ETV Bharat / sports

Dinesh Karthik-Dipika Pallikal : কার্তিক-দীপিকার কোল আলো করে এল যমজ পুত্রসন্তান

মরুশহরে নাইটদের হয়ে আইপিএল পর্ব শেষ করে স্ত্রী'র পাশে থাকতেই দেশে ফিরেছেন ডিকে ৷ তার আগে বিলেতের মাটিতে ধারাভাষ্যকার হিসেবে নয়া ইনিংসের সূচনা করেছিলেন কার্তিক ৷

Dinesh Karthik-Dipika Pallikal
কার্তিক-পাল্লিকলের কোল আলো করে এল যমজ সন্তান
author img

By

Published : Oct 29, 2021, 7:28 AM IST

চেন্নাই, 29 অক্টোবর : যমজ পুত্রসন্তানের বাবা হলেন ভারতের তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক ৷ সম্প্রতি যমজ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কার্তিকের স্ত্রী দীপিকা পাল্লিকল ৷ যিনি নিজেও দেশের একজন তারকা অ্যাথলিট ৷ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই সদ্যোজাতর সঙ্গে ছবি পোস্ট করে খুশির খবর শেয়ার করে নেন ক্রীড়াজগতের এই তারকা দম্পতি ৷ দুই সদ্যোজাতের নামও প্রকাশ্যে এনেছেন কার্তিক ৷

এদিন সোশ্যাল মিডিয়ায় নাইটদের প্রাক্তন অধিনায়ক, স্ত্রী এবং যমজ সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, "তিন (পোষ্যকে নিয়ে) থেকে আমরা পাঁচ হলাম ৷ ঈশ্বর দীপিকা এবং আমাকে দুই ফুটফুটে পুত্রসন্তান দিয়ে আশীর্বাদ করেছেন ৷ কবীর পাল্লিকল কার্তিক এবং জিয়ান পাল্লিকল কার্তিক ৷ এর চেয়ে খুশির খবর আর কিছু হয় না ৷" সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের একই বার্তা দিয়েছেন দেশের স্কোয়াশ তারকা দীপিকা ৷

  • And just like that 3 became 5 🤍
    Dipika and I have been blessed with two beautiful baby boys 👶

    Kabir Pallikal Karthik
    Zian Pallikal Karthik

    and we could not be happier ❤️ pic.twitter.com/Rc2XqHvPzU

    — DK (@DineshKarthik) October 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মরুশহরে নাইটদের হয়ে আইপিএল পর্ব শেষ করে স্ত্রী'র পাশে থাকতেই দেশে ফিরেছেন ডিকে ৷ এর আগে বিলেতের মাটিতে ধারাভাষ্যকার হিসেবে নয়া ইনিংসের সূচনা করেছিলেন দেশের জার্সিতে 26 টেস্ট, 94 ওয়ান-ডে এবং 32টি টি-20 খেলা স্টাম্পার-ব্য়াটার ৷

আরও পড়ুন : ক্ষমা চাইলেন ডি'কক, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে 'হাঁটু মুড়ে' জানাবেন প্রতিবাদ

সোশ্যাল মিডিয়ায় তারকা অ্যাথলিট জুটিকে এদিন অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দেন অনুরাগীরা ৷ উল্লেখ্য, কার্তিক-পত্নী দীপিকা হলেন দেশের প্রথম স্কোয়াশ খেলোয়াড় যিনি বিশ্ব ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে জায়গা করে নিয়েছিলেন ৷ এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে দেশকে একাধিক পদক এনে দিয়েছেন দীপিকা ৷ মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে 2022 কমনওয়েলথ গেমসের জন্য দীপিকা শীঘ্রই প্রস্তুতি শুরু করবেন বলে মনে করছেন অনুরাগীরা ৷

চেন্নাই, 29 অক্টোবর : যমজ পুত্রসন্তানের বাবা হলেন ভারতের তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক ৷ সম্প্রতি যমজ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কার্তিকের স্ত্রী দীপিকা পাল্লিকল ৷ যিনি নিজেও দেশের একজন তারকা অ্যাথলিট ৷ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই সদ্যোজাতর সঙ্গে ছবি পোস্ট করে খুশির খবর শেয়ার করে নেন ক্রীড়াজগতের এই তারকা দম্পতি ৷ দুই সদ্যোজাতের নামও প্রকাশ্যে এনেছেন কার্তিক ৷

এদিন সোশ্যাল মিডিয়ায় নাইটদের প্রাক্তন অধিনায়ক, স্ত্রী এবং যমজ সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, "তিন (পোষ্যকে নিয়ে) থেকে আমরা পাঁচ হলাম ৷ ঈশ্বর দীপিকা এবং আমাকে দুই ফুটফুটে পুত্রসন্তান দিয়ে আশীর্বাদ করেছেন ৷ কবীর পাল্লিকল কার্তিক এবং জিয়ান পাল্লিকল কার্তিক ৷ এর চেয়ে খুশির খবর আর কিছু হয় না ৷" সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের একই বার্তা দিয়েছেন দেশের স্কোয়াশ তারকা দীপিকা ৷

  • And just like that 3 became 5 🤍
    Dipika and I have been blessed with two beautiful baby boys 👶

    Kabir Pallikal Karthik
    Zian Pallikal Karthik

    and we could not be happier ❤️ pic.twitter.com/Rc2XqHvPzU

    — DK (@DineshKarthik) October 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মরুশহরে নাইটদের হয়ে আইপিএল পর্ব শেষ করে স্ত্রী'র পাশে থাকতেই দেশে ফিরেছেন ডিকে ৷ এর আগে বিলেতের মাটিতে ধারাভাষ্যকার হিসেবে নয়া ইনিংসের সূচনা করেছিলেন দেশের জার্সিতে 26 টেস্ট, 94 ওয়ান-ডে এবং 32টি টি-20 খেলা স্টাম্পার-ব্য়াটার ৷

আরও পড়ুন : ক্ষমা চাইলেন ডি'কক, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে 'হাঁটু মুড়ে' জানাবেন প্রতিবাদ

সোশ্যাল মিডিয়ায় তারকা অ্যাথলিট জুটিকে এদিন অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দেন অনুরাগীরা ৷ উল্লেখ্য, কার্তিক-পত্নী দীপিকা হলেন দেশের প্রথম স্কোয়াশ খেলোয়াড় যিনি বিশ্ব ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে জায়গা করে নিয়েছিলেন ৷ এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে দেশকে একাধিক পদক এনে দিয়েছেন দীপিকা ৷ মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে 2022 কমনওয়েলথ গেমসের জন্য দীপিকা শীঘ্রই প্রস্তুতি শুরু করবেন বলে মনে করছেন অনুরাগীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.