ETV Bharat / sports

বিশ্বকাপ : ধীরে শুরু ভারতের

কেনিংটন ওভালে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি । দলকে ভালো প্ল্যাটফর্ম গড়ে দিতে ওপেনার দিকে তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট ও সমর্থকরা ।

ওভালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কোহলির
author img

By

Published : Jun 9, 2019, 2:37 PM IST

Updated : Jun 9, 2019, 3:37 PM IST

লন্ডন, 9 জুন : কেনিংটন ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি । এমনিতে ওভালে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্তই নিয়ে থাকেন অধিনায়করা । কারণ এই মাঠে পরে ব্যাট করে জেতা সহজ । রেকর্ডও বলছে 72টির মধ্যে 40টি ম্যাচেই পরে ব্যাট করা দল জিতেছে । তবে ব্যবহৃত পিচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত কহলির । ভারতীয় দল অপরিবর্তিত ।

শুরুটা বেশ ধীর স্থির করেন ধাওয়ান, রোহিত জুটি ।

রানে ভরা ওভালে 22বার একটি দল 300-র গণ্ডি পার করেছে । দলকে ভালো প্ল্যাটফর্ম গড়ে দিতে ওপেনার দিকে তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট ও সমর্থকরা । এই মাঠে অবশ্য দুই ওপেনারেরই ভালো রেকর্ড । ভারতের হয়ে এই মাঠে দু'টি ODI সেঞ্চুরি আছে শিখর ধওয়ানের । 2013 সালে উইন্ডিজ় ও 2017 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেন সেঞ্চুরিগুলি । শিখর যে দু'টি ম্যাচে সেঞ্চুরি করেছেন, সেই ম্যাচগুলিতে হাফসেঞ্চুরি আছে রোহিতেরও ।

আগের ম্যাচে বোলিংয়ে ভরসা দিয়েছেন পেসাররা ও স্পিনাররা । এই ম্যাচেও অস্ট্রেলিয়ান বোলারদের চাপে রাখতে কোহলির ভরসা বুমরা । সঙ্গে থাকবেন ভুবি । মাঝের ওভারগুলোতে রান আটকাতে কোহলির অস্ত্র কুল-চা জুটি ।

1974 সালে ওভালে প্রথম একদিনের ম্যাচ খেলে ভারত । সব মিলিয়ে ভারত 15টি ODI খেলেছে এই মাঠে । জিতেছে মাত্র পাঁচটি । 1999 সালে এই মাঠেই মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া । ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া । তবে ভারতের হয়ে অপরাজিত 100 রানের ইনিংস খেলেছিলেন অজয় জাডেজা । সমসংখ্যক ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে 8টি । তবে এই মাঠে তাদের শেষ জয় 2010 সালে ।

ভারত : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা

অস্ট্রেলিয়া : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্তইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেট কিপার), নাথান কুল্টার-নাইল, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামি‌ন্স

লন্ডন, 9 জুন : কেনিংটন ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি । এমনিতে ওভালে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্তই নিয়ে থাকেন অধিনায়করা । কারণ এই মাঠে পরে ব্যাট করে জেতা সহজ । রেকর্ডও বলছে 72টির মধ্যে 40টি ম্যাচেই পরে ব্যাট করা দল জিতেছে । তবে ব্যবহৃত পিচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত কহলির । ভারতীয় দল অপরিবর্তিত ।

শুরুটা বেশ ধীর স্থির করেন ধাওয়ান, রোহিত জুটি ।

রানে ভরা ওভালে 22বার একটি দল 300-র গণ্ডি পার করেছে । দলকে ভালো প্ল্যাটফর্ম গড়ে দিতে ওপেনার দিকে তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট ও সমর্থকরা । এই মাঠে অবশ্য দুই ওপেনারেরই ভালো রেকর্ড । ভারতের হয়ে এই মাঠে দু'টি ODI সেঞ্চুরি আছে শিখর ধওয়ানের । 2013 সালে উইন্ডিজ় ও 2017 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেন সেঞ্চুরিগুলি । শিখর যে দু'টি ম্যাচে সেঞ্চুরি করেছেন, সেই ম্যাচগুলিতে হাফসেঞ্চুরি আছে রোহিতেরও ।

আগের ম্যাচে বোলিংয়ে ভরসা দিয়েছেন পেসাররা ও স্পিনাররা । এই ম্যাচেও অস্ট্রেলিয়ান বোলারদের চাপে রাখতে কোহলির ভরসা বুমরা । সঙ্গে থাকবেন ভুবি । মাঝের ওভারগুলোতে রান আটকাতে কোহলির অস্ত্র কুল-চা জুটি ।

1974 সালে ওভালে প্রথম একদিনের ম্যাচ খেলে ভারত । সব মিলিয়ে ভারত 15টি ODI খেলেছে এই মাঠে । জিতেছে মাত্র পাঁচটি । 1999 সালে এই মাঠেই মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া । ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া । তবে ভারতের হয়ে অপরাজিত 100 রানের ইনিংস খেলেছিলেন অজয় জাডেজা । সমসংখ্যক ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে 8টি । তবে এই মাঠে তাদের শেষ জয় 2010 সালে ।

ভারত : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা

অস্ট্রেলিয়া : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্তইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেট কিপার), নাথান কুল্টার-নাইল, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামি‌ন্স

Varanasi (Uttar Pradesh)/ Gorakhpur (UP), June 09 (ANI): Indian cricket team is all set to play their second encounter against Australia in the ICC Cricket World Cup tournament at the Oval today. People from across the country have great expectations from the Indian team. The team's victory over the country has also begun with a round of 'Hawan' and prayers. The cricket fans performed 'hawan' for the victory of team India.
Last Updated : Jun 9, 2019, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.