ETV Bharat / sports

PAK vs ENG: পাক সফর নিয়ে 48 ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড

author img

By

Published : Sep 17, 2021, 9:20 PM IST

ইংল্যান্ড শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল 2005 সালে ৷ 2009 সালে লাহোরে শ্রীলঙ্কা টিম বাসে জঙ্গি হানার পর থেকে পাকিস্তান সফরে যায়নি ইংল্যান্ড ৷ আগামী মাসে দুই ম্যাচের টি-20 সিরিজ খেলতে রাওয়ালপিন্ডি যাওয়ার কথা ইয়ন মর্গ্যানদের ৷

PAK vs ENG
পাক সফর নিয়ে 48 ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড

লন্ডন, 17 সেপ্টেম্বর : নিউজিল্যান্ডের পর কি ইংল্যান্ড ? পাকিস্তান ক্রিকেটে আশঙ্কার কালো মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে ৷ নিরাপত্তার জনিত কারণে নিউজিল্যান্ড-পাকিস্তান সফর বাতিল করার পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, 24 থেকে 48 ঘণ্টার মধ্যে পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত নেবে তারা ৷ আগামী মাসেই পাকিস্তান সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের ৷

অক্টোবরে পাকিস্তান সফরে দু'টি টি-20 ম্যাচ খেলার কথা ইংল্যান্ড দলের ৷ দুটি ম্যাচই হওয়ার কথা রাওয়ালপিন্ডিতে ৷ 2005 সালের পর এটাই হবে ইংল্যান্ডের প্রথম পাকিস্তান সফর ৷ কিন্তু কিউয়িদের পাক সফর বাতিলের পর ইংল্যান্ডের পাকিস্তান সফর হওয়া নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা ৷ ক্রিকেট নিউজিল্যান্ডের সিদ্ধান্তের পর ইসিবি-র তরফে এক বিবৃতিতে জানানো হয় , নিরাপত্তার কারণে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল সম্পর্কে আমরা অবগত ৷ পাকিস্তানের মাঠে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আমরা সিকিউরিট টিমের সঙ্গে কথা বলব ৷ আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে আমরা পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত নেব ৷"

আরও পড়ুন :ইমরান আশ্বস্ত করার পরও খেলতে রাজি হয়নি নিউজিল্যান্ড

শুক্রবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ শুরুর ঠিক আগে নিরাপত্তার অভাবে সফর বাতিল করে দেয় নিউজিল্য়ান্ড ক্রিকেট বোর্ড ৷ পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ান ডে এবং পাঁচ ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা ছিল কিউয়িদের ৷ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ ছিল এদিন রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৷ কিন্তু নিরাপত্তার কারণে পুরো সফরই বাতিলের সিদ্ধান্ত নেয় কিউয়ি ক্রিকেট বোর্ড ৷

নিউজিল্যান্ড সরকারের কাছে দেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আশঙ্কার খবর রয়েছে । এই কারণ দেখিয়ে দ্রুত পাকিস্তান থেকে তাদের ক্রিকেটারদের ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নিউজিল্যান্ড সরকার । 18 বছর বাদে পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড । কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাও বাতিল হয়ে যায় ৷

লন্ডন, 17 সেপ্টেম্বর : নিউজিল্যান্ডের পর কি ইংল্যান্ড ? পাকিস্তান ক্রিকেটে আশঙ্কার কালো মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে ৷ নিরাপত্তার জনিত কারণে নিউজিল্যান্ড-পাকিস্তান সফর বাতিল করার পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, 24 থেকে 48 ঘণ্টার মধ্যে পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত নেবে তারা ৷ আগামী মাসেই পাকিস্তান সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের ৷

অক্টোবরে পাকিস্তান সফরে দু'টি টি-20 ম্যাচ খেলার কথা ইংল্যান্ড দলের ৷ দুটি ম্যাচই হওয়ার কথা রাওয়ালপিন্ডিতে ৷ 2005 সালের পর এটাই হবে ইংল্যান্ডের প্রথম পাকিস্তান সফর ৷ কিন্তু কিউয়িদের পাক সফর বাতিলের পর ইংল্যান্ডের পাকিস্তান সফর হওয়া নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা ৷ ক্রিকেট নিউজিল্যান্ডের সিদ্ধান্তের পর ইসিবি-র তরফে এক বিবৃতিতে জানানো হয় , নিরাপত্তার কারণে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল সম্পর্কে আমরা অবগত ৷ পাকিস্তানের মাঠে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আমরা সিকিউরিট টিমের সঙ্গে কথা বলব ৷ আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে আমরা পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত নেব ৷"

আরও পড়ুন :ইমরান আশ্বস্ত করার পরও খেলতে রাজি হয়নি নিউজিল্যান্ড

শুক্রবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ শুরুর ঠিক আগে নিরাপত্তার অভাবে সফর বাতিল করে দেয় নিউজিল্য়ান্ড ক্রিকেট বোর্ড ৷ পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ান ডে এবং পাঁচ ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা ছিল কিউয়িদের ৷ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ ছিল এদিন রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৷ কিন্তু নিরাপত্তার কারণে পুরো সফরই বাতিলের সিদ্ধান্ত নেয় কিউয়ি ক্রিকেট বোর্ড ৷

নিউজিল্যান্ড সরকারের কাছে দেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আশঙ্কার খবর রয়েছে । এই কারণ দেখিয়ে দ্রুত পাকিস্তান থেকে তাদের ক্রিকেটারদের ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নিউজিল্যান্ড সরকার । 18 বছর বাদে পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড । কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাও বাতিল হয়ে যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.