কলকাতা, 20 জানুয়ারি : বাংলার ক্রিকেট ভক্তদের জন্য সুখবর । আগামী মাসে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ম্যাচ কলকাতায় হতে চলেছে (India vs West Indies Series at Eden Gardens)। 6 ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজ ভারত সফরে আসছে । বিরাট কোহলি, রোহিত শর্মাদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলবে তারা ।
করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-20 ম্যাচ কোথায় হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল । কারণ, এই পরিস্থিতিতে ঘনঘন শহর বদলে সায় ছিল না বোর্ডের । ফলে ঠিক হয়েছিল ভিন্ন ভিন্ন শহরে নয়, ভেনু কাটছাঁট করে সিরিজ আয়োজন করা হবে । তা থেকেই সম্ভাব্য মাঠ হিসেবে ইডেন গার্ডেন্সের নাম উঠে এসেছিল ।
বুধবার বোর্ডের ট্যুরস অ্যান্ড ফিক্সচার্স কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, কলকাতা এবং আমেদাবাদে ওয়ানডে এবং টি-20 সিরিজের ম্যাচ অনুষ্ঠিত হবে । প্রথমে দুই ফর্ম্যাটেরই খেলা আমেদাবাদে হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল । কিন্তু পরে তা বদল হয় । কলকাতা এবং আমেদাবাদে কোন ফর্ম্যাটের খেলা হবে তা বোর্ড আগামী সপ্তাহে ঠিক করবে । বৈঠকে ভেনু কমিয়ে সিরিজ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে । তবে তারিখ পরিবর্তন হতে পারে ।
আরও পড়ুন: জলে গেল ধাওয়ান-কোহলির অর্ধশতরান, হার দিয়ে ওডিআই সিরিজ শুরু ভারতের
6 এবং 9 ফেব্রুয়ারি প্রথম দুটি ওয়ানডে ম্যাচ খেলা হবে । এরপর 12 ফেব্রুয়ারির ওয়ানডে ম্যাচটি 13 ফেব্রুয়ারি হতে পারে । অন্যদিকে, টি-20 সিরিজ 15 ফেব্রুয়ারির পরিবর্তে 16 তারিখে হতে পারে । বাকি দুটি ম্যাচ হবে 18 এবং 20 তারিখ । তবে মাঠে দর্শক ঢুকতে পারবেন কিনা তা সংশ্লিষ্ট রাজ্যের কোভিড নিয়মবিধির উপর নির্ভর করবে ।