ETV Bharat / sports

কোহলির ব্যাটে ঈশান আকাশে সূর্যোদয় ভারতের - সূর্যকুমার যাদব

টসে জিতে ফিল্ডিং এর সিধান্ত নেন কোহলি । ভারতীয় দলে অভিষেক হয়েছে সূর্যকুমার যাদব এবং ঈশান কিষানের ।

সূর্য-কিষানের অভিষেক
সূর্য-কিষানের অভিষেক
author img

By

Published : Mar 14, 2021, 7:42 PM IST

Updated : Mar 15, 2021, 9:01 AM IST

আমেদাবাদ, 14 মার্চ : দ্বিতীয় টি 20 তে দুরন্ত জয় ভারতের । ঈশান কিষান এবং কোহলির ব্যাটে ভর দিয়ে সাত উইকেটে জেতে ভারত ।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কোহলি । শুরুতেই বাটলারকে শূন্য রানে ফেরান ভুবনেশ্বর কুমার । এরপর মালান এবং জেশন রয়ের 64 রানের পার্টনারশিপ ভাঙেন চাহাল । মালানকে 24 রানে ফেরান চাহাল । ব্যক্তিগত 46 রান করে ওয়াশিংটনের শিকার হন রয় । বেয়ারস্টো, মরগ্যান এবং স্টোকস যথাক্রমে 20, 28 এবং 24 রানে ফেরেন । ওয়াশিংটন এবং শার্দুল দুটি করে এবং চাহাল এবং ভুবি একটি করে উইকেট নেন । জবাবে ব্যাটে নেমে দুরন্ত অর্ধশতরান করেন অভিষেক করা ইশান কিষান । 32 বলে 56 রান করেন তিনি । অধিনায়ক কোহলি 49 বলে 73 রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ।

আমেদাবাদ, 14 মার্চ : দ্বিতীয় টি 20 তে দুরন্ত জয় ভারতের । ঈশান কিষান এবং কোহলির ব্যাটে ভর দিয়ে সাত উইকেটে জেতে ভারত ।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কোহলি । শুরুতেই বাটলারকে শূন্য রানে ফেরান ভুবনেশ্বর কুমার । এরপর মালান এবং জেশন রয়ের 64 রানের পার্টনারশিপ ভাঙেন চাহাল । মালানকে 24 রানে ফেরান চাহাল । ব্যক্তিগত 46 রান করে ওয়াশিংটনের শিকার হন রয় । বেয়ারস্টো, মরগ্যান এবং স্টোকস যথাক্রমে 20, 28 এবং 24 রানে ফেরেন । ওয়াশিংটন এবং শার্দুল দুটি করে এবং চাহাল এবং ভুবি একটি করে উইকেট নেন । জবাবে ব্যাটে নেমে দুরন্ত অর্ধশতরান করেন অভিষেক করা ইশান কিষান । 32 বলে 56 রান করেন তিনি । অধিনায়ক কোহলি 49 বলে 73 রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ।

Last Updated : Mar 15, 2021, 9:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.