রাওয়ালপিন্ডি, 30 নভেম্বর: দু’দিন আগেই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, পাকিস্তানে নামার পর থেকে পিসিবি’র আতিথেয়তায় মুগ্ধ তাঁরা ৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই আতিথেয়তার দাম দিচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা ৷ প্রথম রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের আগে 16 জনের স্কোয়াডের অর্ধেক ক্রিকেটার ভাইরাল ইনফেকশনে ভুগছেন (Viral Infection in England Camp) ৷ আর সাপোর্ট স্টাফদের মধ্যেও 14 জনের শারীরিক অবস্থা ভালো নয় ৷ ভাইরাল ইনফেকশনে ভুগছেন তাঁরাও ৷
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB Talks with PCB Regarding Start of First Test) ৷ একটি টুইট করে ইসিবি’র তরফে জানানো হয়েছে, ‘‘আমাদের ক্যাম্পের কয়েকজন খেলোয়াড়ের ভাইরাল ইনফেকশনের কারণে, আগামিকাল থেকে শুরু হতে চলা প্রথম টেস্ট নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছি ৷’’ পিসিবি’র তরফের ইংল্যান্ড বোর্ডের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, খাবারের থেকে কোনও সমস্যা হয়নি ৷ মূলত কোনও জীবাণু বা কোনও পোকার থেকে এই সমস্যা হয়েছে ৷ কারণ ইংল্যান্ড ক্রিকেটারদের ডায়েট নিয়ে যথেষ্ঠ সচেতন তাঁদের শেফ ওমার মেজিয়ানে ৷ তিনি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের খাবার নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করেন, বলে জানিয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট ৷ ওমার মেজিয়ানেকে পাকিস্তান সফরের জন্য ইসিবি তাঁদের দলের সঙ্গে পাঠিয়েছে ৷
আরও পড়ুন: এক ওভারে 7টি ছক্কা ও 43 রান তুলে বিশ্বরেকর্ড রুতুরাজের
এই ভাইরাসের প্রভাব যাতে না-ছড়ায়, তার জন্য কয়েকজন ক্রিকেটারকে তাঁদের হোটেলের ঘর ছেড়ে বেরতে নিষেধ করা হয়েছে ৷ বিশেষত মঙ্গলবার রিপোর্ট আসার পর যে সমস্ত ক্রিকেটার অসুস্থ বোধ করছিলেন, তাঁদের বাইরে বেরতে নিষেধ করা হয়েছে ৷ জানা গিয়েছে, অধিনায়ক বেন স্টোকস এবং মিডিয়াম সিমার জিমি অ্যান্ডারসন সেই ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ৷ এমনকি বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচ, যাঁর ক্রিনিক ডিজিস রয়েছে ৷ যার জন্য তাঁকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ওষুধ নিতে হয় ৷ তার জন্য জ্যাক লিচকে বাড়তি সতর্কতার সঙ্গে রাখা হয়েছে ৷