ETV Bharat / sports

ধোনির নামে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা প্রাক্তন ক্রিকেটারের - মানহানির মামলা

Defamation Case File Against MS Dhoni: ধোনির বিরুদ্ধে এবার মানহানির মামলা দায়ের হল দিল্লি হাইকোর্টে ৷ 16 কোটি টাকার প্রতারণার অভিযোগে পালটা প্রাক্তন ভারত অধিনায়কের বিরুদ্ধে এই মানহানির মামলা করেছে আরকা স্পোর্টস ম্যানেজমেন্ট ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 11:09 AM IST

নয়াদিল্লি, 17 জানুয়ারি: 16 কোটির প্রতারণার মামলার পালটা এবার মানহানির অভিযোগ ৷ আর সেই অভিযোগে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন, তাঁর প্রাক্তন ব্যবসায়িক অংশীদার মিহির দিবাকর ৷ 18 জানুয়ারি বিচারপতি প্রতিভা সিংয়ের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে ৷

মিহির দিবাকর এবং তাঁর স্ত্রী সৌম্যা দাস এই মামলায় উল্লেখ করেছেন, বিশ্বকাপজয়ী অধিনায়ক তাঁদের বিরুদ্ধে মিথ্যে ও মনগড়া অভিযোগ করছেন ৷ ধোনির অভিযোগ অনুযায়ী, দিবাকর এবং সৌম্য 2017 সালে হওয়া ব্যবসায়ীক চুক্তি লঙ্ঘন করেছেন ৷ যেখানে 15 কোটি টাকার প্রতারণার অভিযোগ এনেছেন ধোনি ৷ এ নিয়ে রাঁচির আদালতে এই দম্পতির বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করেছেন তিনি ৷ গত 6 জানুয়ারি এ নিয়ে ধোনির আইনজীবী দয়ানন্দ শর্মা একটি সাংবাদিক বৈঠকও করেছিলেন ৷

দিবাকর এবং তাঁর স্ত্রী মানহানির মামলায় অভিযোগ করেছেন, রাঁচির আদালতে সেই মামলার শুনানি চলছে ৷ কিন্তু, আদালত কোনও নির্দেশ দেওয়ার আগেই ধোনির আইনজীবী সংবাদ মাধ্যমে দম্পতির বিরুদ্ধে একাধিক মিথ্যে ও মনগড়া অভিযোগ তুলেছেন ৷ মানহানির আবেদনে বলা হয়েছে, ধোনি বা তাঁর লোকজন যাতে দম্পতির বিরুদ্ধে প্রকাশ্যে কোনও অভিযোগ তোলা থেকে বিরত থাকেন ৷ বিশেষভাবে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন, এক্স, গুগল, ইউটিউব, মেটা ও সংবাদ মাধ্যমে এই ধরনের খবর সম্প্রপ্রচার বন্ধ করার আবেদন জানিয়েছেন তাঁরা ৷

উল্লেখ্য, মিহির দিবাকর 2000 সালে আয়োজিত অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন ৷ দিবাকর এবং তাঁর স্ত্রী আরকা স্পোর্টস ম্যানেজমেন্টের ডিরেক্টর ৷ 2017 সালে তাঁরা ধোনির সঙ্গে যোগাযোগ করেন ব্যবসায়িক চুক্তির জন্য ৷ চুক্তি অনুযায়ী, দেশে ও বিদেশে আরকা স্পোর্ট ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করবে ৷ যেখানে এমএস-কে ওই সংস্থা ফ্র্যাঞ্চাইজি ফি-র পুরোটা দেবে ৷ সেই সঙ্গে লভ্যাংশ ধোনি এবং সংস্থার ডিরেক্টরদের মধ্যে 70:30 হারে ভাগ হবে ৷ কিন্তু, 2021 সালের 15 অগস্ট ধোনি সেই চুক্তির অথরিটি লেটার বাতিল করে দেন ৷

ধোনি অভিযোগ করেছেন, তার পরেও ওই সংস্থা তাঁর নাম ব্যবহার করে প্রায় 8-10টি ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করেছে ৷ এর ফলে প্রাক্তন ভারত অধিনায়কের প্রায় 16 কোটি টাকার ক্ষতি হয়েছে ৷ এই অভিযোগে দু’বার আইনি নোটিশ পাঠানো হয় দিবাকর এবং তাঁর স্ত্রীকে ৷ কিন্তু, তার কোনও জবাব দেননি তাঁরা ৷ এর পরেই রাঁচির নিম্ন আদালতে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন ধোনি ৷ এবার ধোনির বিরুদ্ধে পালটা মানহানির মামলা দায়ের করেছে আরকা স্পোর্টস ম্যানেজমেন্ট ৷

আরও পড়ুন:

  1. 16 কোটি টাকা প্রতারণার শিকার ধোনি, আদালতের দ্বারস্থ বিশ্বজয়ী অধিনায়ক
  2. ধোনিকে সম্মান জানাতে বিশেষ পদক্ষেপ, 7 নম্বর জার্সি সরিয়ে নিল বিসিসিআই
  3. ধোনির বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, আইপিএস অফিসারকে 15 দিনের কারাদণ্ড দিল মাদ্রাজ হাইকোর্ট

নয়াদিল্লি, 17 জানুয়ারি: 16 কোটির প্রতারণার মামলার পালটা এবার মানহানির অভিযোগ ৷ আর সেই অভিযোগে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন, তাঁর প্রাক্তন ব্যবসায়িক অংশীদার মিহির দিবাকর ৷ 18 জানুয়ারি বিচারপতি প্রতিভা সিংয়ের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে ৷

মিহির দিবাকর এবং তাঁর স্ত্রী সৌম্যা দাস এই মামলায় উল্লেখ করেছেন, বিশ্বকাপজয়ী অধিনায়ক তাঁদের বিরুদ্ধে মিথ্যে ও মনগড়া অভিযোগ করছেন ৷ ধোনির অভিযোগ অনুযায়ী, দিবাকর এবং সৌম্য 2017 সালে হওয়া ব্যবসায়ীক চুক্তি লঙ্ঘন করেছেন ৷ যেখানে 15 কোটি টাকার প্রতারণার অভিযোগ এনেছেন ধোনি ৷ এ নিয়ে রাঁচির আদালতে এই দম্পতির বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করেছেন তিনি ৷ গত 6 জানুয়ারি এ নিয়ে ধোনির আইনজীবী দয়ানন্দ শর্মা একটি সাংবাদিক বৈঠকও করেছিলেন ৷

দিবাকর এবং তাঁর স্ত্রী মানহানির মামলায় অভিযোগ করেছেন, রাঁচির আদালতে সেই মামলার শুনানি চলছে ৷ কিন্তু, আদালত কোনও নির্দেশ দেওয়ার আগেই ধোনির আইনজীবী সংবাদ মাধ্যমে দম্পতির বিরুদ্ধে একাধিক মিথ্যে ও মনগড়া অভিযোগ তুলেছেন ৷ মানহানির আবেদনে বলা হয়েছে, ধোনি বা তাঁর লোকজন যাতে দম্পতির বিরুদ্ধে প্রকাশ্যে কোনও অভিযোগ তোলা থেকে বিরত থাকেন ৷ বিশেষভাবে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন, এক্স, গুগল, ইউটিউব, মেটা ও সংবাদ মাধ্যমে এই ধরনের খবর সম্প্রপ্রচার বন্ধ করার আবেদন জানিয়েছেন তাঁরা ৷

উল্লেখ্য, মিহির দিবাকর 2000 সালে আয়োজিত অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন ৷ দিবাকর এবং তাঁর স্ত্রী আরকা স্পোর্টস ম্যানেজমেন্টের ডিরেক্টর ৷ 2017 সালে তাঁরা ধোনির সঙ্গে যোগাযোগ করেন ব্যবসায়িক চুক্তির জন্য ৷ চুক্তি অনুযায়ী, দেশে ও বিদেশে আরকা স্পোর্ট ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করবে ৷ যেখানে এমএস-কে ওই সংস্থা ফ্র্যাঞ্চাইজি ফি-র পুরোটা দেবে ৷ সেই সঙ্গে লভ্যাংশ ধোনি এবং সংস্থার ডিরেক্টরদের মধ্যে 70:30 হারে ভাগ হবে ৷ কিন্তু, 2021 সালের 15 অগস্ট ধোনি সেই চুক্তির অথরিটি লেটার বাতিল করে দেন ৷

ধোনি অভিযোগ করেছেন, তার পরেও ওই সংস্থা তাঁর নাম ব্যবহার করে প্রায় 8-10টি ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করেছে ৷ এর ফলে প্রাক্তন ভারত অধিনায়কের প্রায় 16 কোটি টাকার ক্ষতি হয়েছে ৷ এই অভিযোগে দু’বার আইনি নোটিশ পাঠানো হয় দিবাকর এবং তাঁর স্ত্রীকে ৷ কিন্তু, তার কোনও জবাব দেননি তাঁরা ৷ এর পরেই রাঁচির নিম্ন আদালতে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন ধোনি ৷ এবার ধোনির বিরুদ্ধে পালটা মানহানির মামলা দায়ের করেছে আরকা স্পোর্টস ম্যানেজমেন্ট ৷

আরও পড়ুন:

  1. 16 কোটি টাকা প্রতারণার শিকার ধোনি, আদালতের দ্বারস্থ বিশ্বজয়ী অধিনায়ক
  2. ধোনিকে সম্মান জানাতে বিশেষ পদক্ষেপ, 7 নম্বর জার্সি সরিয়ে নিল বিসিসিআই
  3. ধোনির বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, আইপিএস অফিসারকে 15 দিনের কারাদণ্ড দিল মাদ্রাজ হাইকোর্ট
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.