ETV Bharat / sports

জনি বেয়ারস্টো-র হয়ে ব্যাট ধরলেন প্রাক্তন ইংরেজ বোলার - Steve Harmison on jonny bairstow

হ্যারমিশন মনে করেন, ইংল্যান্ডের ওপরের ক্রমের ব্যাটিং নিয়ে তাঁদের ভাবা উচিত । বেয়ারস্টোকে ওপেন করানোর কথা ভাবা উচিত ইংল্যান্ডের এমনটাই মনে করেন তিনি ।

bairstow
bairstow
author img

By

Published : Feb 17, 2021, 3:17 PM IST

লন্ডন, 17 ফেব্রুয়ারি : তৃতীয় টেস্টে ইংল্যান্ডের হয়ে জনি বেয়ারস্টোর ওপেন করা উচিত , এমনটাই মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টিভ হ্যারমিশন । তৃতীয় টেস্ট আহমেদাবাদে দিন রাতের টেস্ট হতে চলেছে । আর এই টেস্টে ওপেন করার জন্যই বেয়ারস্টোর হয়ে ব্যাট ধরলেন হ্যারমিশন ।

প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্টে 317 রানে হার থ্রি লায়নসদের । চার ম্যাচের সিরিজ়ে দ্বিতীয় ম্যাচের পর দুই দলই 1-1 এর সমতায় । ইংল্যান্ডের দুই ওপেনার দ্বিতীয় ম্যাচে কার্যত ব্যর্থ । সেলভিক দুই ইনিংস মিলিয়ে মোট 19 রান করেছে । অপরদিকে ররি বার্নস মোট 25 রান করেছেন দুই ইনিংস মিলিয়ে ।

হ্যারমিশন মনে করেন, ইংল্যান্ডের ওপরের ক্রমের ব্যাটিং নিয়ে তাঁদের ভাবা উচিত । প্রাক্তন পেসারের মতে, দুই ওপেনারই সোজা ব্যাটে খেলছেন না, অথচ উপমহাদেশের পিচে সেটাই বেশি জরুরি । তিনিই বেয়ারস্টোর নামটি উল্লেখ করেন ।

উল্লেখ্য বেয়ারস্টোকে প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয় । ইংল্যান্ড পরিবর্ত নিয়মের ভিত্তিতে তিনি এখন দলে আছেন এবং আহমেদাবাদে অনুষ্ঠিত দিন রাতের টেস্টে খেলতেও পারেন । এই উইকেট কিপার ব্যাটসম্যান ইংল্যান্ডের শেষ শ্রীলঙ্কা সফরে তিন নম্বরে ব্যাট করেছেন ।

স্টিভ হ্যারমিশন
স্টিভ হ্যারমিশন

আরও পড়ুন : লাল বলকে বিদায় ফাফের

দ্বিতীয় টেস্টের পিচ এমনিতেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে । এবিষয়ে প্রাক্তন দ্রুত গতির বোলার বলেন, এই ধরণের স্পিন সহায়ক পিচ পাওয়ায় ভারতের স্বভাবতই খুব সুবিধা হয়েছে । তবে তিনি এও মেনে নেন, আয়োজক দেশ হিসাবে নিজেদের পছন্দের পিচ করার অধিকার তাঁদের আছে । তবে 63 টেস্টে 226 উইকেট নেওয়া এই বোলার স্বীকার করেন যে ইংল্যান্ডও তাঁদের দেশে সবুজ উইকেট তৈরি করেন । যে কোনও আয়োজক দেশই এই সুবিধাটা নিয়ে থাকেন । ভারতের টসে জেতাকে একটা বড় সাহায্য মনে করেন তিনি ।

লন্ডন, 17 ফেব্রুয়ারি : তৃতীয় টেস্টে ইংল্যান্ডের হয়ে জনি বেয়ারস্টোর ওপেন করা উচিত , এমনটাই মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টিভ হ্যারমিশন । তৃতীয় টেস্ট আহমেদাবাদে দিন রাতের টেস্ট হতে চলেছে । আর এই টেস্টে ওপেন করার জন্যই বেয়ারস্টোর হয়ে ব্যাট ধরলেন হ্যারমিশন ।

প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্টে 317 রানে হার থ্রি লায়নসদের । চার ম্যাচের সিরিজ়ে দ্বিতীয় ম্যাচের পর দুই দলই 1-1 এর সমতায় । ইংল্যান্ডের দুই ওপেনার দ্বিতীয় ম্যাচে কার্যত ব্যর্থ । সেলভিক দুই ইনিংস মিলিয়ে মোট 19 রান করেছে । অপরদিকে ররি বার্নস মোট 25 রান করেছেন দুই ইনিংস মিলিয়ে ।

হ্যারমিশন মনে করেন, ইংল্যান্ডের ওপরের ক্রমের ব্যাটিং নিয়ে তাঁদের ভাবা উচিত । প্রাক্তন পেসারের মতে, দুই ওপেনারই সোজা ব্যাটে খেলছেন না, অথচ উপমহাদেশের পিচে সেটাই বেশি জরুরি । তিনিই বেয়ারস্টোর নামটি উল্লেখ করেন ।

উল্লেখ্য বেয়ারস্টোকে প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয় । ইংল্যান্ড পরিবর্ত নিয়মের ভিত্তিতে তিনি এখন দলে আছেন এবং আহমেদাবাদে অনুষ্ঠিত দিন রাতের টেস্টে খেলতেও পারেন । এই উইকেট কিপার ব্যাটসম্যান ইংল্যান্ডের শেষ শ্রীলঙ্কা সফরে তিন নম্বরে ব্যাট করেছেন ।

স্টিভ হ্যারমিশন
স্টিভ হ্যারমিশন

আরও পড়ুন : লাল বলকে বিদায় ফাফের

দ্বিতীয় টেস্টের পিচ এমনিতেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে । এবিষয়ে প্রাক্তন দ্রুত গতির বোলার বলেন, এই ধরণের স্পিন সহায়ক পিচ পাওয়ায় ভারতের স্বভাবতই খুব সুবিধা হয়েছে । তবে তিনি এও মেনে নেন, আয়োজক দেশ হিসাবে নিজেদের পছন্দের পিচ করার অধিকার তাঁদের আছে । তবে 63 টেস্টে 226 উইকেট নেওয়া এই বোলার স্বীকার করেন যে ইংল্যান্ডও তাঁদের দেশে সবুজ উইকেট তৈরি করেন । যে কোনও আয়োজক দেশই এই সুবিধাটা নিয়ে থাকেন । ভারতের টসে জেতাকে একটা বড় সাহায্য মনে করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.