ETV Bharat / sports

চার নম্বর নিয়ে চিন্তার ভাঁজ, উপযুক্ত জবাব হতে পারেন ধোনি

author img

By

Published : Jun 30, 2019, 10:37 AM IST

দলের অ্যাংকরের ভূমিকায় সেই নাম । মহেন্দ্র সিং ধোনি । তবে ভারতের ব্যাটিংয়ে চার নম্বর জায়গাটা এখনও চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে ।

মহেন্দ্র সিং ধোনি

বার্মিংহাম, 30 জুন : শিখর ধাওয়ানের চোট । যার জেরে ব্যাটিং অর্ডারে পরিবর্তন করতে বাধ্য হয়েছে ভারত । বর্তমানে চার নম্বরে ব্যাট করতে নামছেন অল-রাউন্ডার হিসেবে দলে জায়গা পাওয়া বিজয় শংকর । তবে দলের অ্যাংকরের ভূমিকায় সেই নাম । মহেন্দ্র সিং ধোনি ।

বর্তমানে চার নম্বরে ব্যাট করতে নামছেন বিজয় শংকর
বর্তমানে চার নম্বরে ব্যাট করতে নামছেন বিজয় শংকর

ক্রিকেট বিশেষজ্ঞদের চিরকালের মত দলের সেরা ব্যাটসম্যানদের আগে ব্যাট করতে পাঠানো উচিত । ভারতীয় দল এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছে । কোনও ম্যাচেই হারতে হয়নি দলকে । তবে ভারতের ব্যাটিংয়ে চার নম্বর জায়গাটা এখনও চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে ।

আগের দুই ম্যাচে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ধীর গতিতে ব্যাটিং করার জন্য সমালোচিত হন ধোনি । তবে ভাবার বিষয়, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ধোনির স্টাম্পিংটা যদি না ক্যারিবিয়ান কিপার না ফস্কাতেন, তা হলে ভারতের রানটা জয়সূচক হত না ।

চার নম্বরে ধোনির গড় 56.58, স্ট্রাইক রেট 92.82
চার নম্বরে ধোনির গড় 56.58, স্ট্রাইক রেট 92.82

দেখা যাচ্ছে, উইকেটে থিতু হতে ধোনি বেশ সময় নিচ্ছেন । স্পিনারদের বিরুদ্ধেও সাবলীল নন । তবে ধোনি আগে নামলে অনেকটা সময় পাবেন ইনিংসটা সাজানোর । তিন নম্বরে ব্যাট করতে নেমে ধোনির রেকর্ড সব থেকে ভালো । গড় 82.75 । তবে সেই ইনিংসগুলি ছিল ধোনির কেরিয়ারের শুরুর দিকের । পরবর্তীকালে চার নম্বরে বেশ কিছু ম্যাচ খেলেছেন ধোনি । চার নম্বরে নেমে 30 ম্যাচে 1টি সেঞ্চুরি ও 12টি হাফসেঞ্চুরি করেছেন ধোনি । গড় 56.58 । স্ট্রাইক রেট 92.82 ।

উইনিং কম্বিনেশন ভেঙে শংকরকে বসিয়ে রবীন্দ্র জাডেজা বা ঋষভ পন্থকে খেলিয়ে দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট । তবে সেই ক্ষেত্রেও ভারতের চার নম্বরে ভারসা হতে পারেন মাহি ।

বার্মিংহাম, 30 জুন : শিখর ধাওয়ানের চোট । যার জেরে ব্যাটিং অর্ডারে পরিবর্তন করতে বাধ্য হয়েছে ভারত । বর্তমানে চার নম্বরে ব্যাট করতে নামছেন অল-রাউন্ডার হিসেবে দলে জায়গা পাওয়া বিজয় শংকর । তবে দলের অ্যাংকরের ভূমিকায় সেই নাম । মহেন্দ্র সিং ধোনি ।

বর্তমানে চার নম্বরে ব্যাট করতে নামছেন বিজয় শংকর
বর্তমানে চার নম্বরে ব্যাট করতে নামছেন বিজয় শংকর

ক্রিকেট বিশেষজ্ঞদের চিরকালের মত দলের সেরা ব্যাটসম্যানদের আগে ব্যাট করতে পাঠানো উচিত । ভারতীয় দল এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছে । কোনও ম্যাচেই হারতে হয়নি দলকে । তবে ভারতের ব্যাটিংয়ে চার নম্বর জায়গাটা এখনও চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে ।

আগের দুই ম্যাচে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ধীর গতিতে ব্যাটিং করার জন্য সমালোচিত হন ধোনি । তবে ভাবার বিষয়, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ধোনির স্টাম্পিংটা যদি না ক্যারিবিয়ান কিপার না ফস্কাতেন, তা হলে ভারতের রানটা জয়সূচক হত না ।

চার নম্বরে ধোনির গড় 56.58, স্ট্রাইক রেট 92.82
চার নম্বরে ধোনির গড় 56.58, স্ট্রাইক রেট 92.82

দেখা যাচ্ছে, উইকেটে থিতু হতে ধোনি বেশ সময় নিচ্ছেন । স্পিনারদের বিরুদ্ধেও সাবলীল নন । তবে ধোনি আগে নামলে অনেকটা সময় পাবেন ইনিংসটা সাজানোর । তিন নম্বরে ব্যাট করতে নেমে ধোনির রেকর্ড সব থেকে ভালো । গড় 82.75 । তবে সেই ইনিংসগুলি ছিল ধোনির কেরিয়ারের শুরুর দিকের । পরবর্তীকালে চার নম্বরে বেশ কিছু ম্যাচ খেলেছেন ধোনি । চার নম্বরে নেমে 30 ম্যাচে 1টি সেঞ্চুরি ও 12টি হাফসেঞ্চুরি করেছেন ধোনি । গড় 56.58 । স্ট্রাইক রেট 92.82 ।

উইনিং কম্বিনেশন ভেঙে শংকরকে বসিয়ে রবীন্দ্র জাডেজা বা ঋষভ পন্থকে খেলিয়ে দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট । তবে সেই ক্ষেত্রেও ভারতের চার নম্বরে ভারসা হতে পারেন মাহি ।

New Delhi, June 30 (ANI): BMW, the luxury car maker is now offering you a chance to 3D print its Vision M Next concept car. According to Autoblog, BMW has published a page with a 3D-printing data set, wallpapers, a poster, and a sound file of the Vision M Next under acceleration. With the set, you will be able to 3D print an accurate model in any size. This basically means you can use an industrial-sized print to create a life-sized model.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.