মুম্বই, 6 মে : পঞ্চদশ আইপিএলে পারফরম্যান্সের বিচারে সবচেয়ে অধারাবাহিক তারা ৷ টানা দু'টি ম্যাচে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ৷ একটিতে জয় তো পরের ম্যাচেই হার ৷ এভাবেই চলছে 2020-র ফাইনালিস্টদের ৷ সেই ধারা বজায় রেখে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের পর বৃহস্পতিবার সানরাইজার্সকে হারাল দিল্লি ৷ তবে উল্লেখযোগ্যভাবে সহজ জয়ে লিগ টেবিলে পাঁচে উঠে এল তারা ৷ সৌজন্যে ডেভিড ওয়ার্নার এবং রোভমান পাওয়েলের বিধ্বংসী ব্যাটিং ৷ সঙ্গে বল হাতে দুরন্ত খলিল আহমেদ ৷ ব্র্যাবোর্ন স্টেডিয়ামে এদিন পন্থের দল জিতল 21 রানে (Delhi Capitals beat Sunrisers Hyderabad by 21 runs) ৷ বিফলে গেল ব্যাট হাতে এইডেন মার্করাম এবং নিকোলাস পুরানের ঝোড়ো ইনিংস ৷
টস জিতে দিল্লিকে এদিন ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান হায়দরাবাদ অধিনায়ক উইলিয়ামসন ৷ শূন্য রানে ফেরেন ওপেনার মনদীপ সিং ৷ লম্বা হয়নি মিচেল মার্শ এবং পন্থের ইনিংসও ৷ তবে আরেক ওপেনার ওয়ার্নারের সঙ্গে জুটি বেঁধে মসৃণ গতিতে রান তোলা শুরু করেছিলেন অধিনায়ক ৷ 10 রানে ফেরেন মার্শ, 1টি চার এবং 3টি ছয় হাঁকিয়ে 16 বলে 26 করেন পন্থ ৷ এরপর ব্র্যাবোর্নে ওয়ার্নার-পাওয়েলের ব্যাটিং বিস্ফোরণ ৷ 66 বলে দুই ব্যাটারের অবিভক্ত জুটিতে ওঠে 122 রান ৷ তাতে ভর করেই 20 ওভারে 3 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 207 রান তোলে দিল্লি ৷
আরও পড়ুন : বিরাটের নজির ছোঁয়ার দিনেই কোহলির কাছে হার ধোনির
12টি চার, 3টি ছয়ে 58 বলে 92 রানে অপরাজিত থাকেন অজি ওপেনার ওয়ার্নার (David Warner hits 92 runs from 58 balls) ৷ অন্যদিকে 3টি চার এবং ছয় ছক্কায় 35 বলে অপরাজিত 67 রান আসে পাওয়েলের ব্যাটে (Rovman Powell scores 67 runs from 35 balls) ৷ পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে মার্করামের 25 বলে 42 এবং পুরানের 34 বলে 62 রান যথেষ্ট ছিল না হায়দরাবাদের জন্য ৷ 8 উইকেট হারিয়ে 20 ওভারে 186 রানের বেশি তুলতে পারেনি তারা ৷ দিল্লির হয়ে বল হাতে সবচেয়ে সফল খলিল 30 রানে নেন 3 উইকেট (Khaleel Ahmed takes 3 wickets) ৷ এই হারের ফলে লিগ টেবিলে ছ'য়ে নেমে গেল উইলিয়ামসন ব্রিগেড ৷ সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়েও (10 ম্যাচে 10 পয়েন্ট) রান-রেটে পাঁচে উঠে এল দিল্লি ৷