেব্রুয়ারি : প্রায় একবছর পর দেশের মাটিতে ফিরেছে ক্রিকেট । দর্শকরা আবার মাঠে এসেছেন প্রিয় ক্রিকেটারদের খেলা উপভোগ করতে । দর্শকদের কখনোই আশাহত করেননি রোহিত । এবারও করলেন না । প্রথম দিনের প্রথম সেশনে 45 নম্বর জার্সি পরিহিত ওপেনিং ব্যাটসম্যানের ব্যাট থেকে এল একটি কভার ড্রাইভ । আর যাতে মুগ্ধ হয়ে গেল আপামর চিদাম্বরম স্টেডিয়ামের দর্শক । মুগ্ধ হয়ে গেলেন প্যাভিলিয়নে প্যাড-হেলমেট পরিহিত কিং কোহলিও ।
কোহলির কভার ড্রাইভের কেই না ফ্যান । দর্শক বরাবরই পা বাড়িয়ে খেলা কোহলির কভার ড্রাইভ হাঁ করে আত্মসাৎ করেন আট থেকে আশি । এবার সেই বিরাটই মুগ্ধ তাঁর পার্টনার রোহিতের কভার ড্রাইভ দেখে । সাজঘরে বসে সেই শট উপভোগ করতে দেখা গেল তাঁকে । উল্লেখ্য ম্যাচের তৃতীয় ওভারে স্টুয়ার্ট ব্রডের বল ড্রাইভ করে বাউন্ডারিতে পাঠান হিটম্যান । এই বাউন্ডারিতেই দলের স্কোর বোর্ড চালু হয় । বিসিসিআই এর পক্ষ থেকে রোহিতের শটের ছবি টুইটারে পোস্ট করা হয় । এবং পাশাপাশি দেওয়া হয় কোহলির উচ্ছ্বাসের ছবিও ।
-
Delectable drive from @ImRo45 👌
— BCCI (@BCCI) February 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Applause from #TeamIndia skipper @imVkohli 👏
Loud cheer from the Chepauk crowd 👍
Watch that moment 🎥👉 https://t.co/rilK59Ik2n@Paytm #INDvENG pic.twitter.com/7xdkGB0xkF
">Delectable drive from @ImRo45 👌
— BCCI (@BCCI) February 13, 2021
Applause from #TeamIndia skipper @imVkohli 👏
Loud cheer from the Chepauk crowd 👍
Watch that moment 🎥👉 https://t.co/rilK59Ik2n@Paytm #INDvENG pic.twitter.com/7xdkGB0xkFDelectable drive from @ImRo45 👌
— BCCI (@BCCI) February 13, 2021
Applause from #TeamIndia skipper @imVkohli 👏
Loud cheer from the Chepauk crowd 👍
Watch that moment 🎥👉 https://t.co/rilK59Ik2n@Paytm #INDvENG pic.twitter.com/7xdkGB0xkF
আরও পড়ুন : হিটম্যানের শতরানে ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের
এই শটের আগে কোনও রান না তুলেই শুভমান গিলের উইকেট হারায় ভারত । এই অবস্থা থেকে এমন শটে দলের খাতা খোলা দর্শকদের কাছে প্রাণের সঞ্চার ঘটায় । দিন গড়ালে অন্যদিকে উইকেট পড়লেও দর্শকদের নিরাশ করেননি হিটম্যান । টেস্ট ক্রিকেটে সপ্তম শতরানটি তুলে নেন তিনি । চেন্নাইয়ের মাটিতে প্রথম । কার্যত ব্যক্তিগত বড় রানের দিকেই এগোচ্ছে রোহিত । অন্যদিকে শুরুর ধাক্কা সামলে রোহিত ও রাহানের ব্যাটে ভর করে ভালো রানের দিকে এগোচ্ছে ভারত ।