ETV Bharat / sports

ভারতের বিপক্ষে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন পাকিস্তানের কোচ - world cup

ভারতের বিপক্ষে পাকিস্তান হেরে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন পাকিস্তানের কোচ মিকি আর্থার । এতটাই ভেঙে পড়েছিলেন যে, আত্মহত্যা করার ইচ্ছা হয়েছিল তাঁর ।

ভারতের বিপক্ষে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন পাকিস্তানের কোচ
author img

By

Published : Jun 25, 2019, 8:21 PM IST

লন্ডন, 25 জুন : 2007 বিশ্বকাপে বব উলমারের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে । সে বার পাকিস্তান টিমের দায়িত্বে থাকা এই বিশ্বখ্যাত ইংলিশ কোচের মৃতদেহ মিলেছিল হোটেল রুম থেকে । সেই মৃত্যু রহস্যের কিনারা হয়নি আজও । এবারের বিশ্বকাপেও হতে পারত আর এক ট্র্যাজিক ঘটনা । অস্বস্তিতে পড়তে হতে পারত পাকিস্তান ক্রিকেটকে । সরফরাজ়-আমিরদের দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার এতটাই চাপে ছিলেন যে তাঁর মনে হয়েছিল যে তিনি আত্মহত্যা করবেন ।

আপাতত কিছুটা চিন্তামুক্ত আর্থার । ভারতের বিপক্ষে পাকিস্তান হেরে যাওয়ার পর তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন । সেটি তিনি হয়তো করেই ফেলতেন, যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান না জিতত ! প্রোটিয়া কোচ বলেছেন, "ভারতের বিপক্ষে হারের পর আমি প্রচণ্ড হতাশ ছিলাম । আত্মহত্যা করার কথাও ভেবেছি । একটা ম্যাচে হারের পর আরেকটি ম্যাচে হারের ধাক্কা । এটি সামলানো বেশ কঠিন । বিশ্বকাপে সব দলকেই প্রচণ্ড চাপে থাকতে হয় । সমর্থকদের প্রত্যাশা, সংবাদমাধ্যম সবকিছু সামলে নিজের অস্তিত্ব বাঁচানোই কঠিন হয়ে পড়ে ।"

মিকি বলেন, "দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর পাকিস্তান দলের মানসিকতায় পরিবর্তন এসেছে । আমি নিজেও মানসিকভাবে অনেকটাই চাঙা । আমাদের ভালো কিছু করার দরকার ছিল । সামনে নিউজ়িল্যান্ডের বিপক্ষে ম্যাচ । সে ম্যাচে জিততেই মাঠে নামব । একটা ভালো পারফরম্যান্সই দলকে উজ্জীবিত করে তুলেছে ।"

লন্ডন, 25 জুন : 2007 বিশ্বকাপে বব উলমারের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে । সে বার পাকিস্তান টিমের দায়িত্বে থাকা এই বিশ্বখ্যাত ইংলিশ কোচের মৃতদেহ মিলেছিল হোটেল রুম থেকে । সেই মৃত্যু রহস্যের কিনারা হয়নি আজও । এবারের বিশ্বকাপেও হতে পারত আর এক ট্র্যাজিক ঘটনা । অস্বস্তিতে পড়তে হতে পারত পাকিস্তান ক্রিকেটকে । সরফরাজ়-আমিরদের দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার এতটাই চাপে ছিলেন যে তাঁর মনে হয়েছিল যে তিনি আত্মহত্যা করবেন ।

আপাতত কিছুটা চিন্তামুক্ত আর্থার । ভারতের বিপক্ষে পাকিস্তান হেরে যাওয়ার পর তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন । সেটি তিনি হয়তো করেই ফেলতেন, যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান না জিতত ! প্রোটিয়া কোচ বলেছেন, "ভারতের বিপক্ষে হারের পর আমি প্রচণ্ড হতাশ ছিলাম । আত্মহত্যা করার কথাও ভেবেছি । একটা ম্যাচে হারের পর আরেকটি ম্যাচে হারের ধাক্কা । এটি সামলানো বেশ কঠিন । বিশ্বকাপে সব দলকেই প্রচণ্ড চাপে থাকতে হয় । সমর্থকদের প্রত্যাশা, সংবাদমাধ্যম সবকিছু সামলে নিজের অস্তিত্ব বাঁচানোই কঠিন হয়ে পড়ে ।"

মিকি বলেন, "দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর পাকিস্তান দলের মানসিকতায় পরিবর্তন এসেছে । আমি নিজেও মানসিকভাবে অনেকটাই চাঙা । আমাদের ভালো কিছু করার দরকার ছিল । সামনে নিউজ়িল্যান্ডের বিপক্ষে ম্যাচ । সে ম্যাচে জিততেই মাঠে নামব । একটা ভালো পারফরম্যান্সই দলকে উজ্জীবিত করে তুলেছে ।"


Nalanda (Bihar), Jun 25 (ANI): In another case of lacking medical facilities in country, a man had to carry body of his child on his shoulders due to unavailability of ambulance at government hospital of Bihar's Nalanda. District Magistrate of Nalanda, Yogendra Singh said, "An inquiry will be conducted, if negligence is found, strict action will be taken."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.