ETV Bharat / sports

‘‘এত উৎসব করো না, সতর্ক করেছিলাম’’, হিন্দি টুইটে ভারতকে খোঁচা পিটারসনের - হিন্দিতে টুইট

ভারতীয় দলকে উদ্দেশ্য করে হিন্দিতে টুইট করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসন ৷ যেখানে অস্ট্রেলিয়া সফরের জয়ের পর ভারতীয় দলের উৎসবের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন তিনি ৷

Former England captain Kevin Pietersen took to Twitter to pass on a message to the Indian cricket team
‘‘এতো উৎসব কোরোনা না, সতর্ক করেছিলাম’’, হিন্দি টইটে ভারতকে খোঁচা পিটারসনের
author img

By

Published : Feb 10, 2021, 4:51 PM IST

ইংল্যান্ড, 10 ফেব্রুয়ারি : একেই বলে কাটা ঘায়ে নুনের ছিটে ৷ টুইটারে ভারতীয় দলকে উদ্দেশ্য করে তেমনি একটি পোস্ট করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসন ৷ তাও আবার হিন্দি উচ্চারণে ৷ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘‘মনে আছে, আমি সতর্ক করেছিলাম, যে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে এত উৎসব করো না ৷’’ চেন্নাইয়ে মাঠে ইংল্যান্ডের কাছে 227 রানে পর্যুদস্ত হওয়ার পর টুইটারে ভারতীয় দলকে এভাবে খোঁচা মারলেন কেভিন ৷

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক লেখেন, ‘‘ভারত, মনে আছে আমি প্রথমেই বলেছিলাম ৷ এত উৎসব পালন করো না যখন অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়েছিলে ৷’’ তবে, কেভিন পিটারসনের এই টুইট আরও বেশি করে বিঁধছে, তার ভাষার কারণে ৷ অক্ষরগুলি ইংরেজিতে হলেও, তাঁর উচ্চারণ সম্পূর্ণ হিন্দিতে ৷ ফলে এই টুইট শুধু যে ভারতীয় দলের জন্য তা নয় ৷ ভারতীয় ক্রিকেট অনুরাগীদেরও এই টুইটের মাধ্যমে কার্যত খোঁচা দিলেন তিনি ৷ কারণ ক্রিকেটারদের থেকেও বেশি, ভারতীয় ক্রিকেট অনুরাগীরা সোশাল মিডিয়ায় উৎসব শুরু করে দিয়েছিল ৷

  • India , yaad hai maine pehele hi chetawani di thi ke itna jasn na manaye jab aapne Australia ko unke ghar pe haraya tha 😉

    — Kevin Pietersen🦏 (@KP24) February 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত 19 জানুয়ারি কেভিন পিটারসন টুইটে লিখেছিলেন, ‘‘ভারত, এই ঐতিহাসিক জয়ের উৎসব পালন করছে, কারণ এই জয়টা বড় দলের বিরুদ্ধে এসেছে ৷ কিন্তু, আসল দল তো কয়েক সপ্তাহ পরে আসছে, যাদের তোমাদের নিজেদের ঘরের মাঠে হারাতে হবে ৷ সতর্ক থেকো, 2 সপ্তাহ বাদে অতিরিক্ত উৎসব পালন থেকে সাবধান ৷’’

  • India 🇮🇳 - yeh aitihaasik jeet ka jashn manaye kyuki yeh sabhi baadhao ke khilaap hasil hui hai

    LEKIN , ASLI TEAM 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 😉 toh kuch hafto baad a rahi hai jisse aapko harana hoga apne ghar mein .

    Satark rahe , 2 saptaah mein bahut adhik jashn manaane se saavadhaan rahen 😉

    — Kevin Pietersen🦏 (@KP24) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : হেরে দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন অধিনায়ক বিরাট

চেন্নাইয়ে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে 227 রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে ভারতকে ৷ যে ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক জো রুট 218 রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন ৷

ইংল্যান্ড, 10 ফেব্রুয়ারি : একেই বলে কাটা ঘায়ে নুনের ছিটে ৷ টুইটারে ভারতীয় দলকে উদ্দেশ্য করে তেমনি একটি পোস্ট করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসন ৷ তাও আবার হিন্দি উচ্চারণে ৷ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘‘মনে আছে, আমি সতর্ক করেছিলাম, যে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে এত উৎসব করো না ৷’’ চেন্নাইয়ে মাঠে ইংল্যান্ডের কাছে 227 রানে পর্যুদস্ত হওয়ার পর টুইটারে ভারতীয় দলকে এভাবে খোঁচা মারলেন কেভিন ৷

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক লেখেন, ‘‘ভারত, মনে আছে আমি প্রথমেই বলেছিলাম ৷ এত উৎসব পালন করো না যখন অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়েছিলে ৷’’ তবে, কেভিন পিটারসনের এই টুইট আরও বেশি করে বিঁধছে, তার ভাষার কারণে ৷ অক্ষরগুলি ইংরেজিতে হলেও, তাঁর উচ্চারণ সম্পূর্ণ হিন্দিতে ৷ ফলে এই টুইট শুধু যে ভারতীয় দলের জন্য তা নয় ৷ ভারতীয় ক্রিকেট অনুরাগীদেরও এই টুইটের মাধ্যমে কার্যত খোঁচা দিলেন তিনি ৷ কারণ ক্রিকেটারদের থেকেও বেশি, ভারতীয় ক্রিকেট অনুরাগীরা সোশাল মিডিয়ায় উৎসব শুরু করে দিয়েছিল ৷

  • India , yaad hai maine pehele hi chetawani di thi ke itna jasn na manaye jab aapne Australia ko unke ghar pe haraya tha 😉

    — Kevin Pietersen🦏 (@KP24) February 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত 19 জানুয়ারি কেভিন পিটারসন টুইটে লিখেছিলেন, ‘‘ভারত, এই ঐতিহাসিক জয়ের উৎসব পালন করছে, কারণ এই জয়টা বড় দলের বিরুদ্ধে এসেছে ৷ কিন্তু, আসল দল তো কয়েক সপ্তাহ পরে আসছে, যাদের তোমাদের নিজেদের ঘরের মাঠে হারাতে হবে ৷ সতর্ক থেকো, 2 সপ্তাহ বাদে অতিরিক্ত উৎসব পালন থেকে সাবধান ৷’’

  • India 🇮🇳 - yeh aitihaasik jeet ka jashn manaye kyuki yeh sabhi baadhao ke khilaap hasil hui hai

    LEKIN , ASLI TEAM 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 😉 toh kuch hafto baad a rahi hai jisse aapko harana hoga apne ghar mein .

    Satark rahe , 2 saptaah mein bahut adhik jashn manaane se saavadhaan rahen 😉

    — Kevin Pietersen🦏 (@KP24) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : হেরে দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন অধিনায়ক বিরাট

চেন্নাইয়ে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে 227 রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে ভারতকে ৷ যে ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক জো রুট 218 রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.