ETV Bharat / sports

Ind-Pak : ভারত বনাম পাকিস্তান, স্নায়ুর ম্য়াচে নজরে থাকবেন যাঁরা - Jasprit Bumrah

দ্বিতীয় দফা আইপিএলের সৌজন্যে মাসখানেক আগে থেকেই মরুশহরে ক্রিকেট উৎসব ৷ আর ভারত-পাক ম্য়াচ যেন সেই উৎসবে অগ্রিম দিওয়ালি ৷ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অল-উইন রেকর্ড নিয়ে আগামিকাল নামছেন বিরাট কোহলিরা ৷ অন্যদিকে বাবর আজমের দলের কাছে অগ্নিপরীক্ষা ৷

Ind-Pak
ভারত বনাম পাকিস্তান, স্নায়ুর ম্য়াচে নজরে থাকবেন যাঁরা
author img

By

Published : Oct 23, 2021, 5:39 PM IST

Updated : Oct 23, 2021, 6:19 PM IST

দুবাই, 23 অক্টোবর : রবিবাসরীয় দুবাইয়ের সব পথ গিয়ে মিশবে শহরের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৷ খাতায়-কলমে বিশ্বক্রিকেটের সবচেয়ে হাইভোল্টেজ লড়াইয়ের আগে মরুশহরের উত্তাপ যে অনেকটা বেড়ে গিয়েছে সে বিষয়ে সন্দেহ নেই ৷ যতই নিরপেক্ষ ভেন্যুতে খেলা হোক, ভারত-পাক মহারণ নিয়ে পৃথিবীর যে কোনও প্রান্তে আবেগের বিস্ফোরণ অনাবিল ৷ অন্যথা নয় বুর্জ খালিফার শহরও ৷

দ্বিতীয় দফা আইপিএলের সৌজন্যে মাসখানেক আগে থেকেই মরুশহরে ক্রিকেট উৎসব ৷ আর ভারত-পাক ম্য়াচ যেন সেই উৎসবে অগ্রিম দিওয়ালি ৷ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অল-উইন রেকর্ড নিয়ে আগামিকাল নামছেন বিরাট কোহলিরা ৷ অন্যদিকে বাবর আজমের দলের কাছে অগ্নিপরীক্ষা ৷ ম্য়াচটা জিতলে সমর্থকেরা কাঁধে তুলে নাচবেন সেকথা ভালই জানেন বাবররা ৷ অন্যদিকে কোহলিদের দায়িত্ব ইতিহাস অক্ষুণ্ণ রাখার ৷ কিন্তু স্নায়ুর এই ম্য়াচে নজরে থাকবেন কারা, দেখে নেওয়া যাক একঝলকে ৷

ভারতীয় দলের সম্ভাব্য তারকারা : 52.65 ব্য়াটিং গড়ে 89টি আন্তর্জাতিক টি-20 খেলা ভারত অধিনায়ক বিরাট কোহলি টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন সামনে থেকে ৷ ম্য়াচের হৃদস্পন্দন বুঝে দায়িত্ব কাঁধে তুলে নিতে কোহলির জুড়ি মেলা ভার ৷ 2016 টি-20 বিশ্বকাপে ভারতের জয়ে মাত্র 37 বলে কোহলির ব্য়াট থেকে এসেছিল অপরাজিত 55 রান ৷

সঙ্গী হিসেবে 'হিটম্য়ান' রোহিত শর্মা বিশেষজ্ঞদের তুরুপের তাস ৷ আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 4টি শতরান, ঝুলিতে তিন হাজারের কাছাকাছি রান নিয়ে 'পাক বধে' রোহিত যেন কোহলির পাশে 'দোসর সুগ্রীব' ৷ পরিচিত পুল শটে মুম্বইকর বাবরদের রবিবার স্টেডিয়ামের বাইরে পাঠাতে পারেন কি না, নজর থাকবে সেদিকেই ৷

বোলিং বিভাগে টিম ইন্ডিয়ার ভরসার শালগ্রাম শিলা জসপ্রীত বুমরা ৷ 49টি টি-20 ম্য়াচে বুম বুম বুমরার 59 উইকেট যে কোনও দলের কাছে সমীহের কারণ ৷ সম্প্রতি মরুশহরে আইপিএলেও দারুণ ছন্দে ছিলেন গুজরাত পেসার ৷

আরও পড়ুন : অভিজ্ঞ বোলিং আক্রমণকে হাতিয়ার করে কোহলিদের বিরুদ্ধে লড়াইয়ের হুঙ্কার বাবরের

পাকিস্তানের সম্ভাব্য তারকারা : ভারতের কোহলি থাকলে পাকিস্তান পালটা বুক বাঁধছে বাবর আজমকে নিয়ে ৷ সংক্ষিপ্ত ফরম্যাটে 20টি অর্ধশতরান, 1টি শতরান এবং সর্বোপরি 46.89 ব্য়াটিং গড় অন্য যে কোনও ব্য়াটসম্য়ানের কাছে ঈর্ষার কারণ ৷

নজর থাকবে ওপেনিংয়ে সাম্প্রতিক সময়ে বাবরকে ভরসা জোগানো ব্যাটার মহম্মদ রিজওয়ানের দিকেও ৷ 48.40 টি-20 ব্যাটিং গড়ে 43 ম্য়াচে 1065 রানের মালিক পাক দলের ব্যাটিং বিভাগে তুরুপের তাস হতেই পারেন ৷

পাক বোলিং বিভাগে শাহিন আফ্রিদি সবচেয়ে বড় আশঙ্কার কারণ কোহলিদের ৷ তাঁর 30 ম্যাচে 32 উইকেট নেওয়ার পরিসংখ্য়ান এবং সাম্প্রতিক সময়ে তাঁর বিধ্বংসী স্পেল ভয়ের কারণ যে কোনও দলের কাছে ৷

দুবাই, 23 অক্টোবর : রবিবাসরীয় দুবাইয়ের সব পথ গিয়ে মিশবে শহরের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৷ খাতায়-কলমে বিশ্বক্রিকেটের সবচেয়ে হাইভোল্টেজ লড়াইয়ের আগে মরুশহরের উত্তাপ যে অনেকটা বেড়ে গিয়েছে সে বিষয়ে সন্দেহ নেই ৷ যতই নিরপেক্ষ ভেন্যুতে খেলা হোক, ভারত-পাক মহারণ নিয়ে পৃথিবীর যে কোনও প্রান্তে আবেগের বিস্ফোরণ অনাবিল ৷ অন্যথা নয় বুর্জ খালিফার শহরও ৷

দ্বিতীয় দফা আইপিএলের সৌজন্যে মাসখানেক আগে থেকেই মরুশহরে ক্রিকেট উৎসব ৷ আর ভারত-পাক ম্য়াচ যেন সেই উৎসবে অগ্রিম দিওয়ালি ৷ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অল-উইন রেকর্ড নিয়ে আগামিকাল নামছেন বিরাট কোহলিরা ৷ অন্যদিকে বাবর আজমের দলের কাছে অগ্নিপরীক্ষা ৷ ম্য়াচটা জিতলে সমর্থকেরা কাঁধে তুলে নাচবেন সেকথা ভালই জানেন বাবররা ৷ অন্যদিকে কোহলিদের দায়িত্ব ইতিহাস অক্ষুণ্ণ রাখার ৷ কিন্তু স্নায়ুর এই ম্য়াচে নজরে থাকবেন কারা, দেখে নেওয়া যাক একঝলকে ৷

ভারতীয় দলের সম্ভাব্য তারকারা : 52.65 ব্য়াটিং গড়ে 89টি আন্তর্জাতিক টি-20 খেলা ভারত অধিনায়ক বিরাট কোহলি টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন সামনে থেকে ৷ ম্য়াচের হৃদস্পন্দন বুঝে দায়িত্ব কাঁধে তুলে নিতে কোহলির জুড়ি মেলা ভার ৷ 2016 টি-20 বিশ্বকাপে ভারতের জয়ে মাত্র 37 বলে কোহলির ব্য়াট থেকে এসেছিল অপরাজিত 55 রান ৷

সঙ্গী হিসেবে 'হিটম্য়ান' রোহিত শর্মা বিশেষজ্ঞদের তুরুপের তাস ৷ আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 4টি শতরান, ঝুলিতে তিন হাজারের কাছাকাছি রান নিয়ে 'পাক বধে' রোহিত যেন কোহলির পাশে 'দোসর সুগ্রীব' ৷ পরিচিত পুল শটে মুম্বইকর বাবরদের রবিবার স্টেডিয়ামের বাইরে পাঠাতে পারেন কি না, নজর থাকবে সেদিকেই ৷

বোলিং বিভাগে টিম ইন্ডিয়ার ভরসার শালগ্রাম শিলা জসপ্রীত বুমরা ৷ 49টি টি-20 ম্য়াচে বুম বুম বুমরার 59 উইকেট যে কোনও দলের কাছে সমীহের কারণ ৷ সম্প্রতি মরুশহরে আইপিএলেও দারুণ ছন্দে ছিলেন গুজরাত পেসার ৷

আরও পড়ুন : অভিজ্ঞ বোলিং আক্রমণকে হাতিয়ার করে কোহলিদের বিরুদ্ধে লড়াইয়ের হুঙ্কার বাবরের

পাকিস্তানের সম্ভাব্য তারকারা : ভারতের কোহলি থাকলে পাকিস্তান পালটা বুক বাঁধছে বাবর আজমকে নিয়ে ৷ সংক্ষিপ্ত ফরম্যাটে 20টি অর্ধশতরান, 1টি শতরান এবং সর্বোপরি 46.89 ব্য়াটিং গড় অন্য যে কোনও ব্য়াটসম্য়ানের কাছে ঈর্ষার কারণ ৷

নজর থাকবে ওপেনিংয়ে সাম্প্রতিক সময়ে বাবরকে ভরসা জোগানো ব্যাটার মহম্মদ রিজওয়ানের দিকেও ৷ 48.40 টি-20 ব্যাটিং গড়ে 43 ম্য়াচে 1065 রানের মালিক পাক দলের ব্যাটিং বিভাগে তুরুপের তাস হতেই পারেন ৷

পাক বোলিং বিভাগে শাহিন আফ্রিদি সবচেয়ে বড় আশঙ্কার কারণ কোহলিদের ৷ তাঁর 30 ম্যাচে 32 উইকেট নেওয়ার পরিসংখ্য়ান এবং সাম্প্রতিক সময়ে তাঁর বিধ্বংসী স্পেল ভয়ের কারণ যে কোনও দলের কাছে ৷

Last Updated : Oct 23, 2021, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.