ETV Bharat / sports

একদিনের সিরিজ়ের 14 জনের দল ঘোষণা ইংল্যান্ডের - ভারত

ভারতের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ান’ডে সিরিজ়ের দল ঘোষণা করল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ৷ চোটের কারণে বাদ পড়লেন টি-20-তে অসাধারণ পারফর্মেন্স করা জ়োফরা আর্চার ৷

england-name-squad-for-odi-series-against-india-jofra-archer-returns-home
একদিনের সিরিজ়ের 14 জনের দল ঘোষণা ইংল্যান্ডের
author img

By

Published : Mar 21, 2021, 7:08 PM IST

কলকাতা, 21 মার্চ : ভারতের বিরুদ্ধে তিন ম্যাচে ওয়ান’ডে সিরিজ়ের দল ঘোষণা করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বোর্ড ৷ 14 জন খেলোয়াড়ের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ৷ আর ডাউইড মালান, ক্রিস জর্ডন এবং জ্যাক বলকে স্ট্যান্ড বাই হিসেবে ইংল্যান্ড দলের সঙ্গে রাখা হয়েছে ৷ এরা সবাই ভারতের বিরুদ্ধে টি-20 সিরিজ়ে ইংল্যান্ড দলের সঙ্গেই ছিল ৷ আগামী মঙ্গলবার 23 মার্চ থেকে পুণেতে তিন ম্যাচের একদিনের সিরিজ় শুরু হচ্ছে ৷ তবে, ডান হাতের কনুইয়ে চোট লাগার কারণে পেসার জ়োফরা আর্চার ইংল্যান্ডে ফিরে যাচ্ছে ৷

ইংল্যান্ড দলে ম্যাট পার্কিনসন, রিস টপলি, লিয়াম লিভিস্টনকে নেওয়া হয়েছে ৷ এঁরা সবাই টি-20 সিরিজ়ে স্ট্যান্ড বাই হিসেবে দলের সঙ্গেই সফর করছিলেন ৷ বাকি ইংল্যান্ড দলে আর কোনও পরিবর্তন হয়নি ৷ তবে, শেষ টি-20 ম্যাচে দুর্দান্ত অর্ধ শতরান করা ডেভিড মালানকে স্ট্যান্জ বাই হিসেবে দলে রাখায় স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটাররা ৷ তবে, এখানেও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের রোটেশন পদ্ধতিকেই হাতিয়ার করেছে নির্বাচন কমিটি ৷

আরও পড়ুন : মাত্র চার দিনের ছুটি, 2 এপ্রিল আইপিএলের বায়ো-বাবলে ঢুকবেন ভারতীয় ক্রিকেটাররা

প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ়ে 3-2 ফলাফলে হারতে হয়েছে ইংল্যান্ডকে ৷ যেখানে ভারতের হয়ে ব্যাট হাতে 3টি অর্ধ শতরানে ইনিংস খেলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ অন্যদিকে, ভারতের হয়ে ডেবিউতেই নজর কেড়েছেন সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণ ৷ মোটের উপর টি-20 সিরিজ়ে অসাধারণ পারফর্মেন্সের পর একদিনের সিরিজ়েও ভারতীয় দলের কাছে দুর্দান্ত ম্যাচ আসা করছে ক্রিকেট বিশেষজ্ঞরা ৷

একদিনের সিরিজ়ের জন্য ইংল্যান্ড দল - অইন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, জন বাটলার, স্যাম কুরান, টম কুরান, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পার্কিনস্টোন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি এবং মার্ক উড ৷

স্ট্যান্ড বাই- ডাউইড মালান, ক্রিস জর্ডন এবং জ্যাক বল

কলকাতা, 21 মার্চ : ভারতের বিরুদ্ধে তিন ম্যাচে ওয়ান’ডে সিরিজ়ের দল ঘোষণা করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বোর্ড ৷ 14 জন খেলোয়াড়ের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ৷ আর ডাউইড মালান, ক্রিস জর্ডন এবং জ্যাক বলকে স্ট্যান্ড বাই হিসেবে ইংল্যান্ড দলের সঙ্গে রাখা হয়েছে ৷ এরা সবাই ভারতের বিরুদ্ধে টি-20 সিরিজ়ে ইংল্যান্ড দলের সঙ্গেই ছিল ৷ আগামী মঙ্গলবার 23 মার্চ থেকে পুণেতে তিন ম্যাচের একদিনের সিরিজ় শুরু হচ্ছে ৷ তবে, ডান হাতের কনুইয়ে চোট লাগার কারণে পেসার জ়োফরা আর্চার ইংল্যান্ডে ফিরে যাচ্ছে ৷

ইংল্যান্ড দলে ম্যাট পার্কিনসন, রিস টপলি, লিয়াম লিভিস্টনকে নেওয়া হয়েছে ৷ এঁরা সবাই টি-20 সিরিজ়ে স্ট্যান্ড বাই হিসেবে দলের সঙ্গেই সফর করছিলেন ৷ বাকি ইংল্যান্ড দলে আর কোনও পরিবর্তন হয়নি ৷ তবে, শেষ টি-20 ম্যাচে দুর্দান্ত অর্ধ শতরান করা ডেভিড মালানকে স্ট্যান্জ বাই হিসেবে দলে রাখায় স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটাররা ৷ তবে, এখানেও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের রোটেশন পদ্ধতিকেই হাতিয়ার করেছে নির্বাচন কমিটি ৷

আরও পড়ুন : মাত্র চার দিনের ছুটি, 2 এপ্রিল আইপিএলের বায়ো-বাবলে ঢুকবেন ভারতীয় ক্রিকেটাররা

প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ়ে 3-2 ফলাফলে হারতে হয়েছে ইংল্যান্ডকে ৷ যেখানে ভারতের হয়ে ব্যাট হাতে 3টি অর্ধ শতরানে ইনিংস খেলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ অন্যদিকে, ভারতের হয়ে ডেবিউতেই নজর কেড়েছেন সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণ ৷ মোটের উপর টি-20 সিরিজ়ে অসাধারণ পারফর্মেন্সের পর একদিনের সিরিজ়েও ভারতীয় দলের কাছে দুর্দান্ত ম্যাচ আসা করছে ক্রিকেট বিশেষজ্ঞরা ৷

একদিনের সিরিজ়ের জন্য ইংল্যান্ড দল - অইন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, জন বাটলার, স্যাম কুরান, টম কুরান, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পার্কিনস্টোন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি এবং মার্ক উড ৷

স্ট্যান্ড বাই- ডাউইড মালান, ক্রিস জর্ডন এবং জ্যাক বল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.