কলকাতা, 7 সেপ্টেম্বর: রাত পোহালেই কলকাতায় আসছে বিশ্বকাপ ট্রফি। দেশের বিভিন্ন শহরে পরিক্রমা সেরে কলকাতায় আসছে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। বিশ্বকাপ ক্রিকেটের বল গড়াতে আর বাকি মাত্র একমাস। 5 অক্টোবর শুরু হচ্ছে ক্রিকেটের মহাযজ্ঞ। একটি সেমিফাইনাল-সহ 5টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে কলকাতা। বিশ্বকাপে নব কলেবরে ধরা দেবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স।
আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে ইডেন সামনে আসবে নতুন চেহারায়। তার আগে শহরে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ট্রফি। বিশ্বকাপ ট্রফিকে অভ্যর্থনা জানাতে তৈরি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, "প্রথমবার শহরে বিশ্বকাপ ট্রফি আসছে। আমরা ট্রফি মাঠে দেখি। এবার সকলে সামনে থেকে দেখার সুযোগ পাচ্ছে। এই উপলক্ষে আতসবাজির প্রদর্শনী থাকছে। এছাড়াও বাংলার অর্জুন পুরস্কার জয়ী ক্রীড়াবিদদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। লিয়েন্ডার পেজ থাকার চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন।"
আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে বাইচুং ভুটিয়ার কাছে। আমন্ত্রিত হলেও সম্ভবত আসতে পারবেন না ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আরও জানিয়েছেন, ইতিমধ্যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা ইডেন ঘুরে ব্যবস্থাপনা দেখে গিয়েছেন। পাকিস্তানের কোনও প্রতিনিধি এখনও ইডেন পরিদর্শনে আসেননি। আসার কোনও ইঙ্গিত নেই। ভারত দু'টো গুরুত্বপূর্ণ ম্যাচ ইডেনে খেলবে। সেমিফাইনাল খেলার সুযোগ রয়েছে। স্বাভাবিকভাবেই নিরাপত্তার বন্দোবস্ত ঠিক রাখা বড় চ্যালেঞ্জ।
সিএবি প্রেসিডেন্ট বলছেন, "বিশ্বকাপের প্রতিটি ম্যাচই নিরাপত্তার দিক থেকে সমান গুরুত্বপূর্ণ। বিষয়টি কলকাতা পুলিশ তদারকি করবে। এর আগে তাদের পাকিস্তান ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। এবার উৎসবের মরশুমে বিশ্বকাপ ম্যাচ আয়োজনের দায়িত্ব। গঙ্গাসাগর মেলার সময় শ্রীলঙ্কা ম্যাচ হয়েছিল ইডেনে। সেই ম্যাচের ঝক্কি নিখুঁতভাবে সামলেছিল কলকাতা পুলিশ। এবারও তারা কোনও খামতি রাখবে না, নিশ্চিত।" শহরে ট্রফি ট্যুরের পরের দিন সিএবির বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান। এবছর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হবে। এবছরই প্রথম সঙ্গীতের অনুষ্ঠান করা হচ্ছে। নচিকেতা গান গাইবেন। প্রধান অতিথি হিসেবে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত থাকছেন।
আরও পড়ুন: স্থগিত আইওসি’র বৈঠক, পিছিয়ে গেল অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত