ETV Bharat / sports

The Ashes 2023: মানবিক উদ্যোগে অ্যাসেজের শেষ টেস্টে জার্সি বিভ্রাট ইংল্যান্ড ক্রিকেটারদের - আলজেইমার সোসাইটি

England Cricketers Swap Jerseys: আলজেইমার রোগে আক্রান্তদের সমর্থনে জার্সিবদল করলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা ৷ একে অপরের জার্সি গায়ে মাঠে নামলেন তাঁরা ৷ প্রতীকী বিভ্রান্তি হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷

The Ashes 2023 ETV BHARAT
The Ashes 2023
author img

By

Published : Jul 29, 2023, 8:36 PM IST

Updated : Jul 29, 2023, 11:00 PM IST

লন্ডন, 29 জুলাই: আবারও জার্সি বিভ্রাট ৷ এবার অ্যাসেজের পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ৷ তবে, এই বিভ্রাট ইচ্ছাকৃত ৷ আলজেইমার আক্রান্তদের সমর্থনে এই ছোট্ট একটি পদক্ষেপ নিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা ৷ তাঁরা একে অপরের নামের জার্সি পরে এ দিন মাঠে নামলেন ৷ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের আলজেইমার সোসাইটির সমর্থনে বেন স্টোকস এবং জো রুটরা একে অপরের নাম ও নম্বর লেখা জার্সি পরে খেলতে নেমেছেন ৷ প্রতীকী বিভ্রান্তি হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ যার ভুক্তভোগী হন আলজেইমার রোগে আক্রান্তরা ৷ এমন একটি রোগ যা, স্মৃতি শক্তি নষ্ট করে দেয় ৷

সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে এবং তাঁদের সমর্থনে এ দিন সাময়িক বিভ্রান্ত তৈরি করলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা ৷ জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড একে অপরের জার্সি বদল করলেন ৷ অন্যদিকে, অধিনায়ক বেন স্টোকস এবং উইকেট-কিপার ব্যাটার জনি বেয়ার্স্টো নিজেদের জার্সি পালটে নিলেন ৷ তেমনি জো রুট এবং মার্ক উড একে অপরের জার্সি পরলেন ৷ আবার ক্রিস ওকস এবং মইন আলি নিজেদের ম্যাচ জার্সি বদল করেন এ দিন ৷ ম্যাচ শুরুর আগে সব ক্রিকেটার মাঠে সারি দিয়ে দাঁড়ান ৷ সেখানে সবার পিঠে সেই ভুল নাম ও নম্বরের জার্সি তুলে ধরা হয় ৷

জার্সি বদল না করলেও, এই মানবিক উদ্যোগে মাঠে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ৷ ইংল্যান্ডের সহকারী কোচ মার্কস ট্রেসকোটিচ এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে জানান, এটি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং আলজেইমার সোসাইটির যৌথ উদ্যোগে করা হয়েছে ৷ তিনি বলেন, ‘‘আমরা এখানে উপস্থিত হয়েছি আলজেইমার সোসাইটির সমর্থনে ৷ আর এটা আমাদের হৃদয়ের খুব কাছের বিষয় ৷ এটা ভয়াবহ একটা রোগ ৷ আমরা এখানে একত্রিত হয়েছি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে ৷ মানুষকে এ নিয়ে আরও শিক্ষিত করার লক্ষ্যে আমরা একত্রিত হয়েছি ৷’’

আরও পড়ুন: সঞ্জুর জার্সি পরে খেললেন সূর্যকুমার, কিন্তু কেন ?

তিনি জানান, আলজেইমার আক্রান্তদের চিকিৎসায় অর্থ সংগ্রহও একটা বড় কারণ ৷ পাশাপাশি, যত মানুষ এটা নিয়ে সচেতন হবে এবং যত বেশি অর্থ সংগ্রহ হবে ৷ তত এই রোগ নিরাময়ের জন্য উন্নতমানের গবেষণা করা সম্ভব হবে ৷

লন্ডন, 29 জুলাই: আবারও জার্সি বিভ্রাট ৷ এবার অ্যাসেজের পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ৷ তবে, এই বিভ্রাট ইচ্ছাকৃত ৷ আলজেইমার আক্রান্তদের সমর্থনে এই ছোট্ট একটি পদক্ষেপ নিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা ৷ তাঁরা একে অপরের নামের জার্সি পরে এ দিন মাঠে নামলেন ৷ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের আলজেইমার সোসাইটির সমর্থনে বেন স্টোকস এবং জো রুটরা একে অপরের নাম ও নম্বর লেখা জার্সি পরে খেলতে নেমেছেন ৷ প্রতীকী বিভ্রান্তি হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ যার ভুক্তভোগী হন আলজেইমার রোগে আক্রান্তরা ৷ এমন একটি রোগ যা, স্মৃতি শক্তি নষ্ট করে দেয় ৷

সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে এবং তাঁদের সমর্থনে এ দিন সাময়িক বিভ্রান্ত তৈরি করলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা ৷ জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড একে অপরের জার্সি বদল করলেন ৷ অন্যদিকে, অধিনায়ক বেন স্টোকস এবং উইকেট-কিপার ব্যাটার জনি বেয়ার্স্টো নিজেদের জার্সি পালটে নিলেন ৷ তেমনি জো রুট এবং মার্ক উড একে অপরের জার্সি পরলেন ৷ আবার ক্রিস ওকস এবং মইন আলি নিজেদের ম্যাচ জার্সি বদল করেন এ দিন ৷ ম্যাচ শুরুর আগে সব ক্রিকেটার মাঠে সারি দিয়ে দাঁড়ান ৷ সেখানে সবার পিঠে সেই ভুল নাম ও নম্বরের জার্সি তুলে ধরা হয় ৷

জার্সি বদল না করলেও, এই মানবিক উদ্যোগে মাঠে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ৷ ইংল্যান্ডের সহকারী কোচ মার্কস ট্রেসকোটিচ এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে জানান, এটি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং আলজেইমার সোসাইটির যৌথ উদ্যোগে করা হয়েছে ৷ তিনি বলেন, ‘‘আমরা এখানে উপস্থিত হয়েছি আলজেইমার সোসাইটির সমর্থনে ৷ আর এটা আমাদের হৃদয়ের খুব কাছের বিষয় ৷ এটা ভয়াবহ একটা রোগ ৷ আমরা এখানে একত্রিত হয়েছি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে ৷ মানুষকে এ নিয়ে আরও শিক্ষিত করার লক্ষ্যে আমরা একত্রিত হয়েছি ৷’’

আরও পড়ুন: সঞ্জুর জার্সি পরে খেললেন সূর্যকুমার, কিন্তু কেন ?

তিনি জানান, আলজেইমার আক্রান্তদের চিকিৎসায় অর্থ সংগ্রহও একটা বড় কারণ ৷ পাশাপাশি, যত মানুষ এটা নিয়ে সচেতন হবে এবং যত বেশি অর্থ সংগ্রহ হবে ৷ তত এই রোগ নিরাময়ের জন্য উন্নতমানের গবেষণা করা সম্ভব হবে ৷

Last Updated : Jul 29, 2023, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.