ETV Bharat / sports

বিশ্বকাপ দলে পন্থের জায়গায় কার্তিক কেন ? জানালেন প্রসাদ - ধোনি

বিশ্বকাপে 15 সদস্যের দল ঘোষণা করল BCCI। প্রত্যাশিতভাবে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। সহ-অধিনায়ক রোহিত শর্মা। চমক অন্য জায়গায়। বিশ্বকাপের দলে সুযোগ দেওয়া হয়নি ঋষভ পান্থকে। তাঁর জায়গায় এসেছেন দীনেশ কার্তিক।

ঋষভ পন্থ
author img

By

Published : Apr 15, 2019, 4:31 PM IST

Updated : Apr 15, 2019, 4:55 PM IST

মুম্বই, 15 এপ্রিল : বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করল BCCI। প্রত্যাশিতভাবে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। সহ-অধিনায়ক রোহিত শর্মা। চমক অন্য জায়গায়। বিশ্বকাপের দলে সুযোগ দেওয়া হয়নি ঋষভ পান্থকে। তাঁর জায়গায় এসেছেন দীনেশ কার্তিক।

গত বেশ কয়েকটি সিরিজ়ে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন ঋষভ। তিনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মাটিতেও ভালো ব্যাটিং করেছেন। তবে, উইকেট কিপিংয়ে ততটা মন জয় করতে পারেননি। অন্যদিকে কার্তিক অভিজ্ঞ কিপার। ব্যাটিংয়ের হাত নেহাত মন্দ নয়। নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ম্যাচ জেতানো ইনিংস মনে রাখার মতো। তবে, চলতি IPL-এ তিনি দাগ কাটতে পারেননি। তা সত্ত্বেও বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। যা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, তরুণ তুর্কি ঋষভকে বাদ দিয়ে কেন বুড়ো ঘোড়া কার্তিকের দিকে ছুটলেন নির্বাচকরা ?

এই সংক্রান্ত আরও খবর :

বিশ্বকাপের দল ঘোষণা, অধিনায়ক কোহলি; রয়েছেন শামি, বাদ পন্থ

কার্তিককে দলে নেওয়ার কারণ জানিয়েছেন BCCI নির্বাচক কমিটির চেয়ারম্যান এম এস কে প্রসাদ। তাঁর কথায়, "ধোনি প্রথম একাদশে অটোমেটিক চয়েস। তিনি চোট পেলে কার্তিক অথবা পান্থের কথা আমরা ভাবছিলাম। মাথায় রাখতে হচ্ছিল, যদি চোটটা সেমিফাইনাল ম্যাচে লাগে তাহলে কী হবে ? সেক্ষেত্রে ইংল্যান্ডের মাটিতে উইকেট কিপিং বেশি গুরুত্বপূর্ণ। আমরা অভিজ্ঞ কিপারের খোঁজ করছিলাম। তাই, সুযোগ পেয়েছেন কার্তিক।"

মুম্বই, 15 এপ্রিল : বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করল BCCI। প্রত্যাশিতভাবে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। সহ-অধিনায়ক রোহিত শর্মা। চমক অন্য জায়গায়। বিশ্বকাপের দলে সুযোগ দেওয়া হয়নি ঋষভ পান্থকে। তাঁর জায়গায় এসেছেন দীনেশ কার্তিক।

গত বেশ কয়েকটি সিরিজ়ে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন ঋষভ। তিনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মাটিতেও ভালো ব্যাটিং করেছেন। তবে, উইকেট কিপিংয়ে ততটা মন জয় করতে পারেননি। অন্যদিকে কার্তিক অভিজ্ঞ কিপার। ব্যাটিংয়ের হাত নেহাত মন্দ নয়। নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ম্যাচ জেতানো ইনিংস মনে রাখার মতো। তবে, চলতি IPL-এ তিনি দাগ কাটতে পারেননি। তা সত্ত্বেও বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। যা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, তরুণ তুর্কি ঋষভকে বাদ দিয়ে কেন বুড়ো ঘোড়া কার্তিকের দিকে ছুটলেন নির্বাচকরা ?

এই সংক্রান্ত আরও খবর :

বিশ্বকাপের দল ঘোষণা, অধিনায়ক কোহলি; রয়েছেন শামি, বাদ পন্থ

কার্তিককে দলে নেওয়ার কারণ জানিয়েছেন BCCI নির্বাচক কমিটির চেয়ারম্যান এম এস কে প্রসাদ। তাঁর কথায়, "ধোনি প্রথম একাদশে অটোমেটিক চয়েস। তিনি চোট পেলে কার্তিক অথবা পান্থের কথা আমরা ভাবছিলাম। মাথায় রাখতে হচ্ছিল, যদি চোটটা সেমিফাইনাল ম্যাচে লাগে তাহলে কী হবে ? সেক্ষেত্রে ইংল্যান্ডের মাটিতে উইকেট কিপিং বেশি গুরুত্বপূর্ণ। আমরা অভিজ্ঞ কিপারের খোঁজ করছিলাম। তাই, সুযোগ পেয়েছেন কার্তিক।"

New Delhi, Apr 15 (ANI): Arjun Kapoor, on Monday, put out on his Instagram handle the poster of his upcoming film 'India's Most Wanted'. "I am proud to present to all of you, an unbelievable story inspired by true events. Teaser out tomorrow. Indias Most Wanted," the caption read.The film is helmed by Raj Kumar Gupta who directed movies like 'No One Killed Jessica' and 'Raid' will release its teaser tomorrow.The 'Ki and Ka' actor is also busy with the filming of 'Panipat', which is being directed by Ashutosh Gowariker.The historical drama also features Sanjay Dutt, Kriti Sanon and Madhuri Dixit in lead roles and is based on the third battle of Panipat, which was fought between Marathas and Ahmad Shah Abdali in 1761.The film 'India's Most Wanted' is slated to hit the silver screen on May 24.
Last Updated : Apr 15, 2019, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.