ETV Bharat / sports

IND vs ENG 5th Test: রুট-বেয়ারস্টোর ব্যাটে এজবাস্টনে ঐতিহাসিক জয় ইংল্যান্ডের, সিরিজ জিততে ব্যর্থ ভারত - IND vs ENG 5th Test

প্রথম ইনিংসে যে ভারতীয় বোলারদের আগ্রাসন দেখা গিয়েছিল এজবাস্টনে, সেই ভারতীয় বোলারদের চতুর্থ ইনিংসে নখ-দাঁতহীন করে রাখলেন দুই ইংরেজ ব্যাটার জো রুট এবং জনি বেয়ারস্টো ৷ দুই ব্যাটারের শতরানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জিতল ইংল্যান্ড (England chased down record 378 to script historic Test win at Edgbaston) ৷

IND vs ENG 5th Test
রেকর্ড রান তাড়া করে এজবাস্টনে ঐতিহাসিক জয় ইংল্যান্ডের
author img

By

Published : Jul 5, 2022, 5:07 PM IST

Updated : Jul 5, 2022, 6:20 PM IST

বার্মিংহ্যাম, 5 জুলাই: লাল বলের ক্রিকেটে একইসঙ্গে দুই ব্যাটারকে এভাবে শেষ কবে খুনে মেজাজে ব্যাট করতে দেখা গিয়েছে, মনে করতে পারছেন না অনুরাগীরা ৷ ব্র্যান্ডন ম্যাককালাম ইংল্যান্ড কোচ হয়ে আসার পর ব্যাটার হিসেবে তাঁর খুনে মেজাজটাই হয়তো সঞ্চারিত করতে পেরেছেন ইংরেজ ব্যাটারদের মধ্যে ৷ যার ফলস্বরূপ এজবাস্টনে রেকর্ড রান তাড়া করে ম্যাচ জিতল থ্রি-লায়ন্স ৷

প্রথম ইনিংসে যে ভারতীয় বোলারদের আগ্রাসন দেখা গিয়েছিল এজবাস্টনে, সেই ভারতীয় বোলারদের চতুর্থ ইনিংসে নখ-দাঁতহীন করে রাখলেন দুই ইংরেজ ব্যাটার জো রুট এবং জনি বেয়ারস্টো ৷ দুই ব্যাটারের শতরানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জিতল ইংল্যান্ড (England chased down record 378 to script historic Test win at Edgbaston) ৷ এজবাস্টনে 378 রান তাড়া করে সিরিজ ড্র করল ইংল্যান্ড ৷

এর আগে টেস্ট ক্রিকেটে সর্বাধিক 362 রান তাড়া করে জয়ের নজির ছিল ইংল্যান্ডের ৷ অন্যদিকে এ যাবৎ চতুর্থ ইনিংসে সর্বাধিক 284 রান তাড়া করে জয়ের নজির ছিল এজবাস্টনে ৷ তার উপর প্রথম ইনিংসে বুমরা-সিরাজরা যে ছন্দে ধরা দিয়েছিলেন, তাতে মনে করা হচ্ছিল প্রতিপক্ষকে খড়কুটোর মতো উড়িয়ে দেবে ভারত ৷ কিন্তু বাস্তবে হল ঠিক উলটোটা ৷ 378 রানের লক্ষ্যমাত্রা দেখে ভয় না-পেয়ে পালটা আক্রমণের পথে হাঁটলেন ইংরেজ ব্যাটাররা ৷ লিজ এবং ক্রলি, দুই ওপেনারের দুরন্ত শুরু গড়ে দিয়েছিল ম্যাচ জয়ের ভিত ৷

আরও পড়ুন : এজবাস্টনে বর্ণবৈষম্যের শিকার ভারতীয় সমর্থকরা! বরদাস্ত করা হবে না, জানিয়ে দিল ইসিবি

সেই ভিতের উপর দাঁড়িয়েই রোলার চালালেন প্রাক্তন অধিনায়ক জো রুট এবং প্রথম ইনিংসে শতরানকারী জনি বেয়ারস্টো ৷ 107/1 থেকে 109/3 হয়ে যাওয়ার পর ভারতের জয়ের যেটুকু সম্ভাবনা দেখা দিয়েছিল, রুট-বেয়ারস্টোর 150 রানের অবিভক্ত পার্টনারশিপ চতুর্থদিনের শেষেই ভারতের জয়ের আশায় জল ঢেলে দিয়েছিল ৷ পঞ্চমদিন সিরিজ ড্র করতে 100 ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল 119 রান ৷ ভারতকে কোনওরকম সুযোগ না-দিয়ে প্রথম সেশনেই 7 উইকেটে ঐতিহাসিক জয় তুলে নেয় হোম টিম ৷ সৌজন্যে তৃতীয় উইকেটে 269 রানের অবিভক্ত পার্টনারশিপ ৷ 173 বলে 142 রানে অপরাজিত থাকেন রুট, বেয়ারস্টো অপরাজিত থাকেন 114 রানে ৷

বার্মিংহ্যাম, 5 জুলাই: লাল বলের ক্রিকেটে একইসঙ্গে দুই ব্যাটারকে এভাবে শেষ কবে খুনে মেজাজে ব্যাট করতে দেখা গিয়েছে, মনে করতে পারছেন না অনুরাগীরা ৷ ব্র্যান্ডন ম্যাককালাম ইংল্যান্ড কোচ হয়ে আসার পর ব্যাটার হিসেবে তাঁর খুনে মেজাজটাই হয়তো সঞ্চারিত করতে পেরেছেন ইংরেজ ব্যাটারদের মধ্যে ৷ যার ফলস্বরূপ এজবাস্টনে রেকর্ড রান তাড়া করে ম্যাচ জিতল থ্রি-লায়ন্স ৷

প্রথম ইনিংসে যে ভারতীয় বোলারদের আগ্রাসন দেখা গিয়েছিল এজবাস্টনে, সেই ভারতীয় বোলারদের চতুর্থ ইনিংসে নখ-দাঁতহীন করে রাখলেন দুই ইংরেজ ব্যাটার জো রুট এবং জনি বেয়ারস্টো ৷ দুই ব্যাটারের শতরানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জিতল ইংল্যান্ড (England chased down record 378 to script historic Test win at Edgbaston) ৷ এজবাস্টনে 378 রান তাড়া করে সিরিজ ড্র করল ইংল্যান্ড ৷

এর আগে টেস্ট ক্রিকেটে সর্বাধিক 362 রান তাড়া করে জয়ের নজির ছিল ইংল্যান্ডের ৷ অন্যদিকে এ যাবৎ চতুর্থ ইনিংসে সর্বাধিক 284 রান তাড়া করে জয়ের নজির ছিল এজবাস্টনে ৷ তার উপর প্রথম ইনিংসে বুমরা-সিরাজরা যে ছন্দে ধরা দিয়েছিলেন, তাতে মনে করা হচ্ছিল প্রতিপক্ষকে খড়কুটোর মতো উড়িয়ে দেবে ভারত ৷ কিন্তু বাস্তবে হল ঠিক উলটোটা ৷ 378 রানের লক্ষ্যমাত্রা দেখে ভয় না-পেয়ে পালটা আক্রমণের পথে হাঁটলেন ইংরেজ ব্যাটাররা ৷ লিজ এবং ক্রলি, দুই ওপেনারের দুরন্ত শুরু গড়ে দিয়েছিল ম্যাচ জয়ের ভিত ৷

আরও পড়ুন : এজবাস্টনে বর্ণবৈষম্যের শিকার ভারতীয় সমর্থকরা! বরদাস্ত করা হবে না, জানিয়ে দিল ইসিবি

সেই ভিতের উপর দাঁড়িয়েই রোলার চালালেন প্রাক্তন অধিনায়ক জো রুট এবং প্রথম ইনিংসে শতরানকারী জনি বেয়ারস্টো ৷ 107/1 থেকে 109/3 হয়ে যাওয়ার পর ভারতের জয়ের যেটুকু সম্ভাবনা দেখা দিয়েছিল, রুট-বেয়ারস্টোর 150 রানের অবিভক্ত পার্টনারশিপ চতুর্থদিনের শেষেই ভারতের জয়ের আশায় জল ঢেলে দিয়েছিল ৷ পঞ্চমদিন সিরিজ ড্র করতে 100 ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল 119 রান ৷ ভারতকে কোনওরকম সুযোগ না-দিয়ে প্রথম সেশনেই 7 উইকেটে ঐতিহাসিক জয় তুলে নেয় হোম টিম ৷ সৌজন্যে তৃতীয় উইকেটে 269 রানের অবিভক্ত পার্টনারশিপ ৷ 173 বলে 142 রানে অপরাজিত থাকেন রুট, বেয়ারস্টো অপরাজিত থাকেন 114 রানে ৷

Last Updated : Jul 5, 2022, 6:20 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.