ETV Bharat / sports

Deepak Chahar : শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে জয়ের নেপথ্যে ধোনি - ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসে ধোনির অধীনে খেলেন দীপক চাহার ৷ শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য ৷ সামনেই টি-20 বিশ্বকাপ ৷ বিশ্বকাপ তাঁর অন্তর্ভুক্তি নিয়ে জোর চর্চা চলছে ৷ তবে এখনই সে নিয়ে ভাবতে নারাজ চাহার ৷

দীপক চাহার
দীপক চাহার
author img

By

Published : Jul 22, 2021, 4:35 PM IST

কলম্বো, 22 জুলাই : শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের নেপথ্যে কি মহেন্দ্র সিং ধোনি ৷ অন্তত ম্যাচের হিরো দীপক চাহার তাই মনে করেন ৷ ব্যাটে ও বলে অসাধারণ পারফরমেন্স ও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া চাহার বলছেন, রান তাড়া করে কীভাবে জিততে হয়, তা ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির থেকে শিখেছেন ৷

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে 69 রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান চাহার ৷ ভার্চুয়ালি সাংবাদিক বৈঠক থেকে চাহার বলেন, ‘‘আমার উপর মহেন্দ্র সিং ধোনির এক বিশাল প্রভাব আছে ৷ শুধু মাত্র সিএসকে থেকে নয়, আমরা যখন বড় হচ্ছি, তখন দেখেছি তিনি কীভাবে ম্যাচ ফিনিশ করছেন ৷ আমরা যখনই কথা বলি, ধোনি আমাকে বলেন, ম্যাচটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়াটা তোমার হাতে ৷ এবং তুমি যদি ওটা করতে পার, তাহলে তুমি বেশ কয়েকটা ওভার পাবে ম্যাচটিকে উত্তেজক করতে ৷ ম্যাচটাকে শেষ ওভার পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা ওইখান থেকেই ৷‘‘

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসে ধোনির অধীনে খেলেন দীপক চাহার ৷ শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য ৷ সামনেই টি-20 বিশ্বকাপ ৷ বিশ্বকাপ দলে তাঁর অন্তর্ভুক্তি জোর চর্চা চলছে ৷ তবে এখনই সে নিয়ে ভাবতে নারাজ চাহার ৷ বলছেন, ‘‘টি-20 বিশ্বকাপ এখনও অনেক দূরে ৷ আমার বর্তমান লক্ষ্য ব্যাটে বলে যখনই সুযোগ পাব, নিজের পারফরমেন্স উন্নতি করব ৷ দলে নির্বাচিত হওয়া আমার হাতে নেই ৷ কিন্তু ভাল পারফর্ম করা আমার হাতে আছে ৷’’

আরও পড়ুন : Olympics : 2032-এ অলিম্পিকস ব্রিসবেনে

নিজের ব্যাটিং নিয়েও উচ্ছসিত দীপক চাহার ৷ বলছেন, ‘‘আমি সৌভাগ্যবান যে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছি ৷ কারণ অনেকদিন ধরে আমি এই সুযোগটা খুঁজছিলাম ৷ শেষ দুই বছরে আমি ব্যাট করার সুযোগ পায়নি ৷ পেলেও এক বা দুই বল খেলার সুযোগ পেয়েছি ৷ ব্যাট হাতেও নিজেকে প্রমাণ করার জন্য এটা আমার কাছে ভাল সুযোগ ছিল ৷ এবং আমি খুব খুশি যে আমি নিজেকে প্রামাণ করতে পেরেছি ৷’’

কলম্বো, 22 জুলাই : শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের নেপথ্যে কি মহেন্দ্র সিং ধোনি ৷ অন্তত ম্যাচের হিরো দীপক চাহার তাই মনে করেন ৷ ব্যাটে ও বলে অসাধারণ পারফরমেন্স ও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া চাহার বলছেন, রান তাড়া করে কীভাবে জিততে হয়, তা ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির থেকে শিখেছেন ৷

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে 69 রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান চাহার ৷ ভার্চুয়ালি সাংবাদিক বৈঠক থেকে চাহার বলেন, ‘‘আমার উপর মহেন্দ্র সিং ধোনির এক বিশাল প্রভাব আছে ৷ শুধু মাত্র সিএসকে থেকে নয়, আমরা যখন বড় হচ্ছি, তখন দেখেছি তিনি কীভাবে ম্যাচ ফিনিশ করছেন ৷ আমরা যখনই কথা বলি, ধোনি আমাকে বলেন, ম্যাচটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়াটা তোমার হাতে ৷ এবং তুমি যদি ওটা করতে পার, তাহলে তুমি বেশ কয়েকটা ওভার পাবে ম্যাচটিকে উত্তেজক করতে ৷ ম্যাচটাকে শেষ ওভার পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা ওইখান থেকেই ৷‘‘

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসে ধোনির অধীনে খেলেন দীপক চাহার ৷ শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য ৷ সামনেই টি-20 বিশ্বকাপ ৷ বিশ্বকাপ দলে তাঁর অন্তর্ভুক্তি জোর চর্চা চলছে ৷ তবে এখনই সে নিয়ে ভাবতে নারাজ চাহার ৷ বলছেন, ‘‘টি-20 বিশ্বকাপ এখনও অনেক দূরে ৷ আমার বর্তমান লক্ষ্য ব্যাটে বলে যখনই সুযোগ পাব, নিজের পারফরমেন্স উন্নতি করব ৷ দলে নির্বাচিত হওয়া আমার হাতে নেই ৷ কিন্তু ভাল পারফর্ম করা আমার হাতে আছে ৷’’

আরও পড়ুন : Olympics : 2032-এ অলিম্পিকস ব্রিসবেনে

নিজের ব্যাটিং নিয়েও উচ্ছসিত দীপক চাহার ৷ বলছেন, ‘‘আমি সৌভাগ্যবান যে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছি ৷ কারণ অনেকদিন ধরে আমি এই সুযোগটা খুঁজছিলাম ৷ শেষ দুই বছরে আমি ব্যাট করার সুযোগ পায়নি ৷ পেলেও এক বা দুই বল খেলার সুযোগ পেয়েছি ৷ ব্যাট হাতেও নিজেকে প্রমাণ করার জন্য এটা আমার কাছে ভাল সুযোগ ছিল ৷ এবং আমি খুব খুশি যে আমি নিজেকে প্রামাণ করতে পেরেছি ৷’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.