ETV Bharat / sports

মাঠের মধ্যে লম্বা হাই, ট্রোলড পাকিস্তান অধিনায়ক

বৃষ্টির জন্য আধঘণ্টা বন্ধ থাকে ম্যাচ । তারপর দু'দল মাঠে নামলে দেখা যায় হাই তুলছেন সরফরাজ় । যা সচরাচর দেখা যায় না ।

sarfaraz
author img

By

Published : Jun 17, 2019, 11:20 AM IST

Updated : Jun 17, 2019, 11:28 AM IST

সাউদহাম্পটন, 17 জুন : ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা । লড়াই দেখতে মুখিয়ে থাকে বিশ্ব । এই নিয়ে বিশ্বকাপে সাতবারে সাতবারই পাকিস্তানকে হারাল ভারত । তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি গতকালের ম্যাচে প্রধান আলোচ্য বিষয় সরফরাজ় আহমেদের 'হাই' । যা নিয়ে সোশাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার তিনি ।

তখন 46.4 ওভার । ব্যাট করছিলেন কোহলি । বৃষ্টির জন্য হঠাৎ ম্যাচ বন্ধ করতে হয় । প্রায় আধঘণ্টা পর ফের খেলা শুরু হয় । দু'দল মাঠে নামে । এরপরই ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য । দেখা যায় উইকেটের পিছনে দাঁড়িয়ে 'হাই' তুলছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ় আহমেদ । তারপরের বলটিই মিস করেন তিনি । তাঁকে ট্রোলিং করতে ছাড়েননি স্বয়ং সৌরভ গাঙ্গুলিও । কমেন্ট্রি করার সময় তিনি বলেন, "সরফরাজ়ের হাইয়ের প্রভাব দেখা যাচ্ছে তাঁর কিপিংয়েও ।"

এরপর সোশাল মিডিয়াতে ট্রোলড হন সরফরাজ় । এক টুইটার ব্যবহারকারী লেখেন, 'সরফরাজ় প্লেয়ারদের বলছেন, ম্যাচটা তাড়াতাড়ি শেষ করতে । কারণ তাঁর ঘুম পেয়েছে ।' কেউ কেউ আবার সরফরাজ়ের ছবি ফোটোশপ করে বিছানার সঙ্গে জুড়ে দিয়েছেন । অনেকে বিরাট কোহলির ওয়ার্কআউটের ছবির সঙ্গে সরফরাজ়ের হাই তোলার ছবি টুইট করেছেন ।

এর আগেও সরফরাজ়কে নিয়ে ট্রোলিং হয়েছে । বিশ্বকাপের আগে ইংল্যান্ডের রানির সঙ্গে দেখা করতে যান 10 দলের অধিনায়ক । সেখানে সবাই সুট পরলেও সরফরাজ় পঞ্জাবি পায়জামা পরে যান । তার উপর কোর্ট পরেছিলেন । যা নিয়ে ট্রোলিংয়ের শিকার হন তিনি । যদিও সেই ট্রোলিংয়ের জবাবে সরফরাজ় বলেছিলেন, পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক পরেছেন তিনি ।

গতকালের ম্যাচে পাকিস্তানকে ডাকওয়ার্থ লুইস নিয়মে 89 রানে হারায় ভারত । নিজের 24 তম শতরান করেন রোহিত শর্মা । অর্ধশতরান করেন কেএল রাহুল ও বিরাট কোহলি । নির্ধারিত 50 ওভারে 336 রান তোলে ভারত । জবাবে ব্যাট করতে নেমে 212 রান (40 ওভার) তুলতে সক্ষম হয় পাকিস্তান ।

সাউদহাম্পটন, 17 জুন : ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা । লড়াই দেখতে মুখিয়ে থাকে বিশ্ব । এই নিয়ে বিশ্বকাপে সাতবারে সাতবারই পাকিস্তানকে হারাল ভারত । তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি গতকালের ম্যাচে প্রধান আলোচ্য বিষয় সরফরাজ় আহমেদের 'হাই' । যা নিয়ে সোশাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার তিনি ।

তখন 46.4 ওভার । ব্যাট করছিলেন কোহলি । বৃষ্টির জন্য হঠাৎ ম্যাচ বন্ধ করতে হয় । প্রায় আধঘণ্টা পর ফের খেলা শুরু হয় । দু'দল মাঠে নামে । এরপরই ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য । দেখা যায় উইকেটের পিছনে দাঁড়িয়ে 'হাই' তুলছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ় আহমেদ । তারপরের বলটিই মিস করেন তিনি । তাঁকে ট্রোলিং করতে ছাড়েননি স্বয়ং সৌরভ গাঙ্গুলিও । কমেন্ট্রি করার সময় তিনি বলেন, "সরফরাজ়ের হাইয়ের প্রভাব দেখা যাচ্ছে তাঁর কিপিংয়েও ।"

এরপর সোশাল মিডিয়াতে ট্রোলড হন সরফরাজ় । এক টুইটার ব্যবহারকারী লেখেন, 'সরফরাজ় প্লেয়ারদের বলছেন, ম্যাচটা তাড়াতাড়ি শেষ করতে । কারণ তাঁর ঘুম পেয়েছে ।' কেউ কেউ আবার সরফরাজ়ের ছবি ফোটোশপ করে বিছানার সঙ্গে জুড়ে দিয়েছেন । অনেকে বিরাট কোহলির ওয়ার্কআউটের ছবির সঙ্গে সরফরাজ়ের হাই তোলার ছবি টুইট করেছেন ।

এর আগেও সরফরাজ়কে নিয়ে ট্রোলিং হয়েছে । বিশ্বকাপের আগে ইংল্যান্ডের রানির সঙ্গে দেখা করতে যান 10 দলের অধিনায়ক । সেখানে সবাই সুট পরলেও সরফরাজ় পঞ্জাবি পায়জামা পরে যান । তার উপর কোর্ট পরেছিলেন । যা নিয়ে ট্রোলিংয়ের শিকার হন তিনি । যদিও সেই ট্রোলিংয়ের জবাবে সরফরাজ় বলেছিলেন, পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক পরেছেন তিনি ।

গতকালের ম্যাচে পাকিস্তানকে ডাকওয়ার্থ লুইস নিয়মে 89 রানে হারায় ভারত । নিজের 24 তম শতরান করেন রোহিত শর্মা । অর্ধশতরান করেন কেএল রাহুল ও বিরাট কোহলি । নির্ধারিত 50 ওভারে 336 রান তোলে ভারত । জবাবে ব্যাট করতে নেমে 212 রান (40 ওভার) তুলতে সক্ষম হয় পাকিস্তান ।


Ambedkar Nagar (Uttar Pradesh), May 01 (ANI): Prime Minister Narendra Modi addressed a public rally in Uttar Pradesh's Ambedkar Nagar. He slammed the Congress for failing to remove poverty in past 60 years. He said, "Congress, which gave the slogan of 'Garibi Hatao,' did anything for labours? No poor man wants to see their children poor. No 'chaiwala' thinks that his child will become tea maker in future."
Last Updated : Jun 17, 2019, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.