পোর্ট মর্সবি, 28 জুলাই: আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত টি-20 বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল পাপুয়া নিউ গিনি ৷ পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরী দেশ উপকূলের একমাত্র দেশ হিসেবে আগামী টি-20 বিশ্বকাপে কোয়ালিফাই করল ক্রিকেট বিশ্বের নবাগতরা ৷ এর আগে 2021 টি-20 বিশ্বকাপে প্রথম ও শেষবার কোনও আইসিসি টুর্নামেন্টের মূলপর্বে কোয়ালিফাই করেছিল দেশটি ৷ এদিন ফিলিপিন্সের বিরুদ্ধে 100 রানে জিতে ইস্ট এশিয়া পেসিফিক কোয়ালিফায়ারের একমাত্র দল হিসেবে মূল পর্বে গেল ৷ এর আগে গতকাল আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড বিশ্বকাপের মূলপর্বে কোয়ালিফাই করেছে ৷
ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে ও প্রসার ঘটাতে প্রথমবার কোনও অ্যাসোসিয়েট দেশে আইসিসি তাদের টুর্নামেন্ট আয়োজন করছে ৷ 2024 সালে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্রে টি-20 বিশ্বকাপের মূল পর্বের খেলাগুলি হবে ৷ যেখানে তৃতীয় অ্যাসোসিয়েট দেশ হিসেবে আগামী বছরের টি-30 বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে পাপুয়া নিউ গিনি ৷ ইস্ট এশিয়া পেসিফিক কোয়ালিফায়ারে এক ম্যাচ বাকি থাকতে মূলপর্বে জায়গা পাকা করে ফেললো তারা ৷ ভানুয়াতু এবং ফিলিপিন্সের বিরুদ্ধে 2টি করে এবং জাপানের বিরুদ্ধে এক ম্যাচ জিতে 10 পয়েন্টে মূলপর্বে গেল দেশটি ৷
আরও পড়ুন: সঞ্জুর জার্সি পরে খেললেন সূর্যকুমার, কিন্তু কেন ?
পাপুয়া নিউ গিনির 19 বছরের অধিনায়ক কারিকোর নেতৃত্বে এই কোয়ালিফায়ারে অসাধারণ পারফর্ম্যান্স করেছেন ক্রিকেটাররা ৷ আজকের ফিলিপিন্সের বিরুদ্ধে ম্যাচে 229 রান তুলেছিল তারা ৷ যেখানে প্রতিপক্ষকে 20 ওভারে 129 রান আটকে দেয় পাপুয়া নিউ গিনি ৷ অন্যদিকে, গতকাল ইউরোপ মহাদেশের কোয়ালিফায়ারে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড মূলপর্বে যোগ্যতা অর্জন করেছে ৷ উল্লেখ্য, 2022 সালে অস্ট্রেলিয়ায় আয়োজিত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে গ্রুপ পর্যায় থেকে বিদায় নিতে হয়েছিল স্কটিশদের বিরুদ্ধে হারার কারণে ৷