ETV Bharat / sports

অশ্বিনের ঘূর্ণিতে দিশেহারা ইংল্যান্ড, 249 রানে এগিয়ে কোহলি ব্রিগেড

author img

By

Published : Feb 14, 2021, 2:21 PM IST

Updated : Feb 14, 2021, 4:59 PM IST

অশ্বিনের ঘূর্ণির সামনে কার্যত কুপোকাত ইংরেজ বাহিনী । প্রথম ইনিংসে 134 রানে গুটিয়ে যায় ইংরেজরা। দ্বিতীয় দিনের শেষে ভারত ইংল্যান্ডের থেকে 249 রানে এগিয়ে ।

india
india

চেন্নাই, 14 ফেব্রুয়ারি : মাত্র 134 রানে গুটিয়ে গেল থ্রি লায়নসরা । স্পিনের জাদুতে যেন ফোন নম্বরে পরিণত হয়েছে ইংল্যান্ডের স্কোর বোর্ড । অশ্বিনের ঝুলিতে 5 উইকেট । অশ্বিনের ঘূর্ণির সামনে কার্যত কুপোকাত ইংরেজ বাহিনী । দ্বিতীয় দিনের শেষে ভারত ইংল্যান্ডের থেকে 249 রানে এগিয়ে ।

আজ দ্বিতীয় দিনের শুরুতে ঋষভ পন্থ এবং অক্ষর প্যাটেল ব্যাটে নামেন । 300 রানে 6 উইকেট থেকে দিন শুরু করে মাত্র 29 রান যোগ করে শেষ চার উইকেট হারায় ভারত । 329 রানে শেষ হল ভারতীয় প্রথম ইনিংস । ভারতের হয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং-এ ভরসা বলতে ছিলেন শুধুই পন্থ । 7 টি চার এবং 3 টি ছক্কায় সাজানো 77 বলে 58 রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ঋষভ । অন্যদিকে তাঁর সঙ্গে দিনের শুরুতে ব্যাট করতে নামা অক্ষরকে আউট করেন মইন আলি । 5 রান করে স্টাম্প হয়ে ফেরেন তিনি । এরপর ইশান্ত এবং কুলদীপকে 0 রানে ফেরান মইন এবং স্টোন । শেষে সিরাজকে প্যাভিলিয়নে ফিরিয়ে ভারতীয় ইনিংসের যবনিকা পতন ঘটান ওলি স্টোন । প্রথম ইনিংসে ওলি স্টোন 3 টি, মইন আলি 4 টি এবং জ্যাক লিচ 2 টি করে উইকেট পান । এছাড়াও 1 টি উইকেট পান জো রুট ।

জবাবে ব্যাটে নেমে শুরুতেই ইংল্যান্ডকে ধাক্কা দেন ইশান্ত শর্মা । ওপেনার বার্নসকে শূন্য রানের মাথায় এলবিডাব্লিউ আউট করেন ইশান্ত । এরপর অপর ওপেনার সিলবেকে ফেরান অশ্বিন । ব্যক্তিগত এবং দলের 16 রানের মাথায় কোহলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরের রাস্তা দেখেন সিলবে । অধিনায়ক জো রুটকেও শিকড় বিস্তার করতে দেননি অক্ষর । ব্যক্তিগত মাত্র 6 রানের মাথায় সুইপ খেলতে গিয়ে টপ এজ লেগে অশ্বিনের হাতে ক্যাচ দেন তিনি । ইংল্যান্ডের উইকেট ধারাবাহিক ভাবে পড়তে থাকে ।

উইকেটের আবেদনে অশ্বিন
উইকেটের আবেদনে অশ্বিন

আরও পড়ুন : তিন ফরম্যাটেই ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করে গেইলের রেকর্ড ছুঁলেন রোহিত শর্মা

দলের 39 রানের মাথায়, লরেন্সকে সাজঘরের রাস্তা দেখান অশ্বিন । অশ্বিনের বল ডিফেন্স করতে গিয়ে সিলি পয়েন্টে থাকা শুভমান গিলের তালুবন্দি হতেই 52 বলে 9 রান করা লরেন্সকে ফিরতে হয় । বেন স্টোককে বোল্ড করেন অশ্বিন । 34 বলে 18 রান করে ফিরতে হয় বাঁ হাতি এই ব্যাটসম্যানকে । বল হাতে নিয়ে, বর্তমান সিরিজের তাঁর করা প্রথম বলেই উইকেট নেন জসপ্রীত বুমরার বদলে খেলা মহম্মদ সিরাজ । ওলি পোপকে 22 রানে ফেরান সিরাজ । 30 বলে 6 রান করা মইন আলিকে আউট করেন অক্ষর । সহ-অধিনায়ক রাহানে ক্যাচ ধরেন । ইংল্যান্ডের অষ্টম, আরও একটি শিকার আসে অশ্বিনের হাত ধরে । রোহিতে হাতে ক্যাচ দিয়ে এক রান করে ফেরেন ওলি স্টোন । ইশান্ত শর্মার বল, জ্যাক লিচের ব্যাট ছুঁলে দুরন্ত ক্যাচ নেন ঋষভ । 34 বলে 5 রান করে প্যাভিলিয়নে ফেরেন লিচ । কফিনে শেষ পেরেকটি পোঁতেন অশ্বিন । ব্রডকে শূন্য রানে ফেরান তিনি । অশ্বিন নেন 5 টি উইকেট, অক্ষর এবং ইশান্ত দুটি করে এবং সিরাজ একটি উইকেট নেন ।

দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ভারত প্রথম উইকেটের পার্টনারশিপে করে 42 রান । এরপর 28 বলে 14 রান করে জ্যাক লিচের বলে আউট হন গিল । রোহিত শর্মা 62 বলে 25 রান করে এবং চেতেশ্বর পূজারা 18 বলে 7 রান করে অপরাজিত রয়েছেন । দিনের শেষে ভারত 1 উইকেট হারিয়ে 54 রান করেছে ।

চেন্নাই, 14 ফেব্রুয়ারি : মাত্র 134 রানে গুটিয়ে গেল থ্রি লায়নসরা । স্পিনের জাদুতে যেন ফোন নম্বরে পরিণত হয়েছে ইংল্যান্ডের স্কোর বোর্ড । অশ্বিনের ঝুলিতে 5 উইকেট । অশ্বিনের ঘূর্ণির সামনে কার্যত কুপোকাত ইংরেজ বাহিনী । দ্বিতীয় দিনের শেষে ভারত ইংল্যান্ডের থেকে 249 রানে এগিয়ে ।

আজ দ্বিতীয় দিনের শুরুতে ঋষভ পন্থ এবং অক্ষর প্যাটেল ব্যাটে নামেন । 300 রানে 6 উইকেট থেকে দিন শুরু করে মাত্র 29 রান যোগ করে শেষ চার উইকেট হারায় ভারত । 329 রানে শেষ হল ভারতীয় প্রথম ইনিংস । ভারতের হয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং-এ ভরসা বলতে ছিলেন শুধুই পন্থ । 7 টি চার এবং 3 টি ছক্কায় সাজানো 77 বলে 58 রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ঋষভ । অন্যদিকে তাঁর সঙ্গে দিনের শুরুতে ব্যাট করতে নামা অক্ষরকে আউট করেন মইন আলি । 5 রান করে স্টাম্প হয়ে ফেরেন তিনি । এরপর ইশান্ত এবং কুলদীপকে 0 রানে ফেরান মইন এবং স্টোন । শেষে সিরাজকে প্যাভিলিয়নে ফিরিয়ে ভারতীয় ইনিংসের যবনিকা পতন ঘটান ওলি স্টোন । প্রথম ইনিংসে ওলি স্টোন 3 টি, মইন আলি 4 টি এবং জ্যাক লিচ 2 টি করে উইকেট পান । এছাড়াও 1 টি উইকেট পান জো রুট ।

জবাবে ব্যাটে নেমে শুরুতেই ইংল্যান্ডকে ধাক্কা দেন ইশান্ত শর্মা । ওপেনার বার্নসকে শূন্য রানের মাথায় এলবিডাব্লিউ আউট করেন ইশান্ত । এরপর অপর ওপেনার সিলবেকে ফেরান অশ্বিন । ব্যক্তিগত এবং দলের 16 রানের মাথায় কোহলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরের রাস্তা দেখেন সিলবে । অধিনায়ক জো রুটকেও শিকড় বিস্তার করতে দেননি অক্ষর । ব্যক্তিগত মাত্র 6 রানের মাথায় সুইপ খেলতে গিয়ে টপ এজ লেগে অশ্বিনের হাতে ক্যাচ দেন তিনি । ইংল্যান্ডের উইকেট ধারাবাহিক ভাবে পড়তে থাকে ।

উইকেটের আবেদনে অশ্বিন
উইকেটের আবেদনে অশ্বিন

আরও পড়ুন : তিন ফরম্যাটেই ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করে গেইলের রেকর্ড ছুঁলেন রোহিত শর্মা

দলের 39 রানের মাথায়, লরেন্সকে সাজঘরের রাস্তা দেখান অশ্বিন । অশ্বিনের বল ডিফেন্স করতে গিয়ে সিলি পয়েন্টে থাকা শুভমান গিলের তালুবন্দি হতেই 52 বলে 9 রান করা লরেন্সকে ফিরতে হয় । বেন স্টোককে বোল্ড করেন অশ্বিন । 34 বলে 18 রান করে ফিরতে হয় বাঁ হাতি এই ব্যাটসম্যানকে । বল হাতে নিয়ে, বর্তমান সিরিজের তাঁর করা প্রথম বলেই উইকেট নেন জসপ্রীত বুমরার বদলে খেলা মহম্মদ সিরাজ । ওলি পোপকে 22 রানে ফেরান সিরাজ । 30 বলে 6 রান করা মইন আলিকে আউট করেন অক্ষর । সহ-অধিনায়ক রাহানে ক্যাচ ধরেন । ইংল্যান্ডের অষ্টম, আরও একটি শিকার আসে অশ্বিনের হাত ধরে । রোহিতে হাতে ক্যাচ দিয়ে এক রান করে ফেরেন ওলি স্টোন । ইশান্ত শর্মার বল, জ্যাক লিচের ব্যাট ছুঁলে দুরন্ত ক্যাচ নেন ঋষভ । 34 বলে 5 রান করে প্যাভিলিয়নে ফেরেন লিচ । কফিনে শেষ পেরেকটি পোঁতেন অশ্বিন । ব্রডকে শূন্য রানে ফেরান তিনি । অশ্বিন নেন 5 টি উইকেট, অক্ষর এবং ইশান্ত দুটি করে এবং সিরাজ একটি উইকেট নেন ।

দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ভারত প্রথম উইকেটের পার্টনারশিপে করে 42 রান । এরপর 28 বলে 14 রান করে জ্যাক লিচের বলে আউট হন গিল । রোহিত শর্মা 62 বলে 25 রান করে এবং চেতেশ্বর পূজারা 18 বলে 7 রান করে অপরাজিত রয়েছেন । দিনের শেষে ভারত 1 উইকেট হারিয়ে 54 রান করেছে ।

Last Updated : Feb 14, 2021, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.