লন্ডন, 18 মে : প্রকাশিত হল ICC ক্রিকেট বিশ্বকাপের থিম সং "স্ট্যান্ডবাই" । গানটি গেয়েছেন ব্রিটেনের বিখ্যাত গায়িকা লরেন । ড্রাম ও বেস ব্যান্ডে সংগত দিয়েছে রুডিমেন্টাল । বিশ্বকাপের সময় মাঠে ও ব্রিটেনের বিভিন্ন অনুষ্ঠানে এই গান পারফর্ম করবে রুডিমেন্টাল । বিশ্বকাপের গানের কথায় উঠে এসেছে অংশগ্রহণকারী 10টি দেশের একতা । প্রথম দুটি ক্রিকেট বিশ্বকাপে দাপট ছিল ক্যারিবিয়ানদের। তাই গানের ভিডিয়োর শুরুটা হয়েছে তাদেরকে নিয়েই । দেখানো হয়েছে, ক্যারিবিয়ান সৈকতে ক্রিকেট খেলতে থাকা কিশোরদের বল ভেসে যায় সাগরে।
স্ট্রেট টু UK । সেলুনে বসা দুই বাংলাদেশি টেলিভিশনে ক্রিকেট দেখতে ব্যস্ত, তাদের সামনে সেলুনে থাকা বল নিয়ে যায় এক ইংরেজ কিশোর । বন্ধুদের সঙ্গে বল দেওয়া নেওয়া করতে করতে বল ছুড়ে দেয় সামনে । গাড়ি ধুতে থাকা এক অস্ট্রেলিয়ানের কাছে । সেখান থেকে বল এগিয়ে যায় । রাস্তার ধারে এক ইংরেজ যুবতি পাকিস্তানি আরেক যুবতির গালে এঁকে দেয় সেদেশের পতাকা।
এরপর দেখানো হয়েছে, দুই প্রবীণ ক্যারিবিয়ান ডাইস গেম নিয়ে বসেছেন । এদিকে দুই সাউথ আফ্রিকান খুব ব্যস্ত । ওদিকে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ক্যারিবিয়ানরা জমাটি এক অনুষ্ঠানের আয়োজন করেছে । সেখানে যোগ দিয়েছে অস্ট্রেলিয়ানরাও । সবার উপস্থিতিতে অনুষ্ঠান এক অন্য মাত্রা পায় । নাচে গানে কমে যায় সমস্ত দেশের ভৌগলিক দূরত্ব । এদিকে ভারত ও নিউজ়িল্যান্ডের তিন কিশোরী নিজেদের মধ্যে সাইকেল রেস করছে ।
-
🎶 The Official #CWC19 Song is here! 🎶
— Cricket World Cup (@cricketworldcup) May 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
'Stand By' from @thisisloryn & @Rudimental is out now!https://t.co/6cgKKOOpBY
">🎶 The Official #CWC19 Song is here! 🎶
— Cricket World Cup (@cricketworldcup) May 17, 2019
'Stand By' from @thisisloryn & @Rudimental is out now!https://t.co/6cgKKOOpBY🎶 The Official #CWC19 Song is here! 🎶
— Cricket World Cup (@cricketworldcup) May 17, 2019
'Stand By' from @thisisloryn & @Rudimental is out now!https://t.co/6cgKKOOpBY
এর পর সবাই এক সাথে গানের তালে কোমর দোলালেন । ওদিকে রাস্তার ধারে ডাইস হাতে উল্লাসে ফেটে পড়লেন দুই প্রবীণ । এর মাঝেই বল নিয়ে হাজির এক শ্রীলঙ্কান । গানের তালে নেচে বল এগিয়ে দিলেন সামনে । বল চলে যায় ওই ক্যারিবিয়ান বৃদ্ধের হাতে । পড়ন্ত সূর্যের আলোয় যিনি খুজঁছেন সোনালী অতীত । ওদিকে বলের অপেক্ষায় সেই ক্যারিবিয়ান কিশোর । আর বল চলেছে নতুন ভোরের দিকে ।