ETV Bharat / sports

India vs England, 2nd Test : রাহানে-পূজারার দুরন্ত লড়াই, শেষ প্রহরে ঝটকা ইংল্যান্ডের - অজিঙ্কা রাহানে

দ্বিতীয় টেস্টে ভারতকে জিততে হলে এখন বোলারদের দিকে তাকিয়ে থাকতে হবে ৷ পঞ্চম দিনের পিচে ব্যাট করা সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ তবে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে তাড়াতাড়ি সাজঘরে ফেরাতে হবে ৷ কারণ, পরপর দুটি টেস্টেই সেঞ্চুরি করে দলকে টেনে নিয়ে গিয়েছেন তিনি ৷ তাঁরই উপর কার্যত নির্ভরশীল ইংল্যান্ডের ব্যাটিং ৷

england-hit-back-with-quick-strikes-after-pujara-rahane-stand
দ্বিতীয় টেস্টে ভারতকে জিততে হলে এখন বোলারদের দিকে তাকিয়ে থাকতে হবে
author img

By

Published : Aug 15, 2021, 11:06 PM IST

Updated : Aug 16, 2021, 3:49 PM IST

লন্ডন, 15 অগস্ট : এককথায় জমে উঠেছে লর্ডসে দ্বিতীয় টেস্ট ৷ অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারার দুরন্ত লড়াই ৷ ইংল্যান্ডের প্রত্যাঘাত ৷ ভারতের স্বাধীনতা দিবসে জমজমাট লর্ডসের লড়াই ৷ দিনের শেষে কিছুটা হলেও এগিয়ে জো রুটের ইংল্যান্ড ৷ তবে ভারতীয় বোলাররা শুরুতেই ঝটকা দিতে পারলে খেলা ঘুরে যেতে পারে ৷

তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড 391 রানে তাদের প্রথম ইনিংস শেষ করেছিল ৷ আজ ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় ভারত ৷ প্রথম ইনিংসে সেঞ্চুরিকারী কে এল রাহুল মাত্র 5 রান করে প্যাভেলিয়নে ফেরেন ৷ তাঁর উইকেট নেন মার্ক উড ৷ ভারত ঘুরে দাঁড়ানোর আগেই আরেক ওপেনার সাজঘরে ফেরেন ৷ মাত্র 21 রান করে উডের বলেই রোহিতকে ফিরতে হয় ৷

দুই ওপেনার আউট হওয়ার পর ক্রিজে আসেন ভারত অধিনায়ক ৷ বিরাট কোহলিকে দেখে মনে হচ্ছিল প্রতিদ্বন্দ্বী অধিনায়কের চওড়া ব্যাটের জবাব দেবেন তিনি ৷ শুরুও করলেন তেমন ভাবেই ৷ কিন্তু, তাঁর ইনিংস বেশিক্ষণ স্থায়ী হল না ৷ 31 বলে করলেন 20 রান ৷

এরপর ক্রিজে জুটি বাঁধেন পূজারা ও রাহানে ৷ 55 রানে 3 উইকেট হারিয়ে কার্যত দল তখন ধুঁকছে ৷ ক্রিজে এমন দুজন ব্যাটসম্যান, যাঁদের দলে থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ দলে টিকে থাকার লড়াই ৷ আবার দেশকে জেতানোর লড়াই ৷ ইংরেজ পেসারদের একের পর এক বিষাক্ত বল ব্যাটে এসে আছড়ে পড়ছে ৷ ভারতীয় দলের দুই সৈনিক যেন মনস্থির করে নিলেন, উইকেট দেবেন না ৷

এই সংক্রান্ত খবর : কোচের দায়িত্ব থেকে অব্যাহতি চান শাস্ত্রী ! গুঞ্জন বোর্ডের অন্দরে

206 বল খেলে 45 রান করে পূজারা যখন ফিরলেন তখন ভারতের স্কোর 155 ৷ পূজারার ধীর গতির ব্যাটিং নিয়ে যাঁরা প্রশ্ন তোলেন, তাঁদের যেন প্রমাণ করে দিলেন, টেস্টে এমন ব্যাটিং শৈলীর প্রয়োজন রয়েছে ৷ পূজারা ফেরার পরই রাহানে ও রবীন্দ্র জাডেজাও আউট হয়ে যান দ্রুত ৷ 146 বলে 61 রান করেন রাহানে ৷ জাডেজার অবদান 3 রান ৷

দিনের শেষে ভারত 6 উইকেট হারিয়ে 181 রান করেছে ৷ এগিয়ে 154 রানে ৷ হাতে এখনও চার উইকেট ৷ এখন দেখার, পঞ্চম দিনে ভারত তাদের দ্বিতীয় ইনিংস কত রানে শেষ করে ৷

লন্ডন, 15 অগস্ট : এককথায় জমে উঠেছে লর্ডসে দ্বিতীয় টেস্ট ৷ অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারার দুরন্ত লড়াই ৷ ইংল্যান্ডের প্রত্যাঘাত ৷ ভারতের স্বাধীনতা দিবসে জমজমাট লর্ডসের লড়াই ৷ দিনের শেষে কিছুটা হলেও এগিয়ে জো রুটের ইংল্যান্ড ৷ তবে ভারতীয় বোলাররা শুরুতেই ঝটকা দিতে পারলে খেলা ঘুরে যেতে পারে ৷

তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড 391 রানে তাদের প্রথম ইনিংস শেষ করেছিল ৷ আজ ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় ভারত ৷ প্রথম ইনিংসে সেঞ্চুরিকারী কে এল রাহুল মাত্র 5 রান করে প্যাভেলিয়নে ফেরেন ৷ তাঁর উইকেট নেন মার্ক উড ৷ ভারত ঘুরে দাঁড়ানোর আগেই আরেক ওপেনার সাজঘরে ফেরেন ৷ মাত্র 21 রান করে উডের বলেই রোহিতকে ফিরতে হয় ৷

দুই ওপেনার আউট হওয়ার পর ক্রিজে আসেন ভারত অধিনায়ক ৷ বিরাট কোহলিকে দেখে মনে হচ্ছিল প্রতিদ্বন্দ্বী অধিনায়কের চওড়া ব্যাটের জবাব দেবেন তিনি ৷ শুরুও করলেন তেমন ভাবেই ৷ কিন্তু, তাঁর ইনিংস বেশিক্ষণ স্থায়ী হল না ৷ 31 বলে করলেন 20 রান ৷

এরপর ক্রিজে জুটি বাঁধেন পূজারা ও রাহানে ৷ 55 রানে 3 উইকেট হারিয়ে কার্যত দল তখন ধুঁকছে ৷ ক্রিজে এমন দুজন ব্যাটসম্যান, যাঁদের দলে থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ দলে টিকে থাকার লড়াই ৷ আবার দেশকে জেতানোর লড়াই ৷ ইংরেজ পেসারদের একের পর এক বিষাক্ত বল ব্যাটে এসে আছড়ে পড়ছে ৷ ভারতীয় দলের দুই সৈনিক যেন মনস্থির করে নিলেন, উইকেট দেবেন না ৷

এই সংক্রান্ত খবর : কোচের দায়িত্ব থেকে অব্যাহতি চান শাস্ত্রী ! গুঞ্জন বোর্ডের অন্দরে

206 বল খেলে 45 রান করে পূজারা যখন ফিরলেন তখন ভারতের স্কোর 155 ৷ পূজারার ধীর গতির ব্যাটিং নিয়ে যাঁরা প্রশ্ন তোলেন, তাঁদের যেন প্রমাণ করে দিলেন, টেস্টে এমন ব্যাটিং শৈলীর প্রয়োজন রয়েছে ৷ পূজারা ফেরার পরই রাহানে ও রবীন্দ্র জাডেজাও আউট হয়ে যান দ্রুত ৷ 146 বলে 61 রান করেন রাহানে ৷ জাডেজার অবদান 3 রান ৷

দিনের শেষে ভারত 6 উইকেট হারিয়ে 181 রান করেছে ৷ এগিয়ে 154 রানে ৷ হাতে এখনও চার উইকেট ৷ এখন দেখার, পঞ্চম দিনে ভারত তাদের দ্বিতীয় ইনিংস কত রানে শেষ করে ৷

Last Updated : Aug 16, 2021, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.