ETV Bharat / sports

DK Thankful to Ash: অশ্বিনের প্রতি কৃতজ্ঞ কার্তিক, ডাচ চ্যালেঞ্জ সামলাতে সিডনিতে কোহলিরা

author img

By

Published : Oct 25, 2022, 4:10 PM IST

মোক্ষম সময় ব্যাট হাতে নেমে 2 বলে 1 রান করে কার্তিক আউট হন রবিবাসরীয় মেলবোর্নে ৷ দলের প্রয়োজন তখন 2 বলে 2 রান ৷ যদিও কার্তিকের ব্যর্থতা ঢেকে অন্তিম বলে দলকে স্মরণীয় জয় এনে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravi Ashwin scored the winning run against Pakistan) ৷ তাই ফিঙ্গার স্পিনারের প্রতি কৃতজ্ঞ কার্তিক (Dinesh Karthik is grateful to Ravi Ashwin) ৷

Etv Bharat
অশ্বিনের প্রতি কৃতজ্ঞ কার্তিক

সিডনি, 25 অক্টোবর: সাম্প্রতিক সময়ে টি-20 ক্রিকেটে তাঁর ধারাবাহিক দুরন্ত পারফরম্যান্স এবং সর্বোপরি আন্তর্জাতিক ক্রিকেটে দেড় দশকের অভিজ্ঞতা দীনেশ কার্তিককে (Dinesh Karthik) সুযোগ করে দিয়েছে চলতি বিশ্বকাপের স্কোয়াডে ৷ পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ ওপেনারে তরুণ ঋষভ পন্থের পরিবর্তে অভিজ্ঞ দীনেশ কার্তিকেই আস্থা রেখেছিল ম্য়ানেজমেন্ট ৷ কিন্তু দক্ষিণী স্টাম্পার-ব্যাটার ব্যাট হাতে ব্যর্থ সেই আস্থার মর্যাদা দিতে ৷ রবিবাসরীয় মেলবোর্নে মোক্ষম সময় ব্যাট হাতে নেমে 2 বলে 1 রান করে আউট হন কার্তিক ৷ দলের প্রয়োজন তখন 2 বলে 2 রান ৷ যদিও কার্তিকের ব্যর্থতা ঢেকে অন্তিম বলে দলকে স্মরণীয় জয় এনে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravi Ashwin scored the winning run against Pakistan) ৷ তাই ফিঙ্গার স্পিনারের প্রতি কৃতজ্ঞ কার্তিক (Dinesh Karthik is grateful to Ravi Ashwin) ৷ সিডনি পৌঁছে অন-ক্যামেরায় অশ্বিনকে ধন্যবাদও জানালেন তিনি ৷

আসলে কার্তিক ভালোই জানেন, রবিবার ম্যাচের ফল কোনওভাবে ভারতের পক্ষে না গেলে তাঁর মুণ্ডপাত চলত ইন্টারনেটে ৷ সোশাল মিডিয়ায় বসে যেত খাপ পঞ্চায়েত ৷ তাই অশ্বিনকে আলাদা করে ধন্যবাদ জ্ঞাপন করতে ভুললেন না স্টাম্পার-ব্যাটার ৷ মঙ্গলবার সকালে বিসিসিআই'য়ের তরফে সিডনি টাচডাউনের একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷ সেখানেই অশ্বিনকে কৃতজ্ঞতা জানান কার্তিক ৷

ডাচ চ্যালেঞ্জ সামলাতে সিডনিতে কোহলিরা

আরও পড়ুন: প্লেটে বাবরদের হার সাজিয়ে দিলেন কোহলি, পাক ফুড ডেলিভারি সংস্থাকে খোঁচা জোম্যাটোর

ভিডিয়োয় কার্তিক সতীর্থ অশ্বিনকে বলছেন, "ধন্যবাদ গতকাল আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য ৷ শান্ত এবং ধীরস্থির ৷" এই পুরো বিষয়টা যদিও ঘটেছে মজার ছলেই ৷ অশ্বিনও হাসিমুখে কার্তিকের তারিফ গ্রহণ করেছেন ৷ উল্লেখ্য, সোমবারই সিডনিতে পৌঁছে গিয়েছে রোহিতব্রিগেড ৷ বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ডাচ চ্যালেঞ্জ সামলাবে তাঁরা (India to face Netherlands on Thursday) ৷ তবে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির অতিমানবিক ইনিংস এবং থ্রিলার জয়ে এখনও কাবু ভারতীয় শিবির ৷

সিডনি, 25 অক্টোবর: সাম্প্রতিক সময়ে টি-20 ক্রিকেটে তাঁর ধারাবাহিক দুরন্ত পারফরম্যান্স এবং সর্বোপরি আন্তর্জাতিক ক্রিকেটে দেড় দশকের অভিজ্ঞতা দীনেশ কার্তিককে (Dinesh Karthik) সুযোগ করে দিয়েছে চলতি বিশ্বকাপের স্কোয়াডে ৷ পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ ওপেনারে তরুণ ঋষভ পন্থের পরিবর্তে অভিজ্ঞ দীনেশ কার্তিকেই আস্থা রেখেছিল ম্য়ানেজমেন্ট ৷ কিন্তু দক্ষিণী স্টাম্পার-ব্যাটার ব্যাট হাতে ব্যর্থ সেই আস্থার মর্যাদা দিতে ৷ রবিবাসরীয় মেলবোর্নে মোক্ষম সময় ব্যাট হাতে নেমে 2 বলে 1 রান করে আউট হন কার্তিক ৷ দলের প্রয়োজন তখন 2 বলে 2 রান ৷ যদিও কার্তিকের ব্যর্থতা ঢেকে অন্তিম বলে দলকে স্মরণীয় জয় এনে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravi Ashwin scored the winning run against Pakistan) ৷ তাই ফিঙ্গার স্পিনারের প্রতি কৃতজ্ঞ কার্তিক (Dinesh Karthik is grateful to Ravi Ashwin) ৷ সিডনি পৌঁছে অন-ক্যামেরায় অশ্বিনকে ধন্যবাদও জানালেন তিনি ৷

আসলে কার্তিক ভালোই জানেন, রবিবার ম্যাচের ফল কোনওভাবে ভারতের পক্ষে না গেলে তাঁর মুণ্ডপাত চলত ইন্টারনেটে ৷ সোশাল মিডিয়ায় বসে যেত খাপ পঞ্চায়েত ৷ তাই অশ্বিনকে আলাদা করে ধন্যবাদ জ্ঞাপন করতে ভুললেন না স্টাম্পার-ব্যাটার ৷ মঙ্গলবার সকালে বিসিসিআই'য়ের তরফে সিডনি টাচডাউনের একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷ সেখানেই অশ্বিনকে কৃতজ্ঞতা জানান কার্তিক ৷

ডাচ চ্যালেঞ্জ সামলাতে সিডনিতে কোহলিরা

আরও পড়ুন: প্লেটে বাবরদের হার সাজিয়ে দিলেন কোহলি, পাক ফুড ডেলিভারি সংস্থাকে খোঁচা জোম্যাটোর

ভিডিয়োয় কার্তিক সতীর্থ অশ্বিনকে বলছেন, "ধন্যবাদ গতকাল আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য ৷ শান্ত এবং ধীরস্থির ৷" এই পুরো বিষয়টা যদিও ঘটেছে মজার ছলেই ৷ অশ্বিনও হাসিমুখে কার্তিকের তারিফ গ্রহণ করেছেন ৷ উল্লেখ্য, সোমবারই সিডনিতে পৌঁছে গিয়েছে রোহিতব্রিগেড ৷ বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ডাচ চ্যালেঞ্জ সামলাবে তাঁরা (India to face Netherlands on Thursday) ৷ তবে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির অতিমানবিক ইনিংস এবং থ্রিলার জয়ে এখনও কাবু ভারতীয় শিবির ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.