সিডিনি, 2 জানুয়ারি: বিমানবন্দরে থেকে চুরি গেল ডেডিভ ওয়ার্নারের ব্যাগ ৷ মেলবোর্ন থেকে সিডনি বিমানবন্দরে আসার সময় চুরি যায় ব্যাগটি ৷ সেই ব্যাগেই ছিল ডেভিডের অস্ট্রেলিয়া দলের ব্যাগি গ্রিন টুপি ৷ পাকিস্তানের বিরুদ্ধে বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিদায়ী টেস্ট ম্যাচ খেলতে নামবেন ওয়ার্নার ৷ তার আগে সোশাল মিডিয়ায় তিনি সকলকে ব্যাগটি ফিরিয়ে দেওয়ার আবেদন জানালেন ৷
একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "বন্ধুরা এটাই আমার শেষ টেস্ট ম্যাচ ৷ কিন্তু কয়েক দিন আগে মেলবোর্ন থেকে যখন আমার লাগেজ সিডনিতে আসে তখন কোনওভাবে আমার ব্যাগটি চুরি যায় ৷ ওই ব্যাগেই আমার ব্যাগি গ্রিন টুপিটি ছিল ৷ কোয়ানটাস (বিমান কোম্পানি) জানিয়েছে তাঁরা সমস্ত ক্যামেরা ভালো করে খতিয়ে দেখেছে তাতে কোথাও আমাদের ব্য়াগ খোলা হয়েছে এমন কোনও প্রমাণ নেই ৷ কিন্তু বেশ কয়েকটা জায়গায় ব্লাইন্ড স্পট দেখা গিয়েছে ৷ অর্থাৎ ওই সমস্ত জায়গার কোনও ফুটেজ নেই ৷"
ওয়ার্নারের অনুরোধ, যদি ব্যাকপ্যাক পাওয়ার জন্য কেউ এটা করে থাকেন তাহলে ফিরিয়ে দিন। ব্যাগপ্যাক ফিরে পেলে ওয়ার্নার নিজেই সংশ্লিষ্ট ব্যক্তিকে অস্ট্রেলিয়া দলের একটি ব্যাকপ্যাক দেবেন ৷ তবে যে কোনও মূল্যে শেষবার টেস্ট ক্রিকেটে মাঠে নামার আগে তাঁর টুপিটি প্রয়োজন ৷ তিনি লেখেন, "কেউ যদি ব্যাগটি পেয়ে থাকেন তিনি প্লিজ আমার ব্যাগটি ফিরিয়ে দিন ৷ আপনি যদি চান আমার কাছে আরও একটি একইরকম ব্যাগ আছে সেটা আপনাকে দিতে পারি ৷"
ডেভিড ওয়ার্নার তাঁর শেষ টেস্ট খেলতে মাঠে নামবেন আর কয়েক ঘণ্টা পরেই ৷ টেস্ট ক্রিকেটে তিনি ইতিমধ্যেই করেছেন 8695 রান ৷ রয়েছে 26টি শতরানও ৷ প্রথমবার মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার প্রতিটি খেলোয়াড়কে যে টুপি উপহার দেওয়া হয় তাকেই বলে ব্যাগি গ্রিন ৷ এই টুপি প্রত্যেক খেলোয়াড়ের কাছেই অমূল্য ৷ সিডিনি টেস্টেও সেই টুপি পড়েই মাঠে নামতে চান ওয়ার্নার ৷ কিন্তু বিমানবন্দরে ব্যাগ হারিয়ে যাওয়ায় রীতিমতো হতাশ এই বাঁ-হাতি ওপেনার ৷
আরও পড়ুন: