ETV Bharat / sports

WTC : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নতুন ভূমিকায় কার্তিক - ধারাভাষ্যকার দীনেশ কার্তিক

36 বছরের এই ক্রিকেটার বর্তমানে সার্বিয়াতে কোয়ারানটিনে রয়েছেন ৷ সেখান থেকে ব্রিটেনে যাবেন তিনি ৷

commentator
commentator
author img

By

Published : Jun 5, 2021, 12:46 PM IST

Updated : Jun 5, 2021, 12:52 PM IST

মুম্বই, 5 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে সাউদাম্পটন পৌঁছে গিয়েছে পুরো ভারতীয় স্কোয়াড ৷ কোয়ারানটিন পর্ব শেষ করে কোহলিরা শীঘ্রই অনুশীলনে নেমে পড়বেন ৷ তার মাঝেই শোনা গেল, সাউদাম্পটন যাচ্ছেন দীনেশ কার্তিক ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্যই তাঁর সাউদাম্পটন যাত্রা !

যদিও দর্শকরা দীনেশকে মাঠে দেখতে পাবেন না ৷ বরং শুনতে পাবেন ৷ বিরাট কোহলি-কেন উইলিয়ামসনরা যখন মাঠে লড়বেন তখন জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান কমেন্ট্রি বক্সে ধারাভাষ্য দিতে ব্যস্ত থাকবেন ৷ তবে কার্তিককে এই ভূমিকায় প্রথম দেখা যাবে তা নয় ৷ বছরের প্রথমদিকে ঘরের মাঠে ভারত-ইংল্যান্ড সিরিজে ব্রিটেনের জনপ্রিয় স্পোর্টস চ্যানেলে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয়েছে কার্তিকের ৷ এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ডিকে-র ধারাভাষ্য শুনতে পাবেন ৷ মূলত ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের আসন্ন টুর্নামেন্ট 'হান্ড্রেড'-এর জন্য ইংল্যান্ড যাচ্ছেন কার্তিক ৷ তার ফাঁকে কোহলি-উইলিয়ামসনদের দ্বৈরথেও থাকবেন তিনি ৷

আরও পড়ুন : WTC : মহারণের অপেক্ষায় রোজ় বোল স্টেডিয়াম, জানেন এর রেকর্ড ?

36 বছরের এই ক্রিকেটার বর্তমানে সার্বিয়াতে কোয়ারানটিনে রয়েছেন ৷ সেখান থেকে ব্রিটেনে যাবেন তিনি ৷ কলকাতা নাইট রাইডার্সের এই অন্যতম সদস্য বলেছেন, "যেভাবে আমার কাছে ধারাভাষ্যের সুযোগ এসেছে তাতে নিজেকে ভাগ্যবান মনে করি ৷ টেকনিক এবং স্ট্র্যাটেজির মতো বিষয়গুলি সকলের সামনে তুলে ধরতে পারব ৷ দুটো দলের ক্রিকেটারদের সঙ্গে আমি খেলেছি ৷ চেষ্টা করব ম্যাচের বিভিন্ন মুহূর্তে ওদের ভাবনা চিন্তাগুলি বোঝার ৷"

2019 সালের জুলাই মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার দেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন কার্তিক ৷ দীর্ঘদিন ধরে জাতীয় দল থেকে বাইরে ৷ যদিও দেশের হয়ে মাঠে নামার ইচ্ছেটা এখনও প্রবল তাঁর ৷

মুম্বই, 5 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে সাউদাম্পটন পৌঁছে গিয়েছে পুরো ভারতীয় স্কোয়াড ৷ কোয়ারানটিন পর্ব শেষ করে কোহলিরা শীঘ্রই অনুশীলনে নেমে পড়বেন ৷ তার মাঝেই শোনা গেল, সাউদাম্পটন যাচ্ছেন দীনেশ কার্তিক ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্যই তাঁর সাউদাম্পটন যাত্রা !

যদিও দর্শকরা দীনেশকে মাঠে দেখতে পাবেন না ৷ বরং শুনতে পাবেন ৷ বিরাট কোহলি-কেন উইলিয়ামসনরা যখন মাঠে লড়বেন তখন জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান কমেন্ট্রি বক্সে ধারাভাষ্য দিতে ব্যস্ত থাকবেন ৷ তবে কার্তিককে এই ভূমিকায় প্রথম দেখা যাবে তা নয় ৷ বছরের প্রথমদিকে ঘরের মাঠে ভারত-ইংল্যান্ড সিরিজে ব্রিটেনের জনপ্রিয় স্পোর্টস চ্যানেলে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয়েছে কার্তিকের ৷ এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ডিকে-র ধারাভাষ্য শুনতে পাবেন ৷ মূলত ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের আসন্ন টুর্নামেন্ট 'হান্ড্রেড'-এর জন্য ইংল্যান্ড যাচ্ছেন কার্তিক ৷ তার ফাঁকে কোহলি-উইলিয়ামসনদের দ্বৈরথেও থাকবেন তিনি ৷

আরও পড়ুন : WTC : মহারণের অপেক্ষায় রোজ় বোল স্টেডিয়াম, জানেন এর রেকর্ড ?

36 বছরের এই ক্রিকেটার বর্তমানে সার্বিয়াতে কোয়ারানটিনে রয়েছেন ৷ সেখান থেকে ব্রিটেনে যাবেন তিনি ৷ কলকাতা নাইট রাইডার্সের এই অন্যতম সদস্য বলেছেন, "যেভাবে আমার কাছে ধারাভাষ্যের সুযোগ এসেছে তাতে নিজেকে ভাগ্যবান মনে করি ৷ টেকনিক এবং স্ট্র্যাটেজির মতো বিষয়গুলি সকলের সামনে তুলে ধরতে পারব ৷ দুটো দলের ক্রিকেটারদের সঙ্গে আমি খেলেছি ৷ চেষ্টা করব ম্যাচের বিভিন্ন মুহূর্তে ওদের ভাবনা চিন্তাগুলি বোঝার ৷"

2019 সালের জুলাই মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার দেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন কার্তিক ৷ দীর্ঘদিন ধরে জাতীয় দল থেকে বাইরে ৷ যদিও দেশের হয়ে মাঠে নামার ইচ্ছেটা এখনও প্রবল তাঁর ৷

Last Updated : Jun 5, 2021, 12:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.