ম্যানচেস্টার, 23 জুন : রুদ্ধশ্বাস ম্যাচে পাঁচ রানে উইন্ডিজ়কে হারিয়ে দিল নিউজ়িল্যান্ড । অধিনায়ক কেন উইলিয়ামসনের ঝোড়ো ব্যাটিংয়ের হাত ধরে 291 রানের বিরাট স্কোর খাড়া করে তারা । শুরুটা কিন্তু উইন্ডিজ়ের ভালো ছিল না । 20 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল তারা । মাঝ পর্বে ম্যাচের রাশ ধরেন কার্লোস ব্রেথওয়েট । 82 বলে 101 রানের ইনিংস লড়াইয়ে ফেরায় উইন্ডিজ়কে ।
ম্যানচেস্টার ম্যাচ জেতার ফলে লিগ টেবিলে এক নম্বরে উঠে এল নিউজ়িল্যান্ড । 6 ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে তারা । অন্যদিকে একই সংখ্যক ম্যাচ খেলে পয়েন্টের বিচারে 2 নম্বরে রয়েছে অজ়িরা ।
বিশ্বকাপের শুরু থেকে অবশ্য উইন্ডিজ় অনেকটাই পিছিয়ে রয়েছে ছয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে তারা । পরিস্থিতি যা তাতে পরের পর্বে উইন্ডিজ়ের যাওয়া কার্যত অসম্ভব ।
-
Carlos Brathwaite's maiden international century went in vain, but it made for a thoroughly entertaining #CWC19 contest!
— Cricket World Cup (@cricketworldcup) June 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
His knock in a look ⬇️ pic.twitter.com/smr2FlOjIV
">Carlos Brathwaite's maiden international century went in vain, but it made for a thoroughly entertaining #CWC19 contest!
— Cricket World Cup (@cricketworldcup) June 22, 2019
His knock in a look ⬇️ pic.twitter.com/smr2FlOjIVCarlos Brathwaite's maiden international century went in vain, but it made for a thoroughly entertaining #CWC19 contest!
— Cricket World Cup (@cricketworldcup) June 22, 2019
His knock in a look ⬇️ pic.twitter.com/smr2FlOjIV
ম্যানচেস্টারে টসে জিতে উইন্ডিজ় কিউইয়ের বল করতে পাঠায় । ম্যানচেস্টারের স্যাঁৎসেতে পরিবেশে শুরুটা মোটেই ভালো হয়নি নিউজ়িল্যান্ডের । দুই ওপেনারকে শূন্য রানে ফেরত পাঠান । কোট্ট্রেল । তৃতীয় উইকেট জুটিতে হাল ধরেন কেন উইলিয়ামসন ও বহু যুদ্ধের নায়ক রয় টেলর । দলের 167 রানের মাথায় টেলর আউট হলেও একার হাতে ইনিংস টেনে নিয়ে যান উইলিয়ামসন ।
-
Trent Boult: "What a game - simple as that really!"#CWC19 | #WIvNZ pic.twitter.com/le8uePYU4b
— Cricket World Cup (@cricketworldcup) June 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Trent Boult: "What a game - simple as that really!"#CWC19 | #WIvNZ pic.twitter.com/le8uePYU4b
— Cricket World Cup (@cricketworldcup) June 22, 2019Trent Boult: "What a game - simple as that really!"#CWC19 | #WIvNZ pic.twitter.com/le8uePYU4b
— Cricket World Cup (@cricketworldcup) June 22, 2019
ব্যাট করতে নেমে পুরনো মেজাজে পাওয়া যায় ক্রিস গেইলকে । সাই হোপের উইকেট হারালেও অপরদিকে চেনা ছন্দে ছিলেন গেইল । তাঁর 84 বলে 67 রানের মারকাটারি ইনিংস দলকে টেনে নিয়ে যায় । মাঝপর্বে দলকে নিয়ে যান কার্লোস ব্রেথওয়েট । যদিও শেষ পর্যন্ত ট্রেন্ট বোল্টের বাজপাখির মতো ক্যাচ হাসি ফোটায় কিউয়িদের মুখেই ।