ETV Bharat / sports

ইংল্যান্ডের জোড়া সেঞ্চুরি সত্ত্বেও 11 ম্যাচ পর জয় পাকিস্তানের

বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডকে 14 রানে হারিয়ে দিয়ে 11টি ম্যাচ পর জিতল পাকিস্তান । জো রুট বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিটি করেন, তবে দলকে জেতাতে তিনি ব্যর্থ ।

ইংল্যান্ডের জোড়া সেঞ্চুরি সত্ত্বেও 11 ম্যাচ পর জয় পাকিস্তানের
author img

By

Published : Jun 4, 2019, 8:16 AM IST

নটিংহাম, 4 জুন : ইংল্যান্ডকে হারিয়ে সব সমালোচনার জবাব দিল পাকিস্তান । বিশ্বকাপে সেঞ্চুরি নেই কেন ? একটা হাহাকার উঠেছিল । সেটা মিটিয়ে দিলেন জো রুট আর জস বাটলার । তা সত্ত্বেও গতকাল ইংল্যান্ড জিততে পারেনি । ফেভারিট ইংল্যান্ডকে 14 রানে হারিয়ে দিয়ে 11টি ম্যাচ পর জিতল পাকিস্তান ।

জো রুট
জো রুট

জো রুট ও জস বাটলারের কারণে 348 রান করেও পাকিস্তান জয় নিয়ে শঙ্কায় ছিল । বিশ্বকাপের আগেই ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল তারা । সাড়ে তিনশ রান করেও হেরেছে । তবে ইংল্যান্ড প্রমাণ করল বিশ্বকাপের চাপ অন্যরকম । আজ দুই ওপেনারই ব্যর্থ হলেন । জেসন রয় করলেন মাত্র 8 রান । পাশাপাশি আউট হয়ে দলের একমাত্র রিভিউটাও নষ্ট করে গেলেন । সঙ্গী বেয়ারস্টো 32 রান করে ফিরেছেন দ্রুত । অধিনায়ক মর্গানও করেছেন মাত্র 9 রান । স্টোকসও বড় রান করতে ব্যর্থ হন । পাকিস্তানের হয়ে ওয়াহাব রিয়াজ় নেন 3 উইকেট । মহম্মদ আমির নেন 2টি উইকেট ।

মহম্মদ আমির
মহম্মদ আমির

349 রানের লক্ষ্যে 118 রান তুলতেই 4 উইকেট হারায় ইংল্যান্ড । আর তার পরে হাল ধরেন রুট ও বাটলার । চার ছক্কা খুব একটা না মেরেও কী ভাবে দ্রুত রান তোলা যায় সেটা দেখিয়ে দিয়েছেন দু'জনই । মাত্র 17 ওভার 3 বলে 130 রান করেন দু'জন ।

রুট-বাটলার জুটি যখন ম্যাচটা পাকিস্তানের নাগালের বাইরে নিয়ে যাচ্ছিল তখনই ম্যাচে ফেরে পাকিস্তান । বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি করলেন রুট । তার পরেই রুটকে (107) ফেরান শাদাব খান । 45তম ওভারে সেঞ্চুরি করে পরের বলেই মহম্মদ আমিরের বলে আউট হন বাটলার । সেই সময় 33 বলে 61 রান দরকার ইংল্যান্ডের । সেখান থেকে মইন আলি বা ক্রস ওকস চেষ্টা করেও জেতাতে পারেননি দলকে ।

মহম্মদ হাফিজ়
মহম্মদ হাফিজ়

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে 348 রান করেছিল পাকিস্তান । 62 বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ 84 রান করেন মহম্মদ হাফিজ় । দ্বিতীয় সর্বোচ্চ রান বাবর আজ়মের (63) । অধিনায়ক সরফরাজ়ের ব্যাট থেকে আসে 55 রান ।

নটিংহাম, 4 জুন : ইংল্যান্ডকে হারিয়ে সব সমালোচনার জবাব দিল পাকিস্তান । বিশ্বকাপে সেঞ্চুরি নেই কেন ? একটা হাহাকার উঠেছিল । সেটা মিটিয়ে দিলেন জো রুট আর জস বাটলার । তা সত্ত্বেও গতকাল ইংল্যান্ড জিততে পারেনি । ফেভারিট ইংল্যান্ডকে 14 রানে হারিয়ে দিয়ে 11টি ম্যাচ পর জিতল পাকিস্তান ।

জো রুট
জো রুট

জো রুট ও জস বাটলারের কারণে 348 রান করেও পাকিস্তান জয় নিয়ে শঙ্কায় ছিল । বিশ্বকাপের আগেই ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল তারা । সাড়ে তিনশ রান করেও হেরেছে । তবে ইংল্যান্ড প্রমাণ করল বিশ্বকাপের চাপ অন্যরকম । আজ দুই ওপেনারই ব্যর্থ হলেন । জেসন রয় করলেন মাত্র 8 রান । পাশাপাশি আউট হয়ে দলের একমাত্র রিভিউটাও নষ্ট করে গেলেন । সঙ্গী বেয়ারস্টো 32 রান করে ফিরেছেন দ্রুত । অধিনায়ক মর্গানও করেছেন মাত্র 9 রান । স্টোকসও বড় রান করতে ব্যর্থ হন । পাকিস্তানের হয়ে ওয়াহাব রিয়াজ় নেন 3 উইকেট । মহম্মদ আমির নেন 2টি উইকেট ।

মহম্মদ আমির
মহম্মদ আমির

349 রানের লক্ষ্যে 118 রান তুলতেই 4 উইকেট হারায় ইংল্যান্ড । আর তার পরে হাল ধরেন রুট ও বাটলার । চার ছক্কা খুব একটা না মেরেও কী ভাবে দ্রুত রান তোলা যায় সেটা দেখিয়ে দিয়েছেন দু'জনই । মাত্র 17 ওভার 3 বলে 130 রান করেন দু'জন ।

রুট-বাটলার জুটি যখন ম্যাচটা পাকিস্তানের নাগালের বাইরে নিয়ে যাচ্ছিল তখনই ম্যাচে ফেরে পাকিস্তান । বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি করলেন রুট । তার পরেই রুটকে (107) ফেরান শাদাব খান । 45তম ওভারে সেঞ্চুরি করে পরের বলেই মহম্মদ আমিরের বলে আউট হন বাটলার । সেই সময় 33 বলে 61 রান দরকার ইংল্যান্ডের । সেখান থেকে মইন আলি বা ক্রস ওকস চেষ্টা করেও জেতাতে পারেননি দলকে ।

মহম্মদ হাফিজ়
মহম্মদ হাফিজ়

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে 348 রান করেছিল পাকিস্তান । 62 বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ 84 রান করেন মহম্মদ হাফিজ় । দ্বিতীয় সর্বোচ্চ রান বাবর আজ়মের (63) । অধিনায়ক সরফরাজ়ের ব্যাট থেকে আসে 55 রান ।

Intro: অশোক দিন্দা নির্ভরতা ছাড়তে না পারলে বাংলার রনজি ট্রফি জয় সভব নয় বলে মনে করেন অরুনলাল। মঙ্গলবার থেকে রনজি ট্রফির তৃতীয় ম্যাচে কেরালার বিরুদ্ধে খেলবেন মনোজ তিওয়ারিরা। শচিন বেবির দলের বিরুদ্ধে পুরো পয়েন্ট পেতে হলছ দলের সকলের সেরাটা দরকার বলে সতর্কতা জারি বাংলা দলের মেন্টরের।







Body:বাংলার অনুশীলন শুরু কিন্তু দেখা নেই মহম্মদ শামির। ভারতীয় দলের পেসারের দলে যোগ দেওয়া নিয়ে লুকোছাপা অব্যাহত। শোনা যাচ্ছে মহম্মদ শামি রবিবার রাতে শহরে পা দিয়ে। সোমবার অনুশীলনে নামবেন। ইতিমধ্যেই তার বোলিং এর ওপর লখ্যণরেখা টেনে দিয়েছে ভারতীয় বোর্ড। কিন্তু অরুনলাল বলছেন তারা লখ্যনরেখা মাথায় রেখেই শামিকে ব্যবহার করবেন। কেরালার বিরুদ্ধে ম্যাচ থেকে পুরো পয়েন্ট তোলার কথা বলছে বঙ্গ থিংক ট‍্যাঙ্ক। সেই লখ্যে রবিবাসরীয় সকালে কড়া অনুশীলনে ব্যস্ত থাকলেন মনোজ তিওয়ারি অশোক দিন্দা সুদীপ চট্টোপাধ্যায়রা। মধ্যপ্রদেশের বিরুদ্ধে দ্বিশতরান করেছেন অধিনায়ক মনোজ। শতরান এসেছে কৌশিক ঘোষের ব্যাট থেকে। বাকিদের ব্যাট হাতে অবদান উল্লেখযোগ্য নয়। সেই তালিকায় নাম রয়েছে সুদীপ চট্টোপাধ্যায়ের। বাংলার অন্যতম সেরা ব্যাটসম্যান সুদীপ চলতি মরশুমে নিজেকে মেলে ধরতে ব্যর্থ। তবে অরুনলাল বাহুতঙলে জুটি তরুণ ব্যাটসম্যানের আস্থা হারাতে নারাজ। মনোজদের মেন্টর বলছেন সুদীপের রান পাওয়া সময়ের অপেক্ষা। সুদীপ নিজেও ছন্দে ফিরতে মরিয়া। রবিবার তিনি তিনদফায় ব্যাটিং করলেন। কেরল বোলারদের সামলে দলকে সাহায্য করতে চান মনোজের ডেপুটি। ব্যাটসম্যান দের মরিয়া চেষ্টার পাশে বাংলার বোলারদের নিয়ে চিন্তায় অরুনলাল। কারন বিপক্ষকে ভাঙার কাজে দলকে এখনও নেতৃত্ব দিচ্ছেন নৈছনপুর এক্সপ্রেস। গত আট বছর ধরে এই ধারাবাহিকতার প্রশংসা করলেও অরুনলাল দিন্দা নির্ভরতা থেকে দলকে মুক্ত করতে চান। তার মতে সম্মেলিত প্রয়াস না থাকলে কোনও ম্যাচে ই প্রত্যাশিত সাফল্য পাওয়া কঠিন। সেকারণে একজন বোলারের ওপর নির্ভর করে যে রনজি ট্রফি জয় সম্ভব হবে না সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.