গেবেরহা (দক্ষিণ আফ্রিকা), 18 ফেব্রুয়ারি: কাজে এল না স্মৃতি মন্ধনার অর্ধশতরান, বিফলে গেল রিচা ঘোষের ঝোড়ো ইনিংস ৷ ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের শেষ চারের যোগ্যতা অর্জনের অপেক্ষা বাড়ল 'উইমেন ইন ব্লু'র ৷ অথচ এদিন জিতলে সেমিফাইনাল কার্যত পাকা হয়ে যেত হরমনপ্রীত ব্রিগেডের ৷ ইংল্যান্ডের 151 রান তাড়া করত নেমে 140 রানে থেমে গেল ভারতের ইনিংস ৷ ব্রিটিশরা জিতল 11 রানে (England beat India by 11 runs) ৷ অর্ধশতরান করে ম্যাচের সেরা ইংল্যান্ডের ন্যাট শিভার-ব্রান্ট ৷
চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনার স্মৃতি মন্ধনা অর্ধশতরান করলেও টপ-অর্ডারের আর কোনও ব্য়াটার তাঁকে সঙ্গ দিতে ব্যর্থ ৷ 8 রানে ফেলেন আরেক ওপেনার শেফালি বর্মা ৷ 13 রানে ফেরেন পাক ম্যাচের নায়ক জেমিমা রডরিগেজ ৷ মাত্র 4 রানে অধিনায়িকা হরমনপ্রীতকে করকে ফেরান এক্লেস্টোন ৷ প্রথমসারির ব্যাটারের ব্যর্থতা ঘুচিয়ে চতুর্থ উইকেটে মন্ধনার সঙ্গে 43 রানের জুটি বাঁধেন বাংলার রিচা ঘোষ ৷ অনূর্ধ্ব-19 বিশ্বজয়ের পর চলতি বিশ্বকাপেও এখনও পর্যন্ত ধারাবাহিক পারফর্মার রিচা ৷ 41 বলে 52 রান করে ষষ্ঠদশ ওভারে আউট হন মন্ধনা ৷ তাঁর ইনিংসে ছিল 7টি চার এবং একটি ছয় ৷
-
England triumph over India to stay top of Group 2 🙌
— ICC (@ICC) February 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
📝: https://t.co/98WOCJe4Vr#ENGvIND | #T20WorldCup | #TurnItUp pic.twitter.com/yMWmCNU5BD
">England triumph over India to stay top of Group 2 🙌
— ICC (@ICC) February 18, 2023
📝: https://t.co/98WOCJe4Vr#ENGvIND | #T20WorldCup | #TurnItUp pic.twitter.com/yMWmCNU5BDEngland triumph over India to stay top of Group 2 🙌
— ICC (@ICC) February 18, 2023
📝: https://t.co/98WOCJe4Vr#ENGvIND | #T20WorldCup | #TurnItUp pic.twitter.com/yMWmCNU5BD
আরও পড়ুন: বিরাটের আউটে বিতর্ক, কী বলছে আইসিসি'র নিয়ম ?
মন্ধনার ফিরে যাওয়ার পর রিচা অপরাজিত থেকে চেষ্টা চালিয়ে গেলেও সহযোগিতা করার মত পাশে পাননি কাউকে ৷ শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল 31 রান ৷ ক্যাথেরিন শিভার ব্রান্টের শেষ ওভারে রিচা 18 রান (মোট 19) সংগ্রহ করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না ৷ 4টি চার, 2টি ছয়ে 34 বলে 47 রানে অপরাজিত থাকলেও শেষমেশ বৈতরণী পার করতে ব্যর্থ হন রিচা ৷ 4 ওভারে মাত্র 14 রান খরচ করে একটি উইকেট নেন এক্লেস্টোন ৷ দু'টি উইকেট নেন সারাহ গ্লেন ৷