ETV Bharat / sports

Ind vs Eng 2nd ODI: চাহাল ঝড়েও সফল মইন-উইলি, বিরাট-রোহিতদের টার্গেট 247 - England all out for 246 runs

মাত্র 111 রানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও ভারতের বিরুদ্ধে ভদ্রস্থ স্কোর খাড়া করল ইংল্যান্ড ৷ শেষলগ্নে লর্ডসের বাইশ গজ শাসন করে মইন আলি-ডেভিড উইলি জুটি (England all out for 246 runs) ৷

Ind vs Eng
Ind vs Eng
author img

By

Published : Jul 14, 2022, 9:34 PM IST

Updated : Jul 14, 2022, 10:34 PM IST

লন্ডন, 14 জুলাই: প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর এদিন শুরুটা ভালোই করেছিল রয়-বেয়ারস্টো জুটি ৷ মাঝে চাহাল ঝড়ে খানিক খেই হারিয়ে ফেললেও শেষে মইন আলি-ডেভিড উইলির ব্যাটে ভর করে ভালো জায়গায় পৌঁছে গেল ইংল্যান্ড ৷ 50 ওভারে 246 রান তুলেছে 'বাটলার অ্যান্ড কোং' ৷ 10 ওভারে মাত্র 47 রান খরচ করে 4 উইকেট তুলে নিয়েছেন ভারতের রিস্ট-স্পিনার (England all out for 246 runs) ৷

প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর এদিন শুরুটা ভালোই করেছিলেন রয়-বেয়ারস্টো জুটি ৷ 23 রানে জেসন রয়কে ফেরান হার্দিক পান্ডিয়া ৷ তারপরেই পরপর বেয়ারস্টো-রুটকে ফেরান চাহাল ৷ ব্যক্তিগত 4 রানের মাথায় জস বাটলারকে ড্রেসিংরুমে ফেরান শামি ৷ ব্যক্তিগত 21 রানে ক্রিজ ছাড়েন স্টোকস ৷ মাত্র 111 রানে 5 উইকেট হারিয়ে এক সময় চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড ৷

সেখান থেকে দলের হাল ধরেন লিয়াম লিভিংস্টোন এবং মইন আলি ৷ ব্যক্তিগত 33 রানে লিভিংস্টোন ফিরলেও শেষ লগ্নে ঝড় তুললেন ডেভিড উইলি ৷ শেষ পর্যন্ত মইন আলির 64 বলে 47 এবং উইলির 49 বলে 41 রানের সুবাদে ভদ্রস্থ স্কোর খাড়া করল ইংল্যান্ড ৷

আরও পড়ুন : লর্ডসে 'বিরাট' প্রত্যাবর্তন, চাহালের ঘূর্ণিতে বেকায়দায় ইংরেজরা

অন্যদিকে, টেস্ট হোক বা টি-20 । ইংল্যান্ড সফরে এখনও পর্যন্ত কথা বলেনি বিরাট-ব্যাট । সমর্থকদের আশা ছিল, প্রথম ওয়ান-ডে থেকেই ফর্মে ফিরবেন কোহলি । কুঁচকির চোটে প্রথম ম্যাচে একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন ৷ ব্যাট করতে নেমে ইতিমধ্যেই ক্রিজ ছেড়েছেন রোহিত শর্মা, শিখর ধাওয়ান ৷ ফলে জয়ের ভিত গড়তে বিরাটের দিকেই তাকিয়ে টিম ইন্ডিয়া ৷ ফলে এদিন বাইশ গজে কোহলি শাসন করতে পারেন কি না, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা ৷

লন্ডন, 14 জুলাই: প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর এদিন শুরুটা ভালোই করেছিল রয়-বেয়ারস্টো জুটি ৷ মাঝে চাহাল ঝড়ে খানিক খেই হারিয়ে ফেললেও শেষে মইন আলি-ডেভিড উইলির ব্যাটে ভর করে ভালো জায়গায় পৌঁছে গেল ইংল্যান্ড ৷ 50 ওভারে 246 রান তুলেছে 'বাটলার অ্যান্ড কোং' ৷ 10 ওভারে মাত্র 47 রান খরচ করে 4 উইকেট তুলে নিয়েছেন ভারতের রিস্ট-স্পিনার (England all out for 246 runs) ৷

প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর এদিন শুরুটা ভালোই করেছিলেন রয়-বেয়ারস্টো জুটি ৷ 23 রানে জেসন রয়কে ফেরান হার্দিক পান্ডিয়া ৷ তারপরেই পরপর বেয়ারস্টো-রুটকে ফেরান চাহাল ৷ ব্যক্তিগত 4 রানের মাথায় জস বাটলারকে ড্রেসিংরুমে ফেরান শামি ৷ ব্যক্তিগত 21 রানে ক্রিজ ছাড়েন স্টোকস ৷ মাত্র 111 রানে 5 উইকেট হারিয়ে এক সময় চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড ৷

সেখান থেকে দলের হাল ধরেন লিয়াম লিভিংস্টোন এবং মইন আলি ৷ ব্যক্তিগত 33 রানে লিভিংস্টোন ফিরলেও শেষ লগ্নে ঝড় তুললেন ডেভিড উইলি ৷ শেষ পর্যন্ত মইন আলির 64 বলে 47 এবং উইলির 49 বলে 41 রানের সুবাদে ভদ্রস্থ স্কোর খাড়া করল ইংল্যান্ড ৷

আরও পড়ুন : লর্ডসে 'বিরাট' প্রত্যাবর্তন, চাহালের ঘূর্ণিতে বেকায়দায় ইংরেজরা

অন্যদিকে, টেস্ট হোক বা টি-20 । ইংল্যান্ড সফরে এখনও পর্যন্ত কথা বলেনি বিরাট-ব্যাট । সমর্থকদের আশা ছিল, প্রথম ওয়ান-ডে থেকেই ফর্মে ফিরবেন কোহলি । কুঁচকির চোটে প্রথম ম্যাচে একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন ৷ ব্যাট করতে নেমে ইতিমধ্যেই ক্রিজ ছেড়েছেন রোহিত শর্মা, শিখর ধাওয়ান ৷ ফলে জয়ের ভিত গড়তে বিরাটের দিকেই তাকিয়ে টিম ইন্ডিয়া ৷ ফলে এদিন বাইশ গজে কোহলি শাসন করতে পারেন কি না, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা ৷

Last Updated : Jul 14, 2022, 10:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.