ETV Bharat / sports

টিম ইন্ডিয়া ও কোহলিদের শুভেচ্ছা জানাতে জার্সি চাপিয়ে টুইট মুলারের - harry kane

টিম ইন্ডিয়ার জার্সি গায়ে নিজের ছবি টুইট করলেন জার্মান ফুটবলার থমাস মুলার । বিরাট কোহলি ও টিম ইন্ডিয়ার প্রতি তাঁর ভালোবাসার কথাও জানালেন মুলার ।

টিম ইন্ডিয়া ও কোহলিদের শুভাচ্ছা জানাতে জার্সি চাপিয়ে টুইট মুলারের
author img

By

Published : Jun 5, 2019, 10:54 AM IST

Updated : Jun 5, 2019, 11:00 AM IST

মিউনিখ, 5 জুন : বিশ্বকাপ অভিযান শুরুর আগে বিরাট কোহলি ও ভারতীয় দলের সমর্থনে ব্যাট কাঁধে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে নিজের ছবি টুইট করলেন জার্মান ফুটবলার থমাস মুলার । মুলার টুইট করে বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছা জানান । পাশাপাশি বিরাট কোহলি ও টিম ইন্ডিয়ার প্রতি আলাদাভাবে তাঁর ভালোবাসার কথাও জানান মুলার ।

india, england
হ্যারিকেনের সঙ্গে বিরাট কোহলি

লর্ডস ক্রিকেট স্টেডিয়ামের বাইরে ভারত অধিনায়কের সঙ্গে সাক্ষাত করে আগেই বিশ্বকাপের জন্য কোহলিকে শুভেচ্ছা জানিয়েছিলেন ইংরেজ ফুটবল অধিনায়ক তথা টটেনহ্যাম তারকা হ্যারি কেন । এরপর ইনস্টাগ্রাম পোস্টে বিশ্বকাপে কোহলির দলের জন্য শুভেচ্ছা ভেসে এসেছিল ব্রাজ়িলিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার দাভিদ লুইজ়ের তরফ থেকে ।

শুভেচ্ছা বার্তায় মুলার লেখেন, "ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দেশের জন্য আমার শুভেচ্ছা রইল । থ্রিলার ম্যাচ দেখার অপেক্ষায় রইলাম । বিশেষ করে ভারত অধিনায়ক বিরাট কোহলির জন্য আমার ফিঙ্গার ক্রস রইল । উল্লেখ্য, জার্মান ফুটবল দলের জন্য বিরাট এর আগে একাধিকবার সমর্থন জানিয়েছেন ।"

মিউনিখ, 5 জুন : বিশ্বকাপ অভিযান শুরুর আগে বিরাট কোহলি ও ভারতীয় দলের সমর্থনে ব্যাট কাঁধে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে নিজের ছবি টুইট করলেন জার্মান ফুটবলার থমাস মুলার । মুলার টুইট করে বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছা জানান । পাশাপাশি বিরাট কোহলি ও টিম ইন্ডিয়ার প্রতি আলাদাভাবে তাঁর ভালোবাসার কথাও জানান মুলার ।

india, england
হ্যারিকেনের সঙ্গে বিরাট কোহলি

লর্ডস ক্রিকেট স্টেডিয়ামের বাইরে ভারত অধিনায়কের সঙ্গে সাক্ষাত করে আগেই বিশ্বকাপের জন্য কোহলিকে শুভেচ্ছা জানিয়েছিলেন ইংরেজ ফুটবল অধিনায়ক তথা টটেনহ্যাম তারকা হ্যারি কেন । এরপর ইনস্টাগ্রাম পোস্টে বিশ্বকাপে কোহলির দলের জন্য শুভেচ্ছা ভেসে এসেছিল ব্রাজ়িলিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার দাভিদ লুইজ়ের তরফ থেকে ।

শুভেচ্ছা বার্তায় মুলার লেখেন, "ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দেশের জন্য আমার শুভেচ্ছা রইল । থ্রিলার ম্যাচ দেখার অপেক্ষায় রইলাম । বিশেষ করে ভারত অধিনায়ক বিরাট কোহলির জন্য আমার ফিঙ্গার ক্রস রইল । উল্লেখ্য, জার্মান ফুটবল দলের জন্য বিরাট এর আগে একাধিকবার সমর্থন জানিয়েছেন ।"

Agra (UP), June 05 (ANI): Uttar Pradesh's Agra is a major tourist attraction place and is visited by tourists in large number. Keeping this in mind, panic buttons will be set up across the city for people's safety. 63 streets have been identified for installation of panic buttons that will give alert signals to police, when it is pressed. Panic buttons may also be used for an emergency ambulance service. While speaking to ANI, Mayor of Agra city Naveen Jain, said, "63 streets have been identified for installation of panic buttons that will alert police, when pressed."
Last Updated : Jun 5, 2019, 11:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.