ETV Bharat / sports

টেস্টে প্রথম শতরান হাতছাড়া ওয়াশিংটনের, 160 রানের লিড ভারতের - চতুর্থ টেস্ট

নন স্ট্রাইকার এন্ড থেকে সঙ্গত না পাওয়ায় টেস্ট ক্রিকেটে প্রথম শতরান অধরা রয়ে গেল ওয়াশিংটন সুন্দরের ৷ 96 রানে অপরাজিত থেকেই প্যাভিলিয়নে ফিরতে হল তাঁকে ৷ তৃতীয় দিনে 365 রানে প্রথম ইনিংস শেষ হয় ভারতের ৷ ইংল্যান্ডের প্রথম ইনিংসের থেকে 160 রানে এগিয়ে ভারত ৷

ind-vs-eng-4th-test-washington-sundar-misses-out-on-maiden-test-ton-india-365-slash-10
টেস্টে প্রথম শতরান অধরা ওয়াশিংটনের, প্রথম ইনিংসে 160 রানের লিড ভারতের
author img

By

Published : Mar 6, 2021, 12:44 PM IST

Updated : Mar 7, 2021, 12:33 PM IST

আমেদাবাদ, 6 মার্চ : লোয়ার অর্ডারে নেমে দুরন্ত 96 রানের অপরাজিত ইনিংস ভারতের বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের ৷ আর তাঁর ইনিংসের উপরে নির্ভর করে আমেদাবাদে চতুর্থ টেস্টে 365 রান তুলল ভারত ৷ তবে, শেষে দুই উইকেট দ্রুত পড়ে যাওয়ায়, মাত্র 4 রান দূরেই থেমে যেতে হল ওয়াশিংটন সুন্দরকে ৷ টেস্টে ক্রিকেটে প্রথম শতরান করা হল না তাঁর ৷ তবে, ওয়াশিংটনের ইনিংসে ভর করেই 160 রানে এগিয়ে রয়েছে ভারত ৷ যে ইনিংসে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন আরেক বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেল ৷ তিনি 43 রানে আউট হন ৷

আমেদাবাদের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন যদি ঋষভ পন্থের নামে লেখা থাকে ৷ তবে, তৃতীয় দিনের প্রথম সেশনটা ছিল তরুণ অফস্পিনার তথা বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের ৷ তাঁর 174 বলে 96 রানে অপরাজিত ইনিংসে ভর করে 365 রান করল ভারত ৷ গতকালের 294 রানে 7 উইকেটের স্কোর থেকে খেলা শুরু করেন ওয়াশিংটন এবং অক্ষর ৷ দুই বাঁ হাতি ব্যাটসম্যান মিলে তৃতীয় দিনের প্রথম সেশনে মারকাটারি শুরু করেন ৷ যেখানে প্রথমটায় কিছুটা সামলে শুরু করলেও, উইকেটে দাঁড়িয়ে যাওয়ার পর অনায়াসে রান তুলতে শুরু করেন দু’জনে ৷ এক সময় ওয়াশিংটনের টেস্ট কেরিয়ারে প্রথম সেঞ্চুরি এবং অক্ষরের অর্ধ শতরান সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছিল ৷ তবে, জ্যাক লিচের ওভারে সুন্দরের খেলা একটি শটে নন স্ট্রাইকার এন্ড থেকে রান নিতে বেরিয়ে যান অক্ষর প্যাটেল ৷ আর সেখানেই ভুল করে বসেন অক্ষর ৷ রান আউট হয়ে 43 রানে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে ৷ এর পর বেন স্টোকসের এক ওভারেই প্রথমে ইশান্ত শর্মা এবং পরে মহম্মদ সিরাজ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ৷ আর 96 রানে নন স্ট্রাইকার এন্ডে অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হয় ওয়াশিংটন সুন্দরকে ৷

আরও পড়ুন : একাই ম্যাচ ঘুরিয়ে দিল, ঋষভের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

ওয়াশিংটন এবং অক্ষরের 106 রানের পার্টনারশিপের কারণেই প্রথম ইনিংসে 160 রানের বড় লিড নিয়েছে ভারত ৷ ইংল্যান্ডের তরফে ব্যাট হাতে সর্বোচ্চ 55 রানের ইনিংসের পর, বল হাতেও 4 উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার বেন স্টোকস ৷ 3 উইকেট নিয়েছেন জিমি অ্যান্ডারসন ৷ 2 উইকেট নেন জ্যাক লিচ ৷ জ়্যাক ক্রোলি এবং জনি বেয়ারস্টোকে প্যাভিলিয়নে ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন ৷

আমেদাবাদ, 6 মার্চ : লোয়ার অর্ডারে নেমে দুরন্ত 96 রানের অপরাজিত ইনিংস ভারতের বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের ৷ আর তাঁর ইনিংসের উপরে নির্ভর করে আমেদাবাদে চতুর্থ টেস্টে 365 রান তুলল ভারত ৷ তবে, শেষে দুই উইকেট দ্রুত পড়ে যাওয়ায়, মাত্র 4 রান দূরেই থেমে যেতে হল ওয়াশিংটন সুন্দরকে ৷ টেস্টে ক্রিকেটে প্রথম শতরান করা হল না তাঁর ৷ তবে, ওয়াশিংটনের ইনিংসে ভর করেই 160 রানে এগিয়ে রয়েছে ভারত ৷ যে ইনিংসে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন আরেক বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেল ৷ তিনি 43 রানে আউট হন ৷

আমেদাবাদের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন যদি ঋষভ পন্থের নামে লেখা থাকে ৷ তবে, তৃতীয় দিনের প্রথম সেশনটা ছিল তরুণ অফস্পিনার তথা বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের ৷ তাঁর 174 বলে 96 রানে অপরাজিত ইনিংসে ভর করে 365 রান করল ভারত ৷ গতকালের 294 রানে 7 উইকেটের স্কোর থেকে খেলা শুরু করেন ওয়াশিংটন এবং অক্ষর ৷ দুই বাঁ হাতি ব্যাটসম্যান মিলে তৃতীয় দিনের প্রথম সেশনে মারকাটারি শুরু করেন ৷ যেখানে প্রথমটায় কিছুটা সামলে শুরু করলেও, উইকেটে দাঁড়িয়ে যাওয়ার পর অনায়াসে রান তুলতে শুরু করেন দু’জনে ৷ এক সময় ওয়াশিংটনের টেস্ট কেরিয়ারে প্রথম সেঞ্চুরি এবং অক্ষরের অর্ধ শতরান সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছিল ৷ তবে, জ্যাক লিচের ওভারে সুন্দরের খেলা একটি শটে নন স্ট্রাইকার এন্ড থেকে রান নিতে বেরিয়ে যান অক্ষর প্যাটেল ৷ আর সেখানেই ভুল করে বসেন অক্ষর ৷ রান আউট হয়ে 43 রানে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে ৷ এর পর বেন স্টোকসের এক ওভারেই প্রথমে ইশান্ত শর্মা এবং পরে মহম্মদ সিরাজ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ৷ আর 96 রানে নন স্ট্রাইকার এন্ডে অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হয় ওয়াশিংটন সুন্দরকে ৷

আরও পড়ুন : একাই ম্যাচ ঘুরিয়ে দিল, ঋষভের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

ওয়াশিংটন এবং অক্ষরের 106 রানের পার্টনারশিপের কারণেই প্রথম ইনিংসে 160 রানের বড় লিড নিয়েছে ভারত ৷ ইংল্যান্ডের তরফে ব্যাট হাতে সর্বোচ্চ 55 রানের ইনিংসের পর, বল হাতেও 4 উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার বেন স্টোকস ৷ 3 উইকেট নিয়েছেন জিমি অ্যান্ডারসন ৷ 2 উইকেট নেন জ্যাক লিচ ৷ জ়্যাক ক্রোলি এবং জনি বেয়ারস্টোকে প্যাভিলিয়নে ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন ৷

Last Updated : Mar 7, 2021, 12:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.