মুম্বই, 12 এপ্রিল : চেন্নাই ফিরল চেন্নাইয়ে ৷ প্রথম চার ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা পঞ্চম ম্যাচে চড়ল রানের পাহাড়ে ৷ সৌজন্যে বিস্ফোরক শিবম দুবে এবং মারকাটারি রবিন উথাপ্পা ৷ শতরানের হ্যান্ডশেকিং দূরত্বে দাঁড়িয়ে ফিরলেন দু'জনেই ৷ তবে 4 উইকেট হারিয়ে দলকে পৌঁছে দিলেন 216 রানে (CSK set 217 runs target for RCB at DY Patil stadium) ৷ সবমিলিয়ে বোলাররা ঠিকঠাক দায়িত্ব পালন করলে প্রথম পয়েন্ট পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা ইয়েলো আর্মিদের ৷
ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এদিন টস জিতে চেন্নাইকে প্রথম ব্যাট করতে পাঠানোর সময় ফ্যাফ ডু'প্লেসি ঝড়ের পূর্বাভাস আঁচ করতে পারেননি ৷ যদিও এদিন শুরুতে ততটা সংহার মূর্তিতে পাওয়া যায়নি উথাপ্পাকে ৷ ধীরে-ধীরে খোলস ছেড়ে বেরোন রয়্যালস, নাইটদের প্রাক্তনী ৷ ফের ব্যর্থ রুতুরাজ গায়কোয়াড় ফেরেন 17 রানে ৷ মইন আলি করেন মাত্র 3 ৷ এরপরেই ডিওয়াই পাটিলে আছড়ে পড়ে টর্নেডো ৷
আরও পড়ুন : উইলিয়ামসন, পুরানের দাপটে 8 উইকেটে 'গুজরাত বধ' করল নিজামের শহর
আরসিবি বোলারদের বেধড়ক পিটিয়ে জুটিতে 165 রান (73 বল) তোলে রবিন উথাপ্পা-শিবম দুবে ৷ 4টি চার, 9টি ছয়ে 50 বলে 88 রানে আউট হন উথাপ্পা (Robin Uthappa hits 88 runs from 50 balls) ৷ আরও ভয়ঙ্কর শিবম দুবে 46 বলে 95 রান করে আউট হন ইনিংসের শেষ বলে (Shivam Dube scores 95 runs from 46 balls) ৷ তাঁর ইনিংস সাজানো ছিল 5টি চার, 8টি ছয়ে ৷ সবমিলিয়ে টানা চার ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা গতবারের চ্যাম্পিয়নরা স্বমহিমায় ফিরল বলাই যায় ৷ যদিও প্রথম জয়ের বিষয়টি এখন বোলারদের হাতেই ৷