ETV Bharat / sports

Cricket World Cup 2023: বিশ্বকাপে ইডেনে হয়ত ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, সঙ্গে আরও দুই - ভারতীয় বোর্ড

বিশ্বকাপে কমপক্ষে তিনটে গুরুত্বপূর্ণ ম্যাচ পেতে চলেছে ইডেন। তার মধ্যে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ হতে পারে ক্রিকেটের নন্দনকাননে। এমনটাই আভাস পাওয়া গিয়েছে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে। এছাড়াও বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ হতে পারে। এই দু'টো ম্যাচ ছাড়া আরও একটি ম্যাচের আয়োজক হতে পারে কলকাতা।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 27, 2023, 8:21 AM IST

Updated : May 27, 2023, 10:26 AM IST

কলকাতা, 27 মে: আইপিএল শেষ প্রহরে। আগামী মাসে ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত এবং অস্ট্রেলিয়া পরস্পরের মুখোমুখি হবে বিশ্ব সেরা হওয়ার দৌড়ে। তারপরই বেজে যাবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের দামামা। চলতি বছরই ভারতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। এগারো বছর পরে ফের ভারতের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। আজ, শনিবার বিকেলে আমেদাবাদে বিশ্বকাপের ফিক্সচার কমিটি আলোচনায় বসছে। সেখানে কোন দল, কোন শহরে খেলবে তার রূপরেখা তৈরি হবে। ইতিমধ্যে ঠিক হয়েছে কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, আমেদাবাদ, পুনে, লখনউ, দিল্লি সম্ভবত এই নয়টি শহরে ভারতীয় দলের বিশ্বকাপের ম্যাচ হবে।

এবারের বিশ্বকাপের ম্যাচ সম্ভবত পাচ্ছে না মোহালি, নাগপুর। 2011 সালের বিশ্বকাপের সেমিফাইনাল হয়েছিল মোহালিতে। ভারতের ম্যাচ আয়োজনের দায়িত্ব পাচ্ছে না হায়দরাবাদ। বাংলা এবং কলকাতার ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে ইডেনের দিকে। কতগুলো বিশ্বকাপের ম্যাচ ইডেনে হবে তা জানতে সকলেই আগ্রহী। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং টুর্নামেন্ট কমিটির সদস্য অভিষেক ডালমিয়া মিটিংয়ে যোগ দিতে ইতিমধ্যে আমেদাবাদে পৌঁছে গিয়েছেন। কলকাতায় ম্যাচ হতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। এছাড়াও বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ হতে পারে। এই দু'টো ম্যাচ ছাড়া আরও একটি ম্যাচের আয়োজক হতে পারে কলকাতা।

স্নেহাশিয়ষ গঙ্গোপাধ্য়ায় এবং অভিষেক ডালমিয়া দু'জনেই বলেছেন, তাঁরা ভারতে আরও একটি ম্যাচ নিয়ে আসার জন্য জোরালো দাবি পেশ করবেন। সেক্ষেত্রে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের বদলে ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য সরব হবেন। হাইভোল্টেজ ম্যাচ যে অতীতে ইডেনে হয়েছে সেই পরিসংখ্যান তুলে ধরবেন এই দুই পদাধিকারী। একই সঙ্গে একটি সেমিফাইনাল ম্যাচ আয়োজনের দাবিও রাখবেন। সেমিফাইনাল না-পাওয়া গেলে চারটে কোয়ার্টার ফাইনালের একটি ইডেনে করার দাবিও তুলবেন। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের হোম সিটি হতে চলেছে কলকাতা। সেক্ষেত্রে ভারত বনাম বাংলাদেশ ম্যাচও হতে পারে ইডেনে। তবে পাকিস্তান ম্যাচ শেষমেশ ইডেনে আসবে কি না সেটাই দেখার এখন।

আরও পড়ন: ভারতীয় দলের নয়া কিট স্পনসর অ্যাডিডাস, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই নতুন জার্সিতে রোহিতরা

কলকাতা, 27 মে: আইপিএল শেষ প্রহরে। আগামী মাসে ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত এবং অস্ট্রেলিয়া পরস্পরের মুখোমুখি হবে বিশ্ব সেরা হওয়ার দৌড়ে। তারপরই বেজে যাবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের দামামা। চলতি বছরই ভারতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। এগারো বছর পরে ফের ভারতের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। আজ, শনিবার বিকেলে আমেদাবাদে বিশ্বকাপের ফিক্সচার কমিটি আলোচনায় বসছে। সেখানে কোন দল, কোন শহরে খেলবে তার রূপরেখা তৈরি হবে। ইতিমধ্যে ঠিক হয়েছে কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, আমেদাবাদ, পুনে, লখনউ, দিল্লি সম্ভবত এই নয়টি শহরে ভারতীয় দলের বিশ্বকাপের ম্যাচ হবে।

এবারের বিশ্বকাপের ম্যাচ সম্ভবত পাচ্ছে না মোহালি, নাগপুর। 2011 সালের বিশ্বকাপের সেমিফাইনাল হয়েছিল মোহালিতে। ভারতের ম্যাচ আয়োজনের দায়িত্ব পাচ্ছে না হায়দরাবাদ। বাংলা এবং কলকাতার ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে ইডেনের দিকে। কতগুলো বিশ্বকাপের ম্যাচ ইডেনে হবে তা জানতে সকলেই আগ্রহী। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং টুর্নামেন্ট কমিটির সদস্য অভিষেক ডালমিয়া মিটিংয়ে যোগ দিতে ইতিমধ্যে আমেদাবাদে পৌঁছে গিয়েছেন। কলকাতায় ম্যাচ হতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। এছাড়াও বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ হতে পারে। এই দু'টো ম্যাচ ছাড়া আরও একটি ম্যাচের আয়োজক হতে পারে কলকাতা।

স্নেহাশিয়ষ গঙ্গোপাধ্য়ায় এবং অভিষেক ডালমিয়া দু'জনেই বলেছেন, তাঁরা ভারতে আরও একটি ম্যাচ নিয়ে আসার জন্য জোরালো দাবি পেশ করবেন। সেক্ষেত্রে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের বদলে ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য সরব হবেন। হাইভোল্টেজ ম্যাচ যে অতীতে ইডেনে হয়েছে সেই পরিসংখ্যান তুলে ধরবেন এই দুই পদাধিকারী। একই সঙ্গে একটি সেমিফাইনাল ম্যাচ আয়োজনের দাবিও রাখবেন। সেমিফাইনাল না-পাওয়া গেলে চারটে কোয়ার্টার ফাইনালের একটি ইডেনে করার দাবিও তুলবেন। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের হোম সিটি হতে চলেছে কলকাতা। সেক্ষেত্রে ভারত বনাম বাংলাদেশ ম্যাচও হতে পারে ইডেনে। তবে পাকিস্তান ম্যাচ শেষমেশ ইডেনে আসবে কি না সেটাই দেখার এখন।

আরও পড়ন: ভারতীয় দলের নয়া কিট স্পনসর অ্যাডিডাস, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই নতুন জার্সিতে রোহিতরা

Last Updated : May 27, 2023, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.