ETV Bharat / sports

পিচের ডেঞ্জার স্পটে দৌড়ে সতর্কিত পাকিস্তানের দুই বোলার - ICC Cricket World Cup 2019

আর একবার পিচের ডেঞ্জার স্পটে গেলে এই ম্যাচে বল করতে পারবেন না ।

মহম্মদ আমির
author img

By

Published : Jun 16, 2019, 5:39 PM IST

Updated : Jun 16, 2019, 8:59 PM IST

ম্যানচেস্টার, 16 জুন : পিচের ডেঞ্জার স্পটে যাওয়ার জন্য মহম্মদ আমিরকে দু'বার সতর্ক করা হল । আর একবার ডেঞ্জার স্পটে গেলে এই ম্যাচে আর বল করতে পারবেন না আমির । একই কারণে ওয়াহাব রিয়াজ়কেও দু'বার সতর্ক করেছেন আম্পায়ার ।

আজ ম্যানচেস্টারে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান । অধিনায়ক সরফরাজ় খান আমিরকে আক্রমণে আনেন । তৃতীয় ওভারের চতুর্থ বল করার পর পিচের ডেঞ্জার স্পটে চলে যান আমির । সেজন্য আম্পায়ার ব্রুস ওক্সেনফোর্ড আমিরকে সতর্ক করেন । পরের ওভারেই আমির ফের একই ঘটনার পুনরাবৃত্তি হয় । পঞ্চম বলে ফের পিচের ডেঞ্জার স্পটে চলে যান আমির । আম্পায়ার তাঁকে ফের সতর্ক করেন ।

ICC-র নিয়ম অনুযায়ী, স্টাম্পের কাছে পিচের সংরক্ষিত জায়গায় বোলার যেতে পারবেন না ও সেখানে পা দিয়ে ঘষতে পারবেন না । যাতে উলটো প্রান্ত দিয়ে বোলিংয়ের সময় ব্যাটসম্যানের যেন সমস্যা না হয় ।

ম্যানচেস্টার, 16 জুন : পিচের ডেঞ্জার স্পটে যাওয়ার জন্য মহম্মদ আমিরকে দু'বার সতর্ক করা হল । আর একবার ডেঞ্জার স্পটে গেলে এই ম্যাচে আর বল করতে পারবেন না আমির । একই কারণে ওয়াহাব রিয়াজ়কেও দু'বার সতর্ক করেছেন আম্পায়ার ।

আজ ম্যানচেস্টারে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান । অধিনায়ক সরফরাজ় খান আমিরকে আক্রমণে আনেন । তৃতীয় ওভারের চতুর্থ বল করার পর পিচের ডেঞ্জার স্পটে চলে যান আমির । সেজন্য আম্পায়ার ব্রুস ওক্সেনফোর্ড আমিরকে সতর্ক করেন । পরের ওভারেই আমির ফের একই ঘটনার পুনরাবৃত্তি হয় । পঞ্চম বলে ফের পিচের ডেঞ্জার স্পটে চলে যান আমির । আম্পায়ার তাঁকে ফের সতর্ক করেন ।

ICC-র নিয়ম অনুযায়ী, স্টাম্পের কাছে পিচের সংরক্ষিত জায়গায় বোলার যেতে পারবেন না ও সেখানে পা দিয়ে ঘষতে পারবেন না । যাতে উলটো প্রান্ত দিয়ে বোলিংয়ের সময় ব্যাটসম্যানের যেন সমস্যা না হয় ।

Gandhinagar (Gujarat), June 12 (ANI): While addressing the media in Gujarat's Gandhinagar on Cyclone Vayu, Gujarat Chief Minister Vijay Rupani said, "I request the tourists visiting Gujarat and going to Dwarka, Somnath, Sasan and Kutch to leave for safer places after the afternoon of June 12 so that you don't get harmed due to the cyclone." "If it is possible, you can go back, it is a request," Rupani added.
Last Updated : Jun 16, 2019, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.