ETV Bharat / sports

সেনাবাহিনীর জন্য কিছু করতে পারলে সেটা সব থেকে ভালো হবে : বিরাট কোহলি - icc

"আমরা যেকোনও জায়গা থেকে অনুপ্রেরণা নিতে পারি । দেশের সেনাবাহিনীর জন্য আমরা যদি কিছু করতে পারি তাহলে সেটা আমাদের জন্য সবথেকে ভালো হবে ।" বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে একথা বললেন বিরাট কোহলি ।

virat
author img

By

Published : May 21, 2019, 6:41 PM IST

Updated : May 21, 2019, 7:29 PM IST

মুম্বই, 21 মে : "আমরা যদি সেনাবাহিনীর জন্য কিছু করতে পারি তাহলে সেটা সব থেকে ভালো হবে ।" বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাওয়ার আগে সাংবাদিক বৈঠক করে একথা বললেন বিরাট কোহলি ও রবি শাস্ত্রী ।

viirat
সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি ও রবি শাস্ত্রী

30 মে থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ । এবারের বিশ্বকাপ সব থেকে কঠিন বলে মনে করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি । কারণ হিসেবে তিনি বলেন, "2014 থেকে 2019 সালের মধ্যে সবদল উন্নতি করেছে । আফগানিস্তান, বাংলাদেশ আগের থেকে আরও শক্তিশালী হয়েছে । পাশাপাশি এবার সব দলের সঙ্গে সব দলকে খেলতে হবে । যা আরও চ্যালেঞ্জিং ।"

শুনুন বিরাট কোহলির বক্তব্য

IPL-এর পরই জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলিরা । যার ফলে ফিটনেস নিয়ে তাঁরা সমস্যায় পড়তে পারেন বলে প্রশ্ন উঠেছে । কিন্তু আজ সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি বলেন, "দলের প্রতিটা প্লেয়ার ফিট । IPL-এ এত ঠাসা শিডিউলের ফলেও প্লেয়াররা ক্লান্ত হননি যা থেকে পরিষ্কার আমাদের প্লেয়াররা ফিট ।" এপ্রসঙ্গে তিনি টানেন ফুটবলের প্রসঙ্গ । বলেন, "ফুটবলে প্রিমিয়ার লিগ বা লা লিগায় প্লেয়াররা তিন থেকে চার মাস দলের সঙ্গে থাকে । সেইসময় তাদের ফিটনেস ধরে রাখতে হয় ।"

এরপরই তিনি বলেন, "আমরা যেকোনও জায়গা থেকে অনুপ্রেরণা নিতে পারি । দেশের সেনাবাহিনীর জন্য আমরা যদি কিছু করতে পারি তাহলে সেটা আমাদের জন্য সবথেকে ভালো হবে ।"

এটা তাঁর তৃতীয় বিশ্বকাপ । অধিনায়ক হিসেবে প্রথম । ফলে এটা চ্যালেঞ্জিং তাঁর কাছে । পাশাপাশি বিরাট কোহলি প্রশংসা করলেন বিশ্বকাপের সূচি নিয়ে । তিনি বলেন, "আমি দল নির্বাচন নিয়ে খুশি । দুটো ম্যাচের মধ্যে পর্যাপ্ত সময় পাওয়া যাবে । ফলে নতুন ফরমেশন নিয়ে কাটাছেঁড়া করা যাবে । আমরা আমাদের সেরাটা দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নেব । বিপক্ষের কথা ভেবে লাভ নেই ।"

হেড কোচ রবি শাস্ত্রী বলেন, "আমরা যদি সেরা খেলাটা খেলতে পারি তাহলে বিশ্বকাপ আমাদের হবে । পিচ ফ্ল্যাট হবে । তারজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে । তবে আমাদের অভিজ্ঞ দল ।"

মুম্বই, 21 মে : "আমরা যদি সেনাবাহিনীর জন্য কিছু করতে পারি তাহলে সেটা সব থেকে ভালো হবে ।" বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাওয়ার আগে সাংবাদিক বৈঠক করে একথা বললেন বিরাট কোহলি ও রবি শাস্ত্রী ।

viirat
সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি ও রবি শাস্ত্রী

30 মে থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ । এবারের বিশ্বকাপ সব থেকে কঠিন বলে মনে করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি । কারণ হিসেবে তিনি বলেন, "2014 থেকে 2019 সালের মধ্যে সবদল উন্নতি করেছে । আফগানিস্তান, বাংলাদেশ আগের থেকে আরও শক্তিশালী হয়েছে । পাশাপাশি এবার সব দলের সঙ্গে সব দলকে খেলতে হবে । যা আরও চ্যালেঞ্জিং ।"

শুনুন বিরাট কোহলির বক্তব্য

IPL-এর পরই জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলিরা । যার ফলে ফিটনেস নিয়ে তাঁরা সমস্যায় পড়তে পারেন বলে প্রশ্ন উঠেছে । কিন্তু আজ সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি বলেন, "দলের প্রতিটা প্লেয়ার ফিট । IPL-এ এত ঠাসা শিডিউলের ফলেও প্লেয়াররা ক্লান্ত হননি যা থেকে পরিষ্কার আমাদের প্লেয়াররা ফিট ।" এপ্রসঙ্গে তিনি টানেন ফুটবলের প্রসঙ্গ । বলেন, "ফুটবলে প্রিমিয়ার লিগ বা লা লিগায় প্লেয়াররা তিন থেকে চার মাস দলের সঙ্গে থাকে । সেইসময় তাদের ফিটনেস ধরে রাখতে হয় ।"

এরপরই তিনি বলেন, "আমরা যেকোনও জায়গা থেকে অনুপ্রেরণা নিতে পারি । দেশের সেনাবাহিনীর জন্য আমরা যদি কিছু করতে পারি তাহলে সেটা আমাদের জন্য সবথেকে ভালো হবে ।"

এটা তাঁর তৃতীয় বিশ্বকাপ । অধিনায়ক হিসেবে প্রথম । ফলে এটা চ্যালেঞ্জিং তাঁর কাছে । পাশাপাশি বিরাট কোহলি প্রশংসা করলেন বিশ্বকাপের সূচি নিয়ে । তিনি বলেন, "আমি দল নির্বাচন নিয়ে খুশি । দুটো ম্যাচের মধ্যে পর্যাপ্ত সময় পাওয়া যাবে । ফলে নতুন ফরমেশন নিয়ে কাটাছেঁড়া করা যাবে । আমরা আমাদের সেরাটা দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নেব । বিপক্ষের কথা ভেবে লাভ নেই ।"

হেড কোচ রবি শাস্ত্রী বলেন, "আমরা যদি সেরা খেলাটা খেলতে পারি তাহলে বিশ্বকাপ আমাদের হবে । পিচ ফ্ল্যাট হবে । তারজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে । তবে আমাদের অভিজ্ঞ দল ।"

sample description
Last Updated : May 21, 2019, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.