দুবাই, 30 অক্টোবর : বিশ্বকাপের স্বপ্নের সরণিতে রয়েছে ইংল্য়ান্ড ৷ ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়নরা টি-20 বিশ্বকাপেও দারুণ ছন্দে ৷ সুপার 12-র প্রথম দুটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে হারানোর পর শনিবার অস্ট্রেলিয়াকেও বিরুদ্ধে জয়ের হাতছানি ইয়ন মরগ্য়ানদের ৷ ইংরেজ বোলারদের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে মাত্র 125 রান তুলেছে অস্ট্রেলিয়া ৷
সুপার 12-র প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র 55 রানে শেষ করে দিয়েছিলেন মরগ্যানের বোলাররা ৷ আদিল রশিদের বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ক্যারিবিয়ান ব্যাটিং ৷ 2.2 ওভারে মাত্র 2 রান দিয়ে 4 উইকেট তুলে নিয়েছিলেন ইংল্যান্ড লেগ-স্পিনার ৷ মাত্র চার উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছিল ইংল্যান্ড ৷
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে 8 উইকেটে জয় পায় মরগ্যানবাহিনী ৷ বাংলাদেশকে 124 রানে বেঁধে রেখেছিলেন ইংরেজ বোলারা ৷ শনিবার তৃতীয় ম্যাচেও দারুণ বোলিং উপহার দিলেন মরগ্যানের বোলাররা ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে ক্যাপ্টেনের ফিল্ডিংয়ের সিদ্ধান্তকে স্বাগত জানান ইংরেজ বোলাররা ৷ তাইমাল মিসলস ছাড়া প্রত্যকেই দারুণ বোলিং করেন ৷ 4 ওভারে মাত্র 17 রান খরচ করে তিন উইকেট নেন ক্রিস জর্ডন ৷ আদিল রশিদ একটি উইকেট নিলেও 4 ওভারে খরচ করেন মাত্র 19 রান ৷ 23 রান দিয়ে 2টি উইকেট নেন ক্রিস ওয়কস ৷ 4 ওভারে মাত্র 15 রান দিয়ে একটি উইকেট নেন লিয়াম লিভিংস্টোন ৷
আরও পড়ুন : অস্ট্রেলিয়ান ক্রিকেটে জোড়া নক্ষত্র পতন
অজি ব্যাটারদের মধ্যে ক্য়াপ্টেন অ্যারন ফিঞ্চ ছাড়া কেউ বড় রান পাননি ৷ 49 বলে 44 রান করেন ফিঞ্চ ৷ দ্বিতীয় সর্বোচ্চ স্কোর অ্যাশটন আগরের ৷ 20 বলে 20 রান করেন তিনি ৷ এছাড়াও ম্যাথু ওয়েড 18 করেন ৷ তবে প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের ঝোড়ো ইনিংস না-হলে একশো রানের গণ্ডি টপকাত না অস্ট্রেলিয়া ৷ মাত্র 3 বলে 2টি ছক্কা হাঁকিয়ে 12 রান করেন কামিন্স ৷ আর 6 বলে একটি ছয় ও একটি বাউন্ডারি-সহ 13 রান করেন স্টার্ক ৷