আমেদাবাদ, 25 ফেব্রুয়ারি : ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে মোতেরা স্টেডিয়ামে গোলাপি বল টেস্টে বলে থুতু লাগিয়ে বিতর্ক সৃষ্টি করলেন বেন স্টোকস । গতকাল, বুধবার বল চকচকে করতে ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস বলে ভুল করে থুতু লাগিয়েছিলেন। এরপরেই বল স্যানিটাইজ করলেন আম্পায়ার।
করোনা ভাইরাস প্রতিরোধে সম্প্রতি আইসিসি নির্দেশ দিয়েছে বলে কোনওভাবেই থুতু লাগানো যাবে না। বল চকচকে করতে থুতুর পরিবর্তে বলে ঘাম দেওয়া যেতে পারে। এরপরেই বল আবার দেওয়া হয় খেলার জন্য।
আরও পড়ুন: ইংল্যান্ড স্টপগ্যাপ অধিনায়ক বেন স্টোকসের অনন্য কৃতিত্ব
আইসিসির তরফে আরও জানানো হয়েছে, যদি কোনও দল দুটি ইনিংসে বলে থুতু প্রয়োগ করে, তাহলে ব্যাটিং সাইডে পাঁচ রান জরিমানা করা হবে। স্টোকসের এই কাজের জন্য এখনও আইসিসির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।