ETV Bharat / sports

ICC World Cup 2023: কোহলির জন্মদিনে অনুষ্ঠান, নিরাপত্তায় বদল; বিশ্বকাপের জন্য প্রস্তুত বদলে যাওয়া ইডেন

‘উলটে দেখ পালটে গেছি’ ৷ বিশ্বকাপের বোধনের আগে এটাই বোধহয় নন্দনকাননের আত্মসঙ্গীত ৷ পরিকাঠামোগত, দর্শক স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার দিক থেকে ভোল বদলে ফেলেছে ইডেন গার্ডেন্স ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 11:07 PM IST

বিশ্বকাপের জন্য প্রস্তুত বদলে যাওয়া ইডেন

কলকাতা, 25 অক্টোবর: 28 অক্টোবর শনিবার বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের বোধন ৷ শারদ উৎসবের ঢাকে কাঠি পড়া শেষ হতেই ইডেনে বাজতে শুরু করেছে বিশ্বকাপ পুজোর ঢাক । পরিকাঠামোগত, দর্শক স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার দিক থেকে ভোল বদলে ফেলেছে ক্রিকেটের নন্দনকানন ।

বুধসন্ধ্যায় বাংলাদেশ দল কলকাতায় পা দিয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যায় অনুশীলন করবে ‘শাকিব অ্যান্ড কোং’। বাংলাদেশ দলকে দক্ষিণ কলকাতার আলিপুর চিড়িয়াখানার নিকটবর্তী পাঁচতারা হোটেলে রাখা হয়েছে । পাকিস্তান দল শহরে প্রবেশ করবে 28 অক্টোবর। তাদের বাইপাসের ধারের একটি তারকাখচিত হোটেলে রাখা হবে । ভারত এবং ইংল্যান্ড দলকেও বাইপাসের ধারের একটি তারকাখচিত হোটেলে রাখা হবে । নিরাপত্তা এবং ক্রিকেটারদের পরিকাঠামোগত সুবিধার কথা মাথায় রেখে দলগুলোকে বিভিন্ন হোটেলে রাখা হচ্ছে । নিরাপত্তার ঘেরাটোপে কী ধরনের ব্যবস্থা রাখা হবে তা অবশ্য স্বাভাবিকভাবেই প্রকাশ করা হচ্ছে না । তবে প্রতিটি টিম বাসের আগে একটি ডামি বাস রাখা হচ্ছে ।

ICC World Cup 2023:
উলটে দেখ পালটে গেছি

আটোসাঁটো নিরাপত্তার পাশাপাশি আয়োজনেও কোনও ত্রুটি নেই । বরং বেশ কিছু বদল এসেছে । ক্রিকেটারদের সাজঘরের আমূল পরিবর্তন হয়েছে । প্র্যাকটিস নেটের সংখ্যা বাড়ছে । দু’টি ইলেকট্রনিক স্কোরবোর্ড থাকছে । সম্প্রচারকারী সংস্থার আলাদা ঘর তৈরি হয়েছে । একইভাবে রেডিও সম্প্রচারের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে । কর্পোরেট বক্স এবং প্রেসিডেন্ট বক্সেও বদল এসেছে । সব মিলিয়ে ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধনে বিশ্বকাপে নতুন রূপে প্রকাশিত হতে চলেছে ইডেন ।

আরও পড়ুন: শারদোৎসবের আবহে বিশ্বকাপ-পুজো, ইডেন যেন মায়াপুরী

এই মুহূর্তে টিকিটের চাহিদা আকাশছোঁয়া ৷ চাহিদা ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে । অন্য দলের ম্যাচ নিয়ে চাহিদা সেভাবে নেই । বুধবার সিএবির লাইফ মেম্বাররা প্রবেশদ্বারের সামনে বিক্ষোভ দেখান । তাঁদের দাবি, অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না । যে লিংক দেওয়া হয়েছে তা খুলছে না । সিএবির সদস্য হয়েও তাঁরা বঞ্চিত । তাই টিকিট না-পাওয়া নিয়ে একটা ক্ষোভ রয়েছে । সিএবি এই ব্যাপারে সরাসরি কোনও মন্তব্য করতে রাজি নয় । কারণ বিষয়টি আইসিসির নিয়ন্ত্রণাধীন ।

ICC World Cup 2023
বিশ্বকাপের জন্য প্রস্তুত বদলে যাওয়া ইডেন

5 নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ৷ ওইদিন আবার বিরাট কোহলির জন্মদিনও ৷ তা সেলিব্রেট করতেই ওইদিন একটি অনুষ্ঠানের ব্যবস্থা করতে চলেছে সিএবি । ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ওই অনুষ্ঠানে চমক থাকলেও তা প্রকাশ করেননি সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ।

আরও পড়ুন: ইডেনে স্পোর্টিং পিচ পাবে সব দল, জানালেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়

বিশ্বকাপের জন্য প্রস্তুত বদলে যাওয়া ইডেন

কলকাতা, 25 অক্টোবর: 28 অক্টোবর শনিবার বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের বোধন ৷ শারদ উৎসবের ঢাকে কাঠি পড়া শেষ হতেই ইডেনে বাজতে শুরু করেছে বিশ্বকাপ পুজোর ঢাক । পরিকাঠামোগত, দর্শক স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার দিক থেকে ভোল বদলে ফেলেছে ক্রিকেটের নন্দনকানন ।

বুধসন্ধ্যায় বাংলাদেশ দল কলকাতায় পা দিয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যায় অনুশীলন করবে ‘শাকিব অ্যান্ড কোং’। বাংলাদেশ দলকে দক্ষিণ কলকাতার আলিপুর চিড়িয়াখানার নিকটবর্তী পাঁচতারা হোটেলে রাখা হয়েছে । পাকিস্তান দল শহরে প্রবেশ করবে 28 অক্টোবর। তাদের বাইপাসের ধারের একটি তারকাখচিত হোটেলে রাখা হবে । ভারত এবং ইংল্যান্ড দলকেও বাইপাসের ধারের একটি তারকাখচিত হোটেলে রাখা হবে । নিরাপত্তা এবং ক্রিকেটারদের পরিকাঠামোগত সুবিধার কথা মাথায় রেখে দলগুলোকে বিভিন্ন হোটেলে রাখা হচ্ছে । নিরাপত্তার ঘেরাটোপে কী ধরনের ব্যবস্থা রাখা হবে তা অবশ্য স্বাভাবিকভাবেই প্রকাশ করা হচ্ছে না । তবে প্রতিটি টিম বাসের আগে একটি ডামি বাস রাখা হচ্ছে ।

ICC World Cup 2023:
উলটে দেখ পালটে গেছি

আটোসাঁটো নিরাপত্তার পাশাপাশি আয়োজনেও কোনও ত্রুটি নেই । বরং বেশ কিছু বদল এসেছে । ক্রিকেটারদের সাজঘরের আমূল পরিবর্তন হয়েছে । প্র্যাকটিস নেটের সংখ্যা বাড়ছে । দু’টি ইলেকট্রনিক স্কোরবোর্ড থাকছে । সম্প্রচারকারী সংস্থার আলাদা ঘর তৈরি হয়েছে । একইভাবে রেডিও সম্প্রচারের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে । কর্পোরেট বক্স এবং প্রেসিডেন্ট বক্সেও বদল এসেছে । সব মিলিয়ে ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধনে বিশ্বকাপে নতুন রূপে প্রকাশিত হতে চলেছে ইডেন ।

আরও পড়ুন: শারদোৎসবের আবহে বিশ্বকাপ-পুজো, ইডেন যেন মায়াপুরী

এই মুহূর্তে টিকিটের চাহিদা আকাশছোঁয়া ৷ চাহিদা ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে । অন্য দলের ম্যাচ নিয়ে চাহিদা সেভাবে নেই । বুধবার সিএবির লাইফ মেম্বাররা প্রবেশদ্বারের সামনে বিক্ষোভ দেখান । তাঁদের দাবি, অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না । যে লিংক দেওয়া হয়েছে তা খুলছে না । সিএবির সদস্য হয়েও তাঁরা বঞ্চিত । তাই টিকিট না-পাওয়া নিয়ে একটা ক্ষোভ রয়েছে । সিএবি এই ব্যাপারে সরাসরি কোনও মন্তব্য করতে রাজি নয় । কারণ বিষয়টি আইসিসির নিয়ন্ত্রণাধীন ।

ICC World Cup 2023
বিশ্বকাপের জন্য প্রস্তুত বদলে যাওয়া ইডেন

5 নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ৷ ওইদিন আবার বিরাট কোহলির জন্মদিনও ৷ তা সেলিব্রেট করতেই ওইদিন একটি অনুষ্ঠানের ব্যবস্থা করতে চলেছে সিএবি । ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ওই অনুষ্ঠানে চমক থাকলেও তা প্রকাশ করেননি সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ।

আরও পড়ুন: ইডেনে স্পোর্টিং পিচ পাবে সব দল, জানালেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.