ETV Bharat / sports

রুদ্ধশ্বাস ম্যাচে বোল্টের ক্যাচে উইন্ডিজ় জয় কিউইদের

ম্যানচেস্টার ম্যাচ জেতার ফলে লিগ টেবিলে এক নম্বরে উঠে এল নিউজ়িল্যান্ড । 6 ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে তারা । অন্যদিকে একই সংখ্যক ম্যাচ খেলে পয়েন্টের বিচারে 2 নম্বরে রয়েছে অজ়িরা ।

win
author img

By

Published : Jun 23, 2019, 11:51 AM IST

ম্যানচেস্টার, 23 জুন : রুদ্ধশ্বাস ম্যাচে পাঁচ রানে উইন্ডিজ়কে হারিয়ে দিল নিউজ়িল্যান্ড । অধিনায়ক কেন উইলিয়ামসনের ঝোড়ো ব্যাটিংয়ের হাত ধরে 291 রানের বিরাট স্কোর খাড়া করে তারা । শুরুটা কিন্তু উইন্ডিজ়ের ভালো ছিল না । 20 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল তারা । মাঝ পর্বে ম্যাচের রাশ ধরেন কার্লোস ব্রেথওয়েট । 82 বলে 101 রানের ইনিংস লড়াইয়ে ফেরায় উইন্ডিজ়কে ।

ম্যানচেস্টার ম্যাচ জেতার ফলে লিগ টেবিলে এক নম্বরে উঠে এল নিউজ়িল্যান্ড । 6 ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে তারা । অন্যদিকে একই সংখ্যক ম্যাচ খেলে পয়েন্টের বিচারে 2 নম্বরে রয়েছে অজ়িরা ।

বিশ্বকাপের শুরু থেকে অবশ্য উইন্ডিজ় অনেকটাই পিছিয়ে রয়েছে ছয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে তারা । পরিস্থিতি যা তাতে পরের পর্বে উইন্ডিজ়ের যাওয়া কার্যত অসম্ভব ।

  • Carlos Brathwaite's maiden international century went in vain, but it made for a thoroughly entertaining #CWC19 contest!

    His knock in a look ⬇️ pic.twitter.com/smr2FlOjIV

    — Cricket World Cup (@cricketworldcup) June 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ম্যানচেস্টারে টসে জিতে উইন্ডিজ় কিউইয়ের বল করতে পাঠায় । ম্যানচেস্টারের স্যাঁৎসেতে পরিবেশে শুরুটা মোটেই ভালো হয়নি নিউজ়িল্যান্ডের । দুই ওপেনারকে শূন্য রানে ফেরত পাঠান । কোট্ট্রেল । তৃতীয় উইকেট জুটিতে হাল ধরেন কেন উইলিয়ামসন ও বহু যুদ্ধের নায়ক রয় টেলর । দলের 167 রানের মাথায় টেলর আউট হলেও একার হাতে ইনিংস টেনে নিয়ে যান উইলিয়ামসন ।

ব্যাট করতে নেমে পুরনো মেজাজে পাওয়া যায় ক্রিস গেইলকে । সাই হোপের উইকেট হারালেও অপরদিকে চেনা ছন্দে ছিলেন গেইল । তাঁর 84 বলে 67 রানের মারকাটারি ইনিংস দলকে টেনে নিয়ে যায় । মাঝপর্বে দলকে নিয়ে যান কার্লোস ব্রেথওয়েট । যদিও শেষ পর্যন্ত ট্রেন্ট বোল্টের বাজপাখির মতো ক্যাচ হাসি ফোটায় কিউয়িদের মুখেই ।

ম্যানচেস্টার, 23 জুন : রুদ্ধশ্বাস ম্যাচে পাঁচ রানে উইন্ডিজ়কে হারিয়ে দিল নিউজ়িল্যান্ড । অধিনায়ক কেন উইলিয়ামসনের ঝোড়ো ব্যাটিংয়ের হাত ধরে 291 রানের বিরাট স্কোর খাড়া করে তারা । শুরুটা কিন্তু উইন্ডিজ়ের ভালো ছিল না । 20 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল তারা । মাঝ পর্বে ম্যাচের রাশ ধরেন কার্লোস ব্রেথওয়েট । 82 বলে 101 রানের ইনিংস লড়াইয়ে ফেরায় উইন্ডিজ়কে ।

ম্যানচেস্টার ম্যাচ জেতার ফলে লিগ টেবিলে এক নম্বরে উঠে এল নিউজ়িল্যান্ড । 6 ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে তারা । অন্যদিকে একই সংখ্যক ম্যাচ খেলে পয়েন্টের বিচারে 2 নম্বরে রয়েছে অজ়িরা ।

বিশ্বকাপের শুরু থেকে অবশ্য উইন্ডিজ় অনেকটাই পিছিয়ে রয়েছে ছয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে তারা । পরিস্থিতি যা তাতে পরের পর্বে উইন্ডিজ়ের যাওয়া কার্যত অসম্ভব ।

  • Carlos Brathwaite's maiden international century went in vain, but it made for a thoroughly entertaining #CWC19 contest!

    His knock in a look ⬇️ pic.twitter.com/smr2FlOjIV

    — Cricket World Cup (@cricketworldcup) June 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ম্যানচেস্টারে টসে জিতে উইন্ডিজ় কিউইয়ের বল করতে পাঠায় । ম্যানচেস্টারের স্যাঁৎসেতে পরিবেশে শুরুটা মোটেই ভালো হয়নি নিউজ়িল্যান্ডের । দুই ওপেনারকে শূন্য রানে ফেরত পাঠান । কোট্ট্রেল । তৃতীয় উইকেট জুটিতে হাল ধরেন কেন উইলিয়ামসন ও বহু যুদ্ধের নায়ক রয় টেলর । দলের 167 রানের মাথায় টেলর আউট হলেও একার হাতে ইনিংস টেনে নিয়ে যান উইলিয়ামসন ।

ব্যাট করতে নেমে পুরনো মেজাজে পাওয়া যায় ক্রিস গেইলকে । সাই হোপের উইকেট হারালেও অপরদিকে চেনা ছন্দে ছিলেন গেইল । তাঁর 84 বলে 67 রানের মারকাটারি ইনিংস দলকে টেনে নিয়ে যায় । মাঝপর্বে দলকে নিয়ে যান কার্লোস ব্রেথওয়েট । যদিও শেষ পর্যন্ত ট্রেন্ট বোল্টের বাজপাখির মতো ক্যাচ হাসি ফোটায় কিউয়িদের মুখেই ।

Birmingham (UK), Jun 23 (ANI): Kashmiri political activists from all over Europe held "International Kashmir conference on Peace, Human Rights and Counter Terrorism", in Birmingham, UK. They discussed atrocities committed on people of Pakistan occupied Kashmir (PoK) and Gilgit Baltistan by Pakistan. They also underscored the rampant plundering of land and resources in the region. Shabbir Choudhary,PoK activist said, "It is called Azad Kashmir but there is no Azadi there, situation is getting from bad to worse, especially with the diversion of rivers. They are creating enormous problems for the locals and people may be forced to migrate in the near future."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.